বাংলাদেশ ক্রিকেট টিমের অফিসিয়াল সাইটের বেহাল দশা

বিশ্বকাপ দোরগোড়ায়, কোটি কোটি টাকা খরচ করে চলছে বিমানবন্দর, সড়কপথ, স্টেডিয়াম এর উন্নয়নের কাজ । দেশের মাটিতে এই প্রথম এত বড় কোন আসর বসছে, উৎসবে ঘাটতি না থাকা চাই ।

এর সঙ্গে আছে বড় বড় সব কনসার্টর আয়োজন । দেশীয়, শ্রীলন্কান শিল্পীরাতো আছেই । আছেন বলিউডি তারকারাও, কতশত আয়োজন ! ভার্চুয়াল জগতেও ক্রিয়ামোদীরা মেতেছে ক্রিকেট উৎসবে । ফেসবুকে স্ট্যটাস, প্রোফাইল পিকচার, টুইটারে অগণিত টুইট ভেসে আসছে প্রতি মূহুর্তে ।

কিন্তু যারা নেটে অফিসিয়াল কোন তথ্য জানতে চাইবেন তাদের কোন পথ নেই । কোন আগাছার মতো গজিয়ে ওঠা কোন কপিপেস্ট নিউজসাইটে বা তামিম-সাকিবদের ভুয়া টুইটার একাউন্ট বা ফেসবুক ফ্যানপেজেই যেতে হবে । দেশের সবচেয়ে ধনী ক্রিয়া সংস্থাটি যে ইন্টারনেট সম্বন্ধে বড়ই বিরাগী ।

২০০৪ সালের শেষের দিকে ওয়েবজগতে আসার তাগিদ অনুভব করে বিসিবি । ব্র্যান্ড নেম হিসেবে বেছে নেয়া হয় TigerCricket.com ডোমেইনটি । তারপর কয়েক বছর কষ্টে শিষ্টে চালায় এর কার্যক্রম । প্রথম প্রথম দেশে সম্প্রচার না হওয়া দেশের বাইরের সিরিজের ছবিও পাওয়া যেত সাইটটিতে ।

বলাবাহুল্য এখন সাইটির বড়ই করুন দশা । সাইটটিতে দৌড়াচ্ছে Under Constraction বার্তা ! পুরো সাইটি করা ছিল দুর্বল html দিয়ে । দুয়েকটি পৃষ্টা ছাড়া কোন কিছুই নেই এখানে । শেষ আপডেট হয়েছে গত অক্টোবারে । সাইটিটে স্কোরলিস্টের ডাউনলোড লিংক হচ্ছে localhost এর কোন ফাইল, যা নূন্যতম জ্ঞান সম্পন্ন কোন প্রোগ্রামারের লক্ষণ নয় । কপিরাইট মেসেজে ২০০৬-০৭ সাল ! দেশের মাটিতে ঘটতে যাওয়া বিশ্বকাপের মত এত গুরুত্বপূর্ণ আসরের সময়ও সাইটি প্রায় অচল অবস্থায় পরে আছে । দেশের ক্রিকেটের ভাবমূর্তি খেলোয়াররা যা তৈরী করেছে বোর্ডের এমন কাজে সেসব টিকে রইবে কিনা সন্দেহ ।

এমন সময় উচিত ছিল টিমের ও উন্নয়ন কাজগুলোর প্রতিমূহূর্তের আপডেট সাইটটিতে থাকা । বিদেশী দর্শকদের বাংলাদেশ ও এর পর্যটন সম্বন্ধে ধারনা স্বচ্ছ করা, তাদের আবাসন, গাইড, ভ্রমন নিয়ে দিক নির্দেশনা দেয়া ।

এত বড় বড় আয়োজন সম্পন্ন করে ফেলা ক্রিকেট বোর্ডের সাইটের কেন এই ভূতুরে অবস্থা তা এক রহস্যই বটে । সাইটের নিচে পাওয়া যাবে স্পন্সরদের পসরা । এদের কাছ থেকে ২০০টাকা করে নিলেও দেশের প্রোগ্রামার একটা নূন্যতম শোকেস টাইপের সাইটও বানিয়ে দিতে পারতেন বলে আমাদের বিশ্বাস ।

মূল রিভিউ @ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে চললে ডিজিটাল বাংলাদেশ কেনো অ্যানালগও হবে না। ভালো টিউন দিয়েছেন। একবার সাপ্তাহিক ২০০০-এ দিয়েছিলো বাংলাদেশের গুরুত্বপুর্ণ সরকারী সাইটের বেহাল দশা। এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাইটও এরকম অবস্থা।

কি বলব ভাই, কর্মকর্তারা আসে বসে রাজনীতি করে এবং চলে য়ায। বর্তমান সরকারের ডিজিটালের অবস্হা। ক্রিকেটের কর্তাব্যক্তিরা হবে ক্রিকেটীয়। কিছু মনে করবেন না।

হ্যাঁ আমিও অনেকবার কিছু খুজতে যেয়ে একই দশায় পরেছি ।

আহা! উনারা খেলোয়াড় ওয়েব ডেভলপার না! তাছড়া ডিজাইন করাতে আর আপডেট রাখতে অনেক খরচ কিন্তু এতে কিছু লাভ হয়না!

ঈশ আমাদের টেক্টিউনের কাউকে বললেয় তো ফ্রি তে বানিয়ে দিত ।

আসলে এসকল কাজে সাথে যারা জড়িত তারা কেউই টেকি টাইপের লোক নয়, যার ফলে এগুলো নিয়ে তাদের এত মাথা ব্যাথা নেই, সুতরাং এমনটি হতেই পারে…

তবে সরকার যেহেতু ডিজিটাল বাংলাদেশ বানানোর ঘোষণা দিয়েছে, সেহেতু কথাকে বাস্তবে পরিণত করতে হলে, অবশ্যই এসকল দিকে মনোযোগ দেয়া বাধ্যতামূলক।

Level 0

হায়রে…. আর মাত্র কয়েকদিন পর বিশ্বাকাপ এই হচ্ছে আমাদের দেশের অব্স্থা। আসেন আমারা সবাই মিলে ওই সাইটকে হ্যাক করি।

Eae hoelo digi tal