অ্যাপল পার্ক: স্টিভ জবস তথা অ্যাপলের স্বপ্নের হেড অফিস

 

অ্যাপল’ মানেই আমাদের কাছে বিশেষ কিছু। তা সে আদম-হাওয়া’র কাহিনী, নিউটনের মাথায় গাছ থেকে হেলে পড়া বা স্টিভ জবসের ‘অ্যাপল’ই হোক! তবে প্রযুক্তিজগতে অনেকের কাছেই স্টিভ জবসের অ্যাপল থেকে আসা যেকোন খবরই রোমাঞ্চকর। জবস হয়ত আজ আর নেই আমাদের মাঝে,কিন্তু তাঁর অসাধারন চিন্তা শক্তি আর কল্পনাকে বাস্তবে এনে দেবার প্রতিষ্ঠান ‘অ্যাপল’কে রেখে গেছে আমাদের মাঝে। তাই প্রতি বছরই আমাদের চোখ থাকে নতুন কি আসছে অ্যাপল থেকে। আইফোন, ম্যাক ল্যাপটপ কিংবা আইপড ছাড়িয়ে এবার সবার মনোযোগ কেড়ে নিয়েছে ‘অ্যাপল পার্ক’। এই হচ্ছে সেই পার্ক সেখানে অ্যাপল নিয়ে স্টিভ জবস তাঁর সব স্বপ্ন বুনতে চেয়েছিলেন।

২০১৭ সালের এপ্রিল থেকে অ্যাপল তার পুরাতন কার্যালয় ছেড়ে নতুন এই ‘অ্যাপল পার্ক’ কার্যালয়ে নিজেদের নিয়ে যেতে শুরু করেছে। তারা আশা করছেন, আগামী এক বছরের মাঝেই এই পার্ক থেকে তাদের সব কিছুর পরিচালনা শুরু করতে পারবেন। নতুন এই কার্যালয়কে তারা বলছেন, ‘সৃজনশীলতা ও পারস্পারিক সহযোগিতা কেন্দ্র’। স্টিভ জবসের ইচ্ছানুসারে, এই পার্কের নকশা করা হয়েছে স্পেসক্র্যাফটের মত করে। এখানকার একটি থিয়েটারের নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বর্তমান প্রধান নির্বাহী টিম কুক বলেছেন।“ অ্যাপল নিয়ে জবসের সৃজনশীলতা তাঁর সময়কে ছাপিয়ে আমাদের সময়ে এসে পৌঁছেছে।”

অ্যাপল এর অ্যাপল পার্কে কি কি সুবিধা এবং অ্যাপল পার্কের স্ট্রাকচার সম্পরকে জানতে ভিডিও টি দেখুন।

সর্বপ্রথম প্রকাশিত: FactsBD

Level 0

আমি টেকটিউটর বাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস