ব্যবহার করুন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এন্টিভাইরাস

আজ সকালে আমি আপনাদের কিছু প্রশ্ন করেছিলাম যদিও তেমন ভাবে ভাল কোন উত্তর পাইনি। শুধু মাত্র মামুন প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।

এখন আমি নিজে প্রশ্ন গুলোর উত্তর দিচ্ছি। এ উত্তর গুলো আমি প্রায় আট মাস ধরে বিভিন্ন সিকিউরিটি বিষয়ক সাইট, ম্যাগাজিন থেকে সংগ্রহ করেছি।

1 নং প্রশ্নর উত্তরঃ

আমাদের দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় USA, UK, Australia এর মতো দেশে ততটা হয় না, এর অনেক কারন আছে । সেগুলো হলো আমরা যে সাইট গুলো তে বেশি বিচরন করি তারা করে না। এছাড়া ইদানিং আমাদের দেশের কিছু সোনার টুকরা ছেলে যারা কিনা কম্পিউটার সায়েন্স এর মতো বিষয়ে পড়া শুনা করে শুধু মাত্র মজা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য পুরাতন ভাইরাস কোড গুলোকে ব্যবহার করে নতুন কিছু ভাইরাস তৈরী করছে। শুধু তৈরীই করছে না, সেই সাথে পেন ড্রাইভ, বিভিন্ন দেশী সাইটে এ্যড করে, ব্লগে দেয়া সফটওয়্যারের সাথে, ফাইল শেয়ারিং সাইটে আপলোড, পাইরেটেড সফটওয়্যারের সিডিতে কপি এর মতো বিভিন্ন পদ্ধতিতে তা আমাদের কম্পিউটারে ছড়িয়ে দিচ্ছে। আর এ ভাইরাস সহ ফাইল গুলো অনেকে না বুঝে ডাউনলোডও করে নিচ্ছে। সফটওয়্যার পেলেই হল ডাউনলোড শুরু। সফ্টওয়্যার টা আদৌ তার কাজে লাগবে কিনা, সফটওয়্যারটা নিরাপদ কিনা ভাবে না। ফলে হাজার হাজার কম্পিউটার আক্রান্ত হচ্ছে এমন ভাইরাস দিয়ে যেগুলোকে এন্টিভাইরাস ডিটেক্ট করে না । আমাদের দেশের 5 ভাগ ব্যবহারকারী বাদে বাকি সবাই চুরি করে বিকল্প ভাবে বিভিন্ন এন্টিভাইরাস ব্যবহার করি ফলে বিভিন্ন উন্নত দেশের এন্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমাদের দেশের এসব ভাইরাস নিয়ে খুব একটা মাথা ঘামায় না কারন আমাদের দেশে তারা কোন ব্যবসা করতে পারে না।

2 নং প্রশ্নর উত্তরঃ

USA, UK, Australia এসব দেশের ইউজাররা যেসব সাইটে বেশি প্রবেশ করে আমরা সেগুলোতে প্রবেশ করি তবে খুব কম আর আমরা সাধারনত ঐসব সাইটের এশিয়ান সার্ভারে প্রবেশ করি। যেমনঃ USA এর ইউজাররা http://www.google.com টাইপ করলে http://www.google.com এই প্রবেশ করে কিন্তু আমরা যখন বাংলাদেশ থেকে http://www.google.com টাইপ করি আমরা রিডাইরেক্ট হয়ে http://www.google.com.bd প্রবেশ করি। এখানে আমরা একই সাইটে প্রবেশ করলেও দুটি আলাদা সার্ভারে প্রবেশ করি।

3 নং প্রশ্নর উত্তরঃ

একটি ভাইরাস এক সাথে সব জায়গায় সমান আক্রমন করে না এর কারন অনেক ভাইরাস লেখক বিশেষ কিছু শ্রেনীর ব্যবহারকারী, দেশ, বা সাইটের ক্ষতির উদ্দ্যেশে ভাইরাস ছাড়ে। আবার অনেকে পুরো পৃথিবীর কম্পিউটারের ক্ষতির উদ্দ্যেশেও ভাইরাস তৈরী করে। যেমন কিছুদিন আগে প্রথম আলো সাইটে প্রবেশ করলে আমাদের কম্পিউটার একটি বিশেষ ভাইরাসে আক্রান্ত হচ্ছিল যদিও দু একটি( এভাস্ট ) বাদে অন্যান্য এন্টিভাইরাস এটিকে ডিটেক্ট করতে পারেনি। এখন দেখা যাচ্ছে প্রথম আলো শুধুমাত্র আমরা যারা বাঙ্গালি অর্থাৎ বাংলাদেশের এবং ভারতের পশ্চিম বাংলার বাংলা ভাষা ব্যবহার কারীরা পড়ি। এটা বোঝা যায় যে এ ভাইরাসটি শুধু বাঙ্গালিদের উদ্দ্যেশে তৈরী করা হয়েছিল। অন্য ভাষা ব্যবহার কারীরা যেহেতু এই সাইটে প্রবেশ করে না সুতরাং তারা আক্রান্ত হবে না। যা ক্ষতি হবার শুধু বাঙ্গালিদের হবে। এটি ছাড়াও আরেকটি উদাহরন দেয়া যেতে পারে, আমরা যারা পেন ড্রাইভ ব্যবহার করি তারা এমন কিছু ভাইরাসের সম্মুখিন হই যেটা শুধুমাত্র পেন ড্রাইভ এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ যায়। যারা পেন ড্রাইভ ব্যবহার করে না তারা এই ভাইরাসে আক্রান্তও হয় না। এ ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটি বিশেষ শ্রেনীর ব্যবহারকারী এই পেন ড্রাইভ ভাইরাসের লেখকের লক্ষ্য।

4 নং প্রশ্নর উত্তরঃ

আমাদের দেশ সহ দক্ষিন এশিয়ার অন্য দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় তার ডাটা কি USA এর একটি এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে ? না কারন তাদের মূল ব্যবসা যেসব দেশে তারা সেসব দেশের ইউজারদের সুবিধার কথা ভাবে। আগে যেমন বলেছি আমাদের দেশের কম্পিউটার ব্যবহারকারীরা যেহেতু এসব কম্পানি থেকে বৈধ ভাবে এন্টিভাইরাস কেনে না সুতরাং আমাদের নিয়ে তাদের ভাবার সময় নেই। তবে বেশ কিছু দিন পর যখন আমাদের এসব স্থানীয় ভাইরাস নেটের মাধ্যমে ছড়িয়ে এন্টিভাইরাস কম্পানির কোন বৈধ গ্রাহকের মাথা ব্যথার কারন হয় তখন এন্টিভাইরাস কন্পানি তাদের এন্টিভাইরাস এর আপডেটে ঐ ভাইরাস রিমুভ করার অপশন দিয়ে দেয়। কিন্তু দক্ষিন এশিয়ার এন্টিভাইরাস কম্পানি যেহেতু আমাদের এদিকেরই (তাদের বৈধ ইউজাররাও এদিকেরই) সেহেতু আমাদের এসব স্থানীয় ভাইরাসের আক্রমনের সাথে সাথে তাদের বৈধ ইউজাররাও আক্রান্ত হয় ফলে তারা তাদের আপডেটে এসব ভাইরাসের তথ্য যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেয়।

5 নং প্রশ্নর উত্তরঃ

কোন ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস শুধু Clean করলে উক্ত ফাইল বেশির ভাগ সময় আর কাজ করে না কারন ভাইরাস উক্ত ফাইলের আভ্যন্তরীন লিংক গুলোতে যুক্ত হয়ে যায় আর এন্টিভাইরাস শুধু Clean করলে ভাইরাস কোডটা মুছে দেয় কিন্তু ফাইলের আভ্যন্তরীন লিংক গুলো যুক্ত করে দেয় না। ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস যদি Clean & Repaire করে তবে সেই ফাইল পূর্বের মতোই কাজ করে কারন এ ক্ষেত্রে এন্টিভাইরাস ফাইলের আভ্যন্তরীন লিংক গুলো পূর্বের মতো যুক্ত করে দেয় এর এটা করার প্রয়োজনীয় ডাটা এন্টিভাইরাসের ডাটাবেসেই থাকে।

এতক্ষন অনেক ব্যাপারে আলোচনা করলাম এবার বলি একটি ভাল এন্টিভাইরাস এর কি কি বৈশিষ্ঠ্য থাকা দরকার তা নিয়ে।

  • 1. এন্টিভাইরাস যতদুর সম্ভব কম রিসোর্স ব্যবহার করে সবচেয়ে বেশি প্রটেকশন দিবে।
  • 2. এন্টিভাইরাস কম্পিউটার স্লো করবে না।
  • 3. যতদুর সম্ভব নিজের দেশের বা সবচেয়ে কাছের দেশের এন্টিভাইরাস হতে হবে যাতে তার ভাইরাস ডাটাবেসে দেশে যেসব ভাইরাসের প্রর্দুভাব বেশী তার সলিউশন তাড়াতাড়া পাওয়া যায়।
  • 4. এন্টিভাইরাসের ফাইল ডিলেট বা ক্লিন না করে রিপেয়ার করার ক্ষমতা থাকতে হবে।
  • 5. প্রতিদিন এর আপডেট অনলাইন বা অফলাইন এর মাধ্যমে নেয়ার ব্যবস্থা থাকতে হবে।
  • 6. অনলাইন বা অফলাইন এর মাধ্যমে একটিভেশন করার অপশন থাকতে হবে।

উপরে বর্নিত সব বৈশিষ্ঠ্য আছে এমন এন্টিভাইরাস পাওয়া খুব কঠিন।

যেমনঃ Mcafee, Avast, Norton Anti Virus, Kasparsky এর কোনটাই আমাদের দেশের নয় এমন কি এশিয়ার ও নয়। ফলে এদের ডাটাবেসে আমাদের স্থানীয় ভাইরাস এর সলিউশন অনেক দেরি তে দেয়। ততদিনে আমাদের পিসির অনেক ফাইল আক্রান্ত হয়ে যায় আর আপডেটে সলিউশন আসা মাত্র সব ভাইরাস আক্রান্ত ফাইল হয় ডিলিট নয় তো ক্লিন হয়ে যায় আর সেই ঐসব জরুরী ফাইল ও নষ্ট হয়ে যায়। Avast, Kasparsky বেশিরভাগ ভাইরাস ইনফেক্টেড ফাইল ডিলিট করে দেয়। Mcafee, Norton Anti Virus ইন্সটল করলে পিসি এতো স্রো হয় যে নড়তেই চায় না। Mcafee, Norton Anti Virus ফাইল ক্লিন করার পরও ঐ ফাইল আর চলে না।

তবে আমি অনেক দিন (প্রায় 2 বছর) থেকে ভারতীয় একটি এন্টিভাইরাস ব্যবহার করে আসছি যার মধ্যে উপরে বর্নিত প্রায় সব বৈশিষ্ঠ্য আছে । আর এটা ব্যবহারের পর আজ পর্যন্ত আমাকে ভাইরাসের জন্য দুঃশ্চিন্তা করতে হয় নি। এন্টিভাইরাসটির নাম Quick Heal Antivirus. বন্ধুরা এটি ব্যবহার করে দেখুন আশাকরি অন্য এন্টিভাইরাসের থেকে এর পার্থক্যটা বুঝতে পারবেন। অবশ্যই Quick Heal Antivirus এবং আমার টিউনটা সম্পর্কে মন্তব্য পাঠাবেন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ata to One Month Trial. arpor ki korbo…r thanks 4 ur tune….

Level 0

What can I do after one Month Trial. Please inform us. Thanks

Level 0

আমিও এটাই ব্যবহার করছি,অতুলনীয়।

সালাম নিবেন। ভাললাগলো আপনার টিউন পড়ে। কিন্তু 1 মাস পরে কী করব দয়া করে জানাবেন কী? এটাতো 1 মাসের জন্য ট্রায়াল ভারসন। ধন্যবাদ

আগে ইউস করা শুরু করূন তো। 20 দিন পর না হয় বাকি টা জেনে নিবেন।

Level 0

ভাইয়া আমি total security টা ডাউনলোড করলাম । খুব ছোট (343 kb Only )

setup দিয়ে দেখি ।

আপনারা কোন অসুবিধায় পড়লে আমাকে কল করবেন 01717013126 নম্বর এ।

আপনার লিঙ্কটি কাজ করছে না!

সবার করছে আপনার কেন করছে না বুঝতে পারলাম না।

শাওন ভাই, অনেক ভাল টিউনহয়েছে, এ গুলো আমারো অনেক সময় জানতে ইচ্ছে হয়েছে কিন্তু অতো সময় হয়নি তথ্য সংগ্রহ করার, যাইহোক, আপনার কাছ থেকে জেনে গেলাম সহজেই।
লাইসেন্স ক্যাস্পারস্কি ব্যবহার করছি, তারপরও আপনার দেওয়া এন্টিভাইরাসটি ব্যবহার করে দেখবো….. ভাল থাকবেন, ধন্যবাদ

Level 0

Are you trying to penetrate this product to us,

you are introducing a shareware product which costs almost like market leadrs & don’t wannna share now what will happen after one month! Techtunes is a site where you should not encourege any illegal way , you can recommend free soft or to buy license. can’t just end us with wait & see.

i think you are trying to misguide us, coz you said the infected files repaired by Norton or Mcafee don’t run which is not true. i depends on the type of the virus infection, & after all you can restore the file again if you quarantined it. it’s just changing the options nothing else.

secondly you said kaspersky , Norton & Mcafee consumes higher resource , as you already said you are using a different antivirus for a long time , so you don’t even know about their latest versions, & didn’t show any benchmarking that why your recommended antivirus is better than market leaders.

you have researched for long eight months , i think you should have done it more carefully.

Finally it’s not only about virus, there are trojans, worms, rootkits,

Finally no one on earth can grantee you to be virus free , “Experts always say – it is believed to be clean”

finally already who have installed it , check the link

http://www.2-spyware.com/remove-quick-heal-antivirus-plus-2009.html

@jenusbd ভাই বাংলা চেষ্টা করেন ।

Level 0

কাজের পোস্ট। এক্ষনি ডাউনলোড করা শুরু করলাম। কিন্তু এই লিংকটা (http://www.2-spyware.com/remove-quick-heal-antivirus-plus-2009.html) পড়ে মন খারাপ হয়ে গেল।
বাংলাদেশী একজন নাকি ‘কোবরা’ নামের একটি এন্টিভাইরাস তৈরী করেছে। সেটা নাকি খুব শক্তিশালী। কিন্তু কোথায় পাওয়া যাবে তা জানিনা। আপনারা কিছু জানেন কি?

AR
http://bbt-templates.blogspot.com/

Level 0

ভাইয়া আপনার টিউনটা ভাল কিন্তু এটা windows থাকা অবস্থায় virus scan করলে কি pc তে virus থাকা খুঁজে বের করবে ??? নাকি নতুন করে windows setup দিতে হবে ?????????????? pls give my answer just reading my comment.

@হাসান আপনাকেও ধন্যবাদ।

@jenusbd
আপনি অভিযোগ করেছেন যে আমি জোর করে একটা product অন্যদের গছিয়ে দিতে চাচ্ছি, কিন্তু তা তো আমি করি নি আমি শুধুমাত্র Suggest করেছি। তাছাড়া এই টিউনেই আমি উল্লেখ করেছি প্রয়োজন ছাড়া না বুঝে কোন কিছু যেন টিউনাররা ডাউনলোড না করে। আমার মনে হয় আপনার বাংলাটা জানা নেই ভাল মতো তাই কোনটা সাজেশন আর কোনটা নির্দ্দেশ বুঝতে পারেননি।

ভাল কিছু ব্যবহার করতে হলে অবশ্যই ভাল মূল্য দিতে হবে। ফ্রিতে কেউ ভাল জিনিস দেয় না। 1 মাস পর কি হবে ? আমার কাছে 20 ইউজার লাইসেন্স আছে । আমি সেটা Rendom Choice এর মাধ্যমে টেকটিউনের 20 জন ইউজার কে দিব। বাকিদের অবশ্যই মূল্য দিয়ে ব্যবহার করতে হবে। প্রায় সব সফটওয়্যারই তো পাইরেসি করে ইউজ করে আমাদের দেশের কম্পিউটার ইউজাররা। সেগুলো থেকে যেসব ঝামেলা আসে তা থেকে বাঁচতে কিছু খরচ তো করতেই হবে।

আমি কাউকে মিসগাইড করছি কিনা তা টিউনাররা নিজেই বুঝতে পারবে যখন তাদের ব্যবহার করা এন্টিভাইরাস আর আমার Suggest করা এন্টিভাইরাস এর মধ্যে তুলনা করবেন। তারাও তো এন্টিভাইরাস ব্যবহার করেন তাই না। টেকটিউনের টিউনারদের ততটা বোকা মনে করবেন না দয়া করে যে তারা কোনটা ভাল কোনটা খারাপ বুঝবে না।

আপনি বলেছেন আমি যেহেতু আমি অনেকদিন ধরে Quick Heal ব্যবহার করি তাই অন্য এন্টিভাইরাসের লেটেস্ট ভারসন সম্পর্কে আমার ধারনা নেই। আসলে আপনার ধারনাই
নেই , গত আটমাস আমি যে গবেষনা করেছি তার মধ্যে সব এন্টিভাইরাস টেষ্ট করাও একটা কাজ ছিল। না ব্যবহার করে আমি কোন কিছু সম্পর্কে কাউকে Suggest করি না।

Quick Heal শুধু ভাইরাস, ট্রোজান, ওর্য়াম স্ক্যনারই নয় এর মধ্যে এন্টি রুটকিট, এন্টি ম্যালওয়্যার ও আছে। আশাকরি ভবিষ্যতে কোনকিছু নিয়ে মন্তব্য করার আগে জিনিসটা ব্যবহার করে , তার সর্ম্পকে জেনে মন্তব্য করবেন।

হ্যাঁ আমি জানি কোন এন্টিভাইরাস 100% ভাইরাস প্রোটেশন দেয় না। আমি Quick Heal সর্ম্পকে ওরকম কোন দাবিও করি নি। তবে তার মধ্যেও কেউ না কেউ একটু বেশি তো দেয়।

আর হ্যাঁ সবশেষে আপনার দেয়া সাইট এড্রেস নিয়ে একটা কথা বলি, আপনি কি জানেন ওই সাইটের মালিক কে? মনে হয় জানা নেই। ওই সাইটের মালিক USA সবচেয়ে কুখ্যাত Hacker Group ‘Night Terror’ । কিভাবে জানলাম ? ওদের সাইট আর সার্ভার এ্যনালাইসিস করে। একটা Hacker Group এর মালিকানাধীন সাইটে যে এন্টিভাইরাস এর সর্ম্পকে কি তথ্য থাকবে তা সবাই জানে। ওখানে যে Quick Heal Remover দেয়া আছে সেটায় একটা ব্যাকডোর আছে যার মাধ্যমে কনফ্লিকার ভাইরাসের 2 টি ভ্যেরিয়েশন কম্পিউটারে চলে আসে। আশাকরি এরপর থেকে কোন লিংক দেয়ার আগে ভেবে নিবেন।

@AR
বাজে কথায় কান দিয়ে মন খারাপ করবেন না।
@Kiron
windows থাকা অবস্থায় virus scan করলে pc তে virus থাকা খুঁজে বের করে Repare করে দিবে। নতুন উইন্ডোস লোড করার দরকার নেই।

এন্টিভাইরাসটা মনেহয় ওই হ্যাকারদের দৌড়ের উপর রাখছে তাই এই অপপ্রচার 🙂

http://quickheal.co.in/images/logo.gif
30 Days Trial শেষ হলে Remove করে নতুন করে Install করুন।
আবার 30 days USE করতে পারবেন।

আপনার পয়েন্টগুলোকে সঠিক মনে হয়েছে

Level 0

শাওন ভাই , অনেক কস্ট করে টিউন টি করার জন্য অনেক ধন্যবাদ।
তবে সত্যিকথা বলতে কি, এই সব এন্টিভাইরাস এর উপর তেমন বিশ্বাস করতে পারিনা।
আপনি ESET nod32 কি চেক করেছেন ভাই। জিনিস টা ভালো। পিসি স্লো করেনা।

শাওন ভাই,
নতুন এন্টিভাইরাসের সাথে পরিচয় করার জন্য ধন্যবাদ। আমি ব্যবহার শুরু করিছি। আমার কাছে ভালোই মনে হয়েছে। যা কিছু ভালো তার সাথে আমরা সবাই।
ধন্যবাদ।

Level 0

After scan with Kaspersky internet security, I found a trojan “cheval de Troie Trojan.Win32.Genome.gtl” !!! I don’t trust this application

Sorry I didn’t check the removal tool & referral site also, apology for that.

Manual removal is also possible:

Removal of Quick Heal AntiVirus Plus 2009 is a feasible objective if you have sufficient expertise in dealing with program files, processes, .dll files and registry entries.

The files to be deleted are listed below:

* qh.exe
* Quick Heal.exe
* uninstall.exe
* mrv231.dll

The registry entries that need to be removed are as follows:

* HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Uninstall\Quick Heal AntiVirus Plus 2009
* HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Run “Quick Heal AntiVirus Plus 2009″

My laptop doesn’t have Bangla keys , But i’ll try to write in Bangla from next time.

I ‘ve some genuine license of Bitdefender Internet Security 2009, Bitdefender Antivirus 2009, Zone alarm pro, & panda Internet Security 2009, Pc Tools Internet Security, Iolo System Schield, AVG SBS Edition 2009 .

as i use anther security programs , i’ll want to distribute among interested users.

Totally about 10 licenses , Interested users can mail me : [email protected]

@Junesbd
“cheval de Troie Trojan.Win32.Genome.gtl” টা কিসের মধ্যে পেলেন ?
মনে রাখবেন যেকোন এন্টিভাইরাস সফটওয়্যারকে একদম রিমুভ করা খুব কঠিন।

আপনি Quick Heal রিমুভ করার জন্য উঠে পরে লাগছেন কেন? একবার ব্যবহার করে তারপর তার দোষ গুন বুঝে না হয় রিমুভ করার চেষ্টা করেন। ব্যবহার না করেই আগে কিভাবে রিমুভ করা যায় তার চিন্তা করছেন।

আপনার কাছে Bitdefender Internet Security 2009, Bitdefender Antivirus 2009, Zone alarm pro, & panda Internet Security 2009, Pc Tools Internet Security, Iolo System Schield, AVG SBS Edition 2009 এর যে License আছে তা কি আপনার কেনা না কি পাইরেটেড ? মনে তো হয় পাইরেটেড কারন একজন কখনও এতগুলো সিকিউরিটি সফটওয়্যার টাকা দিয়ে কিনবে না অন্তত আমাদের দেশে। পাইরেটেড হলে দয়াকরে Distribute করবেন না। কারন এতে ইউজারের কম্পিউটারের লাভের থেকে লোকসান ই বেশি হবে।

আমি সবাইকে Quick Heal এর যে 20 টা লাইসেন্স দিতে চেয়েছি তার একটাও পাইরেটেড না। একজন বৈধ ইউজার হিসাবে কেনা। কেন দিচ্ছি? মোট কেনা হয়েছিল 270 টা লাইসেন্স কিন্তু 20 টা Extra হয়ে গেছে তাই। ফেলে রেখে তো লাভ নেই , তাই দিয়ে দিচ্ছি।

Level 0

Absolute not pirated, i collected those from their different giveaway programs.

if you are a IT professional, you should have known that every security companies provide free license for different regions as promotional activity.

i use some other security softwares, & some of their shelf life- going to end , some have still 1 years validity.

Level 0

Jobbor……………..

শাওন ভাই, আমাকে কী একটা লাইসেন্স কি দেয়া যাবে?
আমার মেইল এড্রেস [email protected].
ধন্যবাদ.

shaon Bhi
apnr tune ta valo legeche. ami apnr sathe ak mot. jesob antivirus repair kore segulo pore run tmon akta korena. tai apnr ai softwere ta use kora suru korlam. amko akta license key den plzz. dile upokrito hobo. valo thakben. amr email: [email protected]

Level 0

শাওন ভাই, খুবই ভাল একটা টিউন। আপনাকে অনেক ধন্যবাদ। Please আমাকে একটা লাইসেন্স দিন।
আমার মেইল এড্রেস [email protected]

Level 0

শাওন ভাই, খুবই ভাল একটা টিউন। আমাকে কী একটা লাইসেন্স কি দেয়া যাবে?
আমার মেইল এড্রেস [email protected].

শাওন ভাইয়া আপনার পাঁচটি প্রশ্নের পর থেকেই আপনার টিউনটি পড়ার জন্য বসে আছি।আপনার প্রশ্নগুলো আমার কাছে জোস লাগছে।আপনাকে ধন্যবাদ উত্তরগুলো এত সুন্দর করে দেওয়ার জন্য।আমি জটিল কিছু ভাইরাসের সমস্যায় আছি।আমি কুইক হেল এন্টিভাইরাসটি ডাউনলোড দিয়ে স্কেন করে দেখি কতটুকু কাজের,নইলে আপনার তো সেল নাম্বার দেওয়াই আছে।।

Level 0

vai jan ami ki pabo ???

আমি eset nod32 ব্যবহার করি। এটি একটি চমৎকার এন্টিভাইরাস। এবং আমি জেনুইন লাইসেন্স কী ব্যবহার করি। ইনশাআল্লাহ সামনে একটা পোস্ট দিব কিভাবে তিন মাসের জেনুইন লাইসেন্স কী পাওয়া যায়। জেনুইন লাইসেন্স কী টা তিনমাস (৯০দিনের)। কারো দরকার হলে ই-মেইলে যোগাযোগ করেন।

মোঃ মাহাবুবুর রহমান মাছুম
[email protected]

Level 0

ওয়াও ,,,,ফ্যান্টাসটিক টিউন।
সিম্পলি এ্যমেইজিং।

শাওন ভাই আমাকে যদি একটা লাইসেন্স না দেন তাইলে আপনারে……………….

[email protected]

আমাকে একটা লাইসেন্স দিলে চেক করে দেখতে পারতাম
mitu.duএটgmailডটcom

ভাই আমাকে একটা লাইসেন্স কি দিলে খুব ভালো হত।আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

ভাইয়া আমাকে একটা লাইসেন্স দিন Please ………Please ……Please

My mail : [email protected]

আমাদের মুলা দেখাছেন কেন ভাই? লাইসেন্স নাম্বার গুলা দিয়া দেন

@AR
কোবরা এন্টিভাইরাস পাবেন IDB এর দোতালায় ‘নিকর’ নামের দোকানে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে http://www.rafusoft.com

@শাওন
শাওন ভাই কি এন্টিভাইরাসের সাথে পরিচয় করাইলেন সবাই তো লাইসেন্স কী পাবার জন্যে উঠে পড়ে লেগেছে। হাহাহাহাহাহা। ভাই,এই টিউন করে আপনি তো হিট হয়ে গেলেন। ভাবছি আমিও ইন্সটল করে দেখব। তার আগে আমি আপনার কাছে কয়েকটি জিনিস জানতে চাই।

১. এই এন্টিভাইরাসটি কি আনইন্সটল করে আবার ইন্সটল করলে নতুন করে আবার ট্রায়াল দিবে নাকি আগের টাই চলতে থাকবে?
২. আপনি কিভাবে জানলেন http://www.2-spyware.com/remove-quick-heal-antivirus-plus-2009.html এই ওয়েবসাইট এর মালিক হ্যাকার গ্রুপ এর? আমি আপনার জানার পদ্ধতিটি জানতে চাচ্ছি। এটা জানাতে আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected]

সব শেষে বলতে চাই,টিউনটা এক কথায় অসাধারণ হয়েছে। অনেকদিন যাবত এই রকম টিউনের অপেক্ষায় ছিলাম। আপনাকে ধন্যবাদ।

@ভোরের স্বপ্ন

1. না । 30 দিন শেষ হলে আর কাজ করবে না। তবে অপারেটিং সিস্টম চেন্জ করলে আবার 30 দিন চলবে।
2. আমি ANKIT FADIA CERTIFIED ETHICAL HACKER এর কোর্স করেছিলাম( http://www.hackingmobilephones.com/afceh/ ) .আমি একজন ETHICAL HACKER . তাই আমার বিভিন্ন হ্যাকার সাইট সম্পর্কে জানা আছে। আমি জাষ্ট সফটওয়্যার দিয়ে ( http://www.2-spyware.com/remove-quick-heal-antivirus-plus-2009.html ) সাইটটা ট্রেস করে জানতে পারি এর মালিক কে, সার্ভার কোথায়, কোন সাইট এর সাথে এর লিংক আছে। পদ্ধতিটা জটিল। বলতে গেলে অনেক আলোচনা করতে হবে। প্রায় এই টিউনের 6 গুন বড় হবে। তাই জানাতে পারছি না সরি।

@ সবাইকে

আমাকে অনুরোধ এখন করে লাভ নেই। 18 দিন পর আমি আপনাদের ই মেইল আই ডি চাইব তখন দিলেই হবে। প্লিজ এখন আর অনুরোধ করবেন না।

Level 0

shawon bai file ta namalam 70.9mb .bt install hoy na. ata show kory “the provided is nt applicable for this operating system.”… hop ki korly hoby janaben. valo thaken.

আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে তবে 32 বিট ভার্সন ডাউন লোড করেন। যদি 64 বিট হয় তাহলে তবে 64 বিট ভার্সন ডাউন লোড করেন। আপনি ভুল ভার্সন ইন্সটল করেছেন তাই ” the provided is nt applicable for this operating system ” লেখাটা আসে।

একটা লাইসেন্স কী দেওয়ার প্রতিস্রুতি দিলে Kaspersky থেকে নড়তে রাজি আছি। নাহলে শুধু এক মাস ব্যবহার করে তো লাভ নাই।

ইমেইল আইডি আগেই দিয়ে দিচ্ছি – [email protected]

ভাই দারুন একটা টিউন আপনার এই টিউন থেকে দরকারি অনেক কিছু জানতে পারলাম। আপনার দেয়া antivirus ভাল না খারাপ সেটা তো ব্যবহার করে বুঝতে পারব। কিন্তু এরকম দরকারি টিউন আরো চাই। আসলে antivirus সম্পর্কে আমাদের সবারই অনেক কিছু ই অজানা আছে। এরকম তথ্যবহুল টিউন আরো চাই । আমার ইমেইল [email protected]

শাওন ভাই,
অগ্রীম আওয়াজ দিলাম। [email protected]

জটিল একটা টিউন,,,

Level 0

টিউনার বন্ধুরা আমি badfloppy র দেয়া লিংক সহ মন্তব্য মুছে দিলাম কারন এতে যে লিংক দেয়া হয়েছিল সেটা Quick Heal Verson 8.0 এর ( বর্তমানে Verson 10 চলছে ) ক্রেক ফাইল এর এবং তার মধ্যে একটি ট্রোজান ছিল। আমি চাইনা আমার টিউন বা এর কোন মন্তব্য থেকে আপনাদের বড় কোন ক্ষতি হোক। মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0
Level 0

akto aagy install korlam.thanks…..32bit koryche..hop akta id pabo …

ok valo taken.aro valo kisu pabo aasa raki…
[email protected]

Level 0

শাওন ভাই,
কুইক হিল 23 দিন হয়ে গেছে কিন্তু…………।

এবার লাইসেন্স টা দেবার সময় হয়ে এসেছে।
এক কথায় দারুন এক এন্টিভাইরাস এটি……।

আচ্ছা একটা প্রশ্ন মাথায় এলো…..
আপনার দেয়া লাইসেন্স এ এন্টিভাইরাসটি কি 1 বছর এর মেয়াদ পাবে………?

প্লিজ লাইসেন্স ই-মেইল করেন।
[email protected]

Level 0

may u please send 1 licence key to my mail id [email protected].

thanks.

Level 0

অনেক দিন হয় এন্টিভাইরাস ব্যবহার করি না। আপনার যুক্তি গুলো বেশ ভাল ও গ্রহন যোগ্য।আপনাকে ধন্যবাদ এরকম তথ্য েদওয়ার জন্য।
যদি আরও সিরিয়াল কি থাকে তবে আশাকরি একটা পাব
ধন্যবাদ
আমার e-mail id [email protected]

শাওন ভাই আমি এন্টিভাইরাস নিয়া অনেক সমস্যায় আছি কিন্তু আপনার পোস্ট টা দেইখা মনে হইল সমস্যা টা মনেহয় সমাধান হইব
আমাকে কি সিরিয়াল কি টা দেয়া যাবে আমার ইমেইল…… [email protected]

যানিনা কার ভাগ্যে আছে ।তার পরেও আসায় থাকলাম[email protected]

Level 0

me 2 [email protected] only for win7