অ্যাপল সম্পর্কে কিছু তথ্য যা অনেকেরই হয়ত অজানা

আসসালামু আলাইকুম,

টেক জগতের একটি অন্যতম জনপ্রিয় নাম অ্যাপল। এর জনপ্রিয়তা অন্যান্য দেশের মত আমাদের দেশেও রয়েছে। অ্যাপল বিশ্বের অন্যতম বড় এবং জনপ্রিয় টেকনোলোজি কোম্পানির একটি।

অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হল আইফোন, যা অনেকের কাছে সপ্নের স্মার্টফোন, আবার কেউ কেউ কিডনি ফোনও বলে।

অ্যাপল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা হবে যা অনেকের কাছেই হয়ত অজানা।

  • ১৯৭৬ সালের ১এপ্রিল, স্টিভেন পল জবস, স্টিফেন গ্যারি ওজনিয়াক এবং রোনাল্ড জেরাল্ড ওয়েন দ্বারা অ্যাপল প্রতিষ্ঠিত হয়েছিল।
  • স্টিভ জবস তার ভক্সওয়াগেন, এবং স্টিভ ওজনিয়াক তার বৈজ্ঞানিক ক্যালকুলেটর বিক্রি তাদের নতুন কোম্পানির জন্য রাজধানী বাড়াতে তার হিউলেট-প্যাকার্ড বৈজ্ঞানিক ক্যালকুলেটর বিক্রি করেন, তাদের কোম্পানির পুঁজি বাড়ানোর জন্য।  
  • অ্যাপলের প্রথম লোগো ১৯৭৬ থেকে ১৯৭৭সাল
  • প্রথম অফিসিয়াল লোগো ১৯৭৭ থেকে ১৯৯৮সাল
  • অ্যাপলের ৩য় লোগো ১৯৯৮ থেকে ২০০৩সাল
  • এবং অ্যাপলের বর্তমান লোগো ২০০৩ সাল থেকে এখন প্রযন্ত।
  • অ্যাপলের হেডকোয়ার্টারে একজন কর্মচারীর এভারেজ বার্ষিক বেতন প্রায় ১২০০০০ডলার।
  • আপেলের শীর্ষ ৯জন কর্মকর্তা চীনের ৯৫০০০ অ্যাপল কারখানার শ্রমিকদের তুলনায় আরো বেশি অর্থ উপার্জন করে। শীর্ষ ৯জন কর্মকর্তারা প্রায় ৪৪১মিলিয়ন ডলার পায়।
  • Apple.com হল টপ ৫০টি ওয়েবসাইটের একটি, ইউএসএ তে টপ ৩০টির একটি।
  • মূল অ্যাপলের লোগোটির ডিজাইন করেছিলেন সহ-প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন।
  • ১৯৮০ সালের দিকে অ্যাপল ৪.৬মিলিয়ন শেয়ার বিক্রি করে, প্রতিটি শেয়ারের দাম ছিল ২২ডলারের মত।
  • ১৯৮৫সালে, কোম্পানির প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও, স্টিভ জবসকে ৩০ বছর বয়সেই অ্যাপল থেকে বহিস্কার করা হয়।
  • অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন ১৯৭৭ সালে কোম্পানির শেয়ার ৮০০ডলারে বিক্রি করেন, সেই সময় কোম্পানিতে তার শেয়ার ছিল ১০%। বর্তমানে যার দাম প্রায় ৩০বিলিয়ন ডলার থেকেও বেশি।
  • অ্যাপল তাদের প্রথম কম্পিউটার তৈরির জন্য ৬৬৬.৬৬ডলার খরচ করে।
  • ১৯৯৭সালে বিল গেটস প্রায় ১৫০মিলিয়ন ডলার ইনভেস্ট করে, অ্যাপলকে দেউলিয়া থেকে রক্ষা করতে।
  • ম্যাকবুক প্রো, ইন্টেল মাইক্রোপ্রসেসরের সাথে অ্যাপলের প্রথম ল্যাপটপ। যা ২০০৬ সালে প্রবর্তিত হয়।
  • Dulcimer হল আইপড এর কোড নেম।
  • অ্যাপলের আইফোনের নাম অন্য নামে বিবেচনা করা হয়েছিল, নামগুলো ছিল Mobi, Telepod, and Tripod
  • ২০০৭ সালে অ্যাপল প্রায় বিক্রয়ের প্রথম ৩০ঘণ্টার মধ্যে প্রায় ২৭০০০০ ইউনিট আইফোন বিক্রি করে।  
  • Montana, North Dakota, West Virginia, South Dakota, Vermont, and Wyoming এই ছয়টি রাজ্যে কোন অ্যাপল স্টোর নেই।
  • স্টিভ জবস অ্যাপেলের প্রত্যেক কর্মচারীকে বিনামূল্যে আইফোন প্রদান করেছেন।
  • আইফোনের জনপ্রিয়তার কারনে ২০০৮ সালের অক্টোবরে অ্যাপল ৩য় সর্ববৃহৎ মোবাইল হ্যান্ডসেট সরবরাহকারী হয়।
  • জুলাই ২০০৮ সালে অ্যাপল আইফোন এবং আইপড টাচের জন্য অ্যাপ স্টোর চালু করে। এবং চালুর এক মাসের মধ্যে প্রায় ৬০মিলিয়ন অ্যাপ্লিকেশন বিক্রি করা হয়। এবং আগস্ট ২০০৮সালের মধ্যেই অ্যাপ স্টোর অ্যাপলের বিলিয়ন ডলাদের ব্যবসা হয়ে যায়।
  • অ্যাপলের আইপ্যাডের জন্য সামসাং রেটিনা ডিসপ্লে তৈরি করেছিল।
  • জানুয়ারি ২০১০ সালে অ্যাপল উন্মোচন করে আইপ্যাড। এবং প্রথমদিনে প্রায় ৩০০০০০ইউনিট বিক্রি করে।
  • জুলাই ২০১১ সালে, অ্যাপলের অপারেটিং ক্যাশ ব্যালেন্স ছিল প্রায় ৭৬.৪ বিলিয়ন ডলারের। যা মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভ কোষাগার ৭৩.৭বিলিয়ন ডলার থেকেও বেশি ছিল।
  • ২০১১ সালের আগস্টে অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে Exxon অতিক্রম করে।
  • আগস্ট ২৪, ২০১১ স্টিভ জবস সিইও পদ থেকে পদত্যাগ করেন।
  • ৫ অক্টোবর ২০১১ সালে স্টিভ জবস মারা যায়।
  • ২০১২ সালে অ্যাপল প্রতিদিন প্রায় ৩৪০০০০টি আইফোন বিক্রি করেছিল।
  • অ্যাপল যে পরিমান রাজস্ব উত্পন্ন করে তা অনেক দেশের জিডিপি থেকেও বেশী (ইকুয়েডর, লিবিয়া, এবং ইরাক সহ অনেক দেশ)
  • ২০১৫ সালের প্রথম দিকে, অ্যাপল প্রথম ৭০০বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে উঠেছিল। অ্যাপল গুগলকে অভারটেক করে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হয়ে উঠেছিল।
  • সিরি অ্যাপলের কাছে সবকিছুই পাঠায়, যা আপনি বলেন, সেটা বিশ্লেষণ এবং সংরক্ষন করা হয়।

 

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ