ইন্টারনেটে কাজ করতে আমাদের বিভিন্ন সময়ে VPN এর প্রয়োজন হয়।ভাল মানের VPN সাধারনত মাসিক ভিত্তিতে টাকা দিয়ে কিনতে হয়। এর সেখানে যদি টাকা খরচ না করে Free Unlimited VPN পাওয়া যায়। তাহলে তো সেটা নিঃসন্দেহে চমৎকার জিনিস।
VPN এর মাধ্যমে সাধারনত আমরা অন্য দেশের আইপি ব্যবহার করে বিভিন্ন সাইটে প্রবেশ করে থাকি। যেমনঃ কোন একটা সাইট নির্দিষ্ট কিছু দেশের জন্য টারগেট করে বানানো।সেই লিস্টে আমাদের বাংলাদেশ নেই। তাহলে আমরা যত বাংলাদেশী আছি।কেউ আমাদের কম্পিউটার দিয়ে ঐ সাইটে রেজিষ্ট্রেশন বা লগিন করতে পারব না। সেক্ষেত্রে যে দেশ গুলোর অনুমোদন আছে সেই দেশের আইপি ব্যবহার করে আমরা ঐ সাইটে লগিন করতে পারি।
VPN এর পুর্ণ রুপঃ virtual private network
আমাদের কম্পিউটার ডিভাইস সাধারনত প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে। VPN এই প্রাইভেট নেটওয়ার্ককে পাবলিক নেটওয়ার্কে প্রসারিত করে। এতে ব্যবহারকারীরা পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে নিজের এলাকার বাইরের একটি ভিন্ন ধর্মী এলাকার মাধ্যমে নিজেদের ডাটা আদান-প্রদান করতে পারে।
১. প্রথমে আপনাকে Opera Browser ডাউনলোড এবং ইন্সটল করতে হবে। এরপর ব্রাউজারের বাম পাশের উপরের দিকে অপেরা আইকনের উপর ক্লিক করুন।
২. একটা ড্রপডাউন লিস্ট আসবে। এই লিস্ট থেকে “Setting” এ ক্লিক দিন।
৩. নতুন উইনডো পাবেন। এখান থেকে “Privacy & Security” তে ক্লিক করুন।
৪. VPN কোটেশনের নিচে “Enable VPN” নামে একটা চেক বক্স আসে। এই চেক বক্সে টিক দিন।
৫. এবার ব্রাউজারের এড্রেস বারের বামে “VPN” বাটন পাবেন। এই বাটনে ক্লিক দিলে উপরের দিকে পাবেন অফ-অফ এর বাটন এবং নিচের দিকে দেশের নাম সিলেকশন বক্স অর্থাৎ কোন দেশের আইপি ব্যবহার করবেন সেটা সিলেক্ট করবেন।
এটি একটি ফ্রি সার্ভিস। এখানে যে কয়টা দেশের নাম আছে। শুধুমাত্র সেই কয়টা দেশের আইপি ব্যবহার করতে পারব।
আমি মোঃ আল আমিন বেপারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।