টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য ৩য় পর্ব (যা অনেকেরই হয়ত অজানা)

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

দিন বদলাচ্ছে সাথে প্রযুক্তিও বদলাচ্ছে। প্রযুক্তির দুনিয়ায় প্রতিনিয়তই নানা রকম ঘটনা ঘটে চলছে,কিছু ভালো কিছু খারাপ। এমন প্রযুক্তির অনেক বিষয় রয়েছে,যা আমাদের মধ্যে অনেকেই হয়ত জানে না।

টেকনোলোজি সম্পর্কে অজানা কিছু তথ্যের আজ ৩য় পর্ব শেয়ার করা হল:

  • আপনি যদি পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান,তবে আপনাকে ৮ঘন্টা স্থিরভাবে বসে থাকতে হবে।
  • যিনি পিএনজি ফাইল আবিস্কার করেছিলেন তিনি চেয়েছিলেন এর উচ্চারন হোক "ping"
  • আলাস্কা হল আমেরিকার একমাত্র রাজ্য যার নাম কোয়াটি কিবোর্ডের প্রথম সারি দিয়েই টাইপ করা যায়।
  • উবুন্টু হল লিনাক্সের একটি জনপ্রিয় ড্রিস্টিবিউশন,উবুন্টু নামটা এসেছে আফ্রিকা থেকে,
  • "Ubuntu"এর ইংরেজি অর্থ হল “I am because of you”
  • শস্ত্রচিকিৎসকদের মধ্যে যারা ভিডিও গেমস খেলে বড় হয়েছে, তারা অন্য শস্ত্রচিকিৎসক থেকে ৩৭% কম ভুল করে থাকেন।
  • ১৯৩২ সালে Doug Engelbart প্রথম কম্পিউটার মাউস তৈরি করেছিলেন কাঠ দিয়ে।
  • অ্যাপলের লিসা ছিল প্রথম কমার্শিয়াল কম্পিউটার যার গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ছিল (GUI) এবং মাউস।
  • সাগা মেগা ড্রাইভ গেমস যেটা ২০১০ সালে রিলিজ হয়েছিল, সেটা এত পপুলার ছিল যে,রিলিজ হওয়ার আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল।

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্যঃ

টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য ২য় পর্ব (যা অনেকেরই হয়ত অজানা)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস