যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) চোখ ধাঁধানো সব পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিশ্বের খ্যাতনামা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কোডাক এনেছে ‘কোডাক মিনি শট ইনস্ট্যান্ট ক্যামেরা’। ৯ জানুয়ারি।
‘মোটোবোট’ নামের এই রোবট মোটরসাইকেল চালাতে সক্ষম। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
‘কুড্রোন’ হলো ছোট্ট আকৃতির ড্রোন। ড্রোনটি উড়িয়ে দেখাচ্ছেন একজন। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
প্রদর্শিত হচ্ছে অ্যাভাটারমাইন্ডের ‘আইপাল এআই রোবট’। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
দুই আসন বিশিষ্ট ‘মার্সিডিজ এএমজি প্রোজেক্ট ওয়ান’। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
টয়োটা মোটর করপোরেশন এনেছে ‘ই-প্যালেট’ নামের এই ব্যতিক্রমধর্মী বৈদ্যুতিক গাড়ি। মালামাল পরিবহনসহ বিভিন্ন কাজের জন্য এটি উপযোগী। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
সুইজারল্যান্ডের মাইক্রোনোজ কোম্পানি এনেছে ‘জিটাইম’ নামের হাইব্রিড স্মার্টঘড়ি। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
এলজি মেলায় এনেছে ‘ক্লোই’ নামের ছোট্ট এই রোবট। গৃহস্থালির কাজে এটি ব্যবহার করা যাবে। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সংবলিত ‘বেনজিলক’ নামের তালা। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
ইন্টেলের ৫জি ওয়াইরলেস ব্রডব্যান্ড প্রযুক্তি দেখছেন এক দর্শনার্থী। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, ৯ জানুয়ারি।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।