‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাস’ নভেম্বর ২০১৭ জরিপ অনুযায়ী সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর সিংহভাগই এশিয়া মহাদেশের। যার অনুপাত প্রায় ৪৯.৭%। এশিয়ার মধ্যে প্রায় ৭৩৮ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে শীর্ষে অবস্থান করছে চীন। ৭৩ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে ইন্ডিয়া, জাপান, ইন্দোনেশিয়া’র পরে এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম। ‘ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন’-এর তথ্যানুযায়ী ২০২০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৪০% ডাটা অনলাইনভিত্তিক হবে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাত্রা দ্রুতগতিতে বাড়ছে। ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ার সাথে সাথে অনলাইন নিরাপত্তা-ঝুঁকি ক্রমশ বাড়ছে। গত ৪ ফেব্রুয়ারি ২০১৬ বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাকিং আমাদের শুধুমাত্র অনলাইন ঝুঁকির ভয়াবহতা নির্দেশ করে না-অনলাইন নিরাপত্তা জোরদার না করলে একটি দেশ যে কোনো মুহূর্তে যে তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে পারে সেটাও জানান দেয়। আমরা নিজেরা এখন থেকে অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতন না হলে যে কোন মুহূর্তে আমাদের ব্যক্তিগত বিপর্যয় যে হবে না এমন নিশ্চয়তা দেয়া বোধ হয় এখন আর সম্ভব নয়।
সারাবিশ্বে যত সফটওয়্যার ব্যবহার করা হয় তার ৫৭% হচ্ছে পাইরেটেড সফটওয়্যার। হ্যাকিং এর অন্যতম কারণ হচ্ছে এই পাইরেটেড সফটওয়্যার। হ্যাকার পাইরেটেড সফটওয়্যার এর ভিতর হ্যাকিং টুল স্থাপন করে দেয়। ব্যবহারকারী যখন এই ধরনের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার শুরু করে তখন ব্যবহারকারীর অজান্তেই সকল তথ্য হ্যাকার এর কাছে চলে যায়।
উইন্ডোজ এর ক্রয় ক্ষমতা নাগালের বাইরে থাকার কারণে আমাদের দেশের অধিকাংশই পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করে। এমনকি সরকারি অফিস, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও পাইরেটেড উইন্ডোজ ব্যবহারে পিছিয়ে নেই। লিনাক্স ভিত্তিক উন্মুক্ত অপারেটিং সিস্টেমের ব্যবহার নিশ্চিত করা গেলে অপারেটিং ভিত্তিক হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সম্ভব। একটি শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার খুব সহজে হ্যাক করতে পারে না। শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে সর্বনিম্ন ৮টি ক্যারেক্টার ব্যবহার করা ভালো। ক্যাপিটাল লেটার, নম্বর এবং স্পেশাল ক্যারেক্টার এর সমন্বয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়। ইমেইল, ফেসবুক, অনলাইন ব্যাংকিং-এর তথ্য প্রতি সপ্তাহে চেক এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করা উচিত। কোনো প্রকার আন-ট্রাস্টটেড কোনো লিঙ্ক-এ ক্লিক না করা উচিত। ইমেইল বা ফেসবুক থেকে কোনো লিঙ্ক-এ সরাসরি ক্লিক না করে, ওই লিঙ্কটা নতুনভাবে ওয়েবব্রাউজ এ ব্রাউজ করলে ফিশিং এর মত হ্যাকিং থেকে রক্ষা পাওয়া যায়। সর্বোপরি নিজস্ব সচেতনতায় আমাদেরকে অনলাইন নিরাপদ রাখতে পারে।
- আসাদুজ্জামান কানন
আমি প্রাইডসিস আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।