অ্যাপল ক্রয় করছে ওয়্যারলেস চার্জিং প্রতিষ্ঠান ‘পাওয়ার-বাই-প্রক্সি’

তার ব্যতিরেকে মোবাইল চার্জ হবে এমন স্বপ্ন সত্যি হতে চলেছে। নিউজিল্যান্ড ভিত্তিক সংবাদ সাইট Stuff.co.nz-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল একটি স্বল্প পরিচিত ওয়্যারলেস চার্জিং প্রতিষ্ঠান ‘পাওয়ার-বাই-প্রক্সি’-কে অচিরেই অধিগ্রহণ করতে যাচ্ছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানীটির উদ্যোক্তা ফাডি মিশ্রিকি অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি স্পিন-আউট প্রজেক্ট হিসেবে  ক্ষুদ্র  কিউআই স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট মডিউল প্রস্তুত করেন, যাতে রোবট, ড্রোন এবং চিকিৎসা সরঞ্জামের মত বৃহত্তর ডিভাইসগুলিতে তারবিহীন অবস্থায় চার্জ দেয়া সম্ভব হয়।

 আইফোন তৈরির জন্য বিখ্যাত অ্যাপল, Stuff.co.nz  -এর নিকট ‘পাওয়ার-বাই-প্রক্সি’-কে অধিগ্রহণের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে।অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যান রিসকো এক বিবৃতিতে বলেছেন, “তারবিহীন চার্জিং প্রযুক্তির ভবিষ্যত তৈরি করতে ‘পাওয়ার-বাই-প্রক্সি’ নামক প্রতিষ্ঠানটির অধিগ্রহণ করা অ্যাপলের জন্য একটি শক্তিশালী সংযোজন বলে মনে করছি”
গত সেপ্টেম্বর মাসে আইফোন ৮, আইফোন এক্স এবং অ্যাপল ওয়াচ সিরিজ ৩ প্রবর্তনের ঘোষণার সঙ্গে আসন্ন স্মার্টফোনে Qi শিল্প মানসম্পন্ন বিনা তারে চার্জিং-এর সুবিধা থাকার ইঙ্গিত দেয় অ্যাপল।সেই সাথে অ্যাপল. মোবাইলে  হেডফোন জ্যাক অপসারণ করার লক্ষ্যে ব্লুটুথ হেড ফোনের উন্নয়নে বিনিয়োগ করার দিকে নজড় দিচ্ছে। এদিকে, অ্যাপল আগামী বছর ‘এয়ার পাওয়ার’ নামক  এক ধরনের চার্জিং ম্যাট বাজারে আনার পরিকল্পনা করছে। যে ম্যাটটি দিয়ে ওয়্যারলেস এয়ারপডসহ গ্লাসবেকড আইফোন এবং অ্যাপল ওয়াচকে একসঙ্গে চার্জ করা যাবে।
অবশ্য ‘পাওয়ার-বাই-প্রক্সি’ কীভাবে অ্যাপলের উচ্চাকাঙ্খাকে বাস্তবে রূপ দিবে, তা এখনো পরিষ্কার করে বলেনি প্রতিষ্ঠানটি। নিউজিল্যান্ড ভিত্তিক ‘পাওয়ার-বাই-প্রক্সি’ কোম্পানটির ওয়্রারলেস চার্জিং মডিউলটি সর্বোচ্চ ১০০ ওয়াট শক্তি সরবরাহ করতে সক্ষম। এখন এই প্রযুক্তিটির উন্নয়ন সাধন করে কীভাবে অত্যধিক ব্যাটারীখেকো ম্যাকবুকেও প্রয়োগ করা যায় সেটি নিয়ে ভাবছে অ্যাপল।
এখন শুধু অপেক্ষার পালা।দেখা যাক, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মাধ্যমে সামনের বছরগুলোতে অ্যাপল আমাদের জন্য কী কী সুবিধা নিয়ে আসে।
লেখাটি পূর্বে প্রকাশিত এখানে

Level 1

আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস