টেকটিউনস যদি ১দিনের জন্য বন্ধ থাকে তাহলে যা যা হবে!

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান বিশ্ব সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু বিজ্ঞান আর প্রযুক্তির ব্যবহার নয়, প্রযুক্তি চর্চা এবং নতুন প্রযুক্তির সাথে আপডেটেড থাকার চাহিদাও বেড়েছে অনেক গুনে। আর এই চাহিদা থেকেই বিশ্বের বড় বড় টেক ওয়েবসাইট/ব্লগ/ইউটিউব চ্যানেল গুলো এতোটা জনপ্রিয়তা/ট্র্যাফিক অর্জন করছে প্রতিনিয়ত। বিশ্বের প্রায় বেশির ভাগ আকাশ চুম্বি কোম্পানি এবং ওয়েবসাইট গুলো টেক রিলেটেড। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার দিক থেকে বাঙ্গালী'রা কিন্তু পিছিয়ে নেয়।

আর তার প্রমাণ স্বরূপ টেকটিউনস বিশ্বের সবচাইতে বড় বাংলা টেক কমিউনিটি সাইট। এখানে প্রতিনিয়ত লাখো প্রযুক্তি প্রেমি, ইন্টারনেট/কম্পিউটার গীক, টেক ব্লগার, ফ্রী-ল্যাঞ্চার, সাথে যে ব্যক্তির বিন্দু মাত্র টেক নিয়ে আগ্রহ রয়েছে—এসে ভিড় জমাচ্ছেন টেকটিউনসে। আপনি এই টিউনটি পড়ছেন, মানে আপনিও একজন সেই ব্যক্তি যিনি অভ্যাসের বসে হলেও দিনে একবার টেকটিউনস ঢু মেরে যান।

কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন কি? —যদি টেকটিউনসে ভিজিট করতে এসে দেখেন সাইট'টি লোড হচ্ছে না, তাহলে কি হবে? এই টিউনে টেকটিউনস ১দিনের জন্য বন্ধ থাকলে কি কি ঘটতে পারে, সেই বিষয় গুলোর উপর আলোচনা করার চেষ্টা করবো। আমি যদি কিছু মিস করি, তো নিচে টিউমেন্ট সেকশন তো রয়েছেই!

টেকটিউনস বন্ধ থাকলে?

সম্পূর্ণ টেকটিউনস জুড়ে বিভিন্ন টেক নির্ভর বিষয়ের উপর ৬০ হাজারেরও অধিক টিউন রয়েছে। মানে যারা অনলাইন শুধু টেক রিলেটেড টিউন পড়তে আসে, তাদের পরতে হবে বিরাট বিপাকে। তবে টেকটিউনস'কে বন্ধ দেখতে পেয়ে বিভিন্ন ইউজারের বিভিন্ন প্রকারের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।

  • প্রথমত, সকল বড় সাইট গুলো অফ থাকার সময় ব্যবহারকারী বিশ্বাস করতে পারে না, সে প্রথমে চেক করবে তার নিজের ইন্টারনেট কানেকশনেরই কোন সমস্যা নেই তো। ইন্টারনেট কানেকশন চেক করার জন্য, প্রথমে স্বাভাবিকভাবে গুগল পেজ লোড করে দেখবে। যখন দেখবে হ্যাঁ ইন্টারনেট তো কাজ করছে, তাহলে কি সমস্যা হতে পারে? এবার ব্রাউজারের ক্যাশ, কুকিজ, কম্পিউটার থেকে ডিএনএস ক্যাশ ক্লিন করে ভিজিট করার চেষ্টা করবে। তারপরেও সাইট না অ্যাক্সেস হওয়ার ফলে সে প্রক্সি পরিবর্তন করে অথবা ভিপিএন ব্যবহার করে সাইট অ্যাক্সেস করার চেষ্টা করবে। অথবা downforeveryoneorjustme.com —থেকে চেক করে দেখবে, সাইট সত্যিই আপ রয়েছে কিনা!

  • উপরের স্ক্রীন-শটের মতো পেজ আসার পরে আর কারো বুঝতে বাকি থাকবে না, টেকটিউনস ডাউন হয়ে রয়েছে। এবার অনেকে জাস্ট মাথা না ঘামিয়ে বেড় হয়ে এসে ফেসবুক বা আলাদা ওয়েবসাইট লোড করবে। কয়েক ঘন্টা পরে যখন ঢুকে দেখেবে এখনো টেকটিউনস বন্ধ রয়েছে, এবার সবার জানতে ইচ্ছা করবে, আসলে ব্যাপারটা কি? তারপরে সবাই ফেসবুকে চলে গিয়ে টেকটিউনস অফিশিয়াল পেজ ভিজিট করবে, খোঁজার চেষ্টা করবে কোন আপডেট রয়েছে কিনা। অথবা টিউন লিঙ্ক শেয়ার করা টিউনে টিউমেন্ট করবে, "আমি টেকটিউনস ভিজিট করতে পারছি না, সবার কি একই অবস্থা?" অনেকে টিউমেন্ট রিপ্লাই করে বলবে "আমিও ভিজিট করতে পারছি না, কি ব্যাপার কেউ জানান কি হলো?" কেউ হয়তো টিউমেন্ট করে বলবে, "সার্ভার ডাউন রয়েছে" আবার অনেক সবজানতা'রা বলবে, "টেকটিউনস হ্যাক হয়েছে"!
  • অনেক টিউনার, রিডার'রা টেকটিউনসের নামী টিউনারদের ফেসবুকে নক করবে, "ভাই, টেকটিউনস বন্ধ কেন? আপনি কি কিছু জানেন?"

  • হয়তো সাইট যখন খোলা ছিল সেই মুহূর্তে কেউ টিউন লিখতে শুরু করে দিয়েছিল, তারপরে হয়তো কিছুক্ষনের মধ্যে সাইট ডাউন হয়ে গেছে, টিউনার সেগুলো চিন্তা না করে টিউন নিয়মিত সেভ না করেই লিখেই চলেছে মনের আনন্দে! তারপরে ১,০০০ ওয়ার্ড লিখে ফেলেছে টিউন সেভ/পাবলিশ করতে গিয়ে ব্রাউজারে কিছু সময় লোডিং করে সরাসরি এরর পেজ। ব্যাস সব খাটনি জলে!
  • অনেক রিডার ভাইয়েরা, যারা টেকটিউনস থেকে কিছু শেখার জন্য আসে, কিংবা চেইন টিউন বা টিউটোরিয়াল অনুসরণ করে, তাদের খুব অসুবিধা হয়ে যাবে, আজকের জন্য আর নতুন কিছু শেখা হবে না।
  • যে টিউনার'রা তাদের ইউটিউব চ্যানেলের ভিউ নেওয়ার জন্য টিউন করে, তাদের চ্যানেল ভিউ নেওয়া হবে না।
  • স্প্যাম টিউনার'রা প্রথমে সাইট লোড না হতে দেখে মনে করবে, "এইরে, হয়ে গেলো বুঝি কেল্লা ফতেহ! মনে হয় টিউনার আইডি ব্যান করে দিয়ে আইপি সহ ব্লক মারছে রে..." তারপরে আইপি পরিবর্তন করে ঢোকার চেষ্টা করবে, তারপরেও যখন আর যখন বুঝতে পারবে সাইট'ই ডাউন রয়েছে, বিশাল একটা নিশ্বাস নিয়ে বলবে, যাক... নতুন আরেকটা আইডি খোলার ঝামেলা করা লাগলো না! (টেকটিউনস বন্ধ এতে কোন লেনাদেনা নাই! নতুন আইডি খুলতে হবে না, এতেই শান্তি!)
  • ইতি মধ্যে, আমার কাছেও অনেক ফেসবুক ম্যাসেজ আসতে আরম্ভ করবে, "ভাই টেকটিউনস অফ কেন? আপনি কিছু জানেন?" আমি এই সেম ম্যাসেজ আবার ফাহাদ ভাইকে ফরওয়ার্ড করবো!
  • যারা কাজের পেজ গুলোকে ইতিমিদ্ধে অফলাইন হিসেবে সেভ করে রেখেছে, তাদের তেমন চিন্তা হবে না।
  • আমার নতুন টিউন পাবলিশ আর হাজার খানেক ভিউ পাওয়া মিস হয়ে যাবে!
  • অনেক কপি পেস্ট ব্লগ যারা টেকটিউনসের টিউন চুরি করে বেঁচে রয়েছে এবং টিউন টেক্সট চুরি করার পাশাপাশি টিউন ইমেজ গুলোও টেকটিউনসের সাথে লিঙ্ক করা রয়েছে, তাদের ব্লগে টিউন টেক্সট শো করবে, কিন্তু টেকটিউনস অফ থাকায় ইমেজ গুলো আসবে না!

  • কপি পেস্ট টিউনারের তাদের নিজস্ব ব্লগে বা কপি পেস্ট ব্লগে আজকে আর টিউন কপি করে বাহ বাহ নেওয়া হবে না।
  • কিছু না করেই টাকা ইনকাম করুণ — এই টাইটেলের টিউনারদের আর রেফার লিঙ্কে ক্লিক নেওয়া হবে না।
  • টেকটিউনস মোবাইল অ্যাপও কাজ করবে না, এরর ম্যাসেজ শো করবে।
  • বেশিরভাগ ভিজিটর'রা আলাদা ব্লগ ভিজিট করবে, অথবা কপি পেস্ট ব্লগ থেকে আগের টিউন গুলো পড়বে।
  • যারা একটু জানেন, তারা গুগল সার্চ থেকে ক্যাশ পেজ অথবা ইন্টারনেট আর্কাইভ থেকে ক্যাশ পেজ গুলো বেড় করে টিউন পড়বে।
  • টেকটিউনসের কয়েক লাখ ভিজিটর হাত ছাড়া হয়ে যাবে সাথে টেকটিউনস অনেকখানি রেভিনিউ লস করবে।
  • আলাদা প্রতিদ্বন্দ্বী ব্লগ আর কপি পেস্ট ব্লগ গুলো বগল বাজাবে!
  • টেকটিউনস থেকে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হয়তো সাইট ডাউন থাকার কারণ বর্ণনা করবে, অথবা আশ্বাস দিতে পারে সাইট দ্রুত ফিরে আসবে, বা যেকোনো কিছুই হোক, টেকনিক্যাল প্রবলেমের বাহানা দেবে (হয়তো বা!)
  • অনেকে অনেক টিউমেন্ট শুরু করে দেবে ইতি মধ্যে; কেউ বলবে স্প্যাম আর ভিজিটর কমতি সহ্য না করতে পেরে টেকটিউনস আজ ইন্নাহলিল্লাহ! অনেকে টিউমেন্ট করবে আলেক্সা রাঙ্ক বা গুগল রাঙ্কিং নিয়ে।
  • গুগলে বাংলা কী-ওয়ার্ড সার্চ করার সময় যদি টেকটিউনস থেকে রেজাল্ট আসে, মানুষ সেই লিঙ্ক বাদ দিয়ে অন্য লিঙ্ক ভিজিট করবে, আর যদি টেকটিউনস লিঙ্কও কেউ ভিজিট করে তো এরর পেজ পাওয়ার পরে ব্রাউজার ব্যাক করে আবা অন্য সাইটে চলে যাবে।
  • অনেক ইউজারের জাস্ট কিছুই যায় আসবে না!

টেকটিউনস যদি আর কখনোই ফিরে না আসে?

  • একদিন, দুইদিন, তিনদিন এভাবে দিনের পর দিন পার হওয়ার পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে আসলে ব্যাপারটা ঘটছে কি?
  • হতে পারে অনেক ফেক হ্যাকার টেকটিউনস হ্যাক করেছে বলে দাবি করবে!
  • গুগল সহ প্রধান সার্চ ইঞ্জিন গুলো থেকে লাখো পেজ রিমুভ হয়ে যাবে।
  • অনেক অনলাইন নির্ভর প্রতিষ্ঠানের ব্যবসা গ্রো করার বিশাল কার্যকারী এক পথ তারা হারিয়ে ফেলবে।
  • যারা টেকটিউনসে কিছু শেখাতে আর কিছু শিখতে আসতো, তাদের অনেক অসুবিধা হয়ে যাবে।
  • যারা টেকটিউনসে অফিশিয়াল'ভাবে জব করতো, তাদের নতুন জব খুঁজতে হবে।
  • প্রতিদ্বন্দ্বী সাইট গুলোর অ্যাডমিন গুলো পার্টি দেবে, আর টেকটিউনস থেকে কপি পেস্ট করে পেট পালা সাইট গুলো নিজেদের কনটেন্ট'কে আসল বলে দাবি করবে।
  • বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার বিশাল একটি অংশ ধ্বংস হয়ে যাবে, আর সেটা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য অনেক খারাপ একটি ব্যাপার হয়ে দাঁড়াবে।
  • টেকটিউনসের নিয়মিত টিউনার'রা আলাদা কোন ব্লগে গিয়ে হয়তো টিউন করবে, অনেকে হয়তো আর টিউনই করবে না, অনেকে নিজের ব্লগ খুলবে বা নিজের ব্লগ ইতিমধ্যে থাকলে সেটাতে তাদের অনুসারী'দের টানতে চেস্টা করবে।
  • অনেক নতুন ফ্রী-ল্যাঞ্চার ক্যারিয়ার শুরু করতেই পারবে না, কেনোনা আমি নিজেই টেকটিউনস থেকেই প্রথম ফ্রী-ল্যাঞ্চিং এ অনুপ্রাণিত হয়ে ছিলাম।

টেকটিউনস ফিরে আসার পরে!

  • সবার কি হবে জানি না, আগে আমি মহানন্দে ফেটে পড়বো, আমার মতো প্রযুক্তি প্রেমিদেরও হয়তো একই প্রতিক্রিয়া হবে!
  • টেকটিউনস থেকে হয়তো তাদের অফিশিয়াল পেজে সঠিক কারণ বর্ণনা করা হবে! যদি সার্ভার চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে ডিএনএস ক্যাশ, ব্রাউজার ক্যাশ, কুকিজ মুছে ফেলতে বলা হবে।
  • সাইট বন্ধ থাকার সম্ভাব্য কারণ হতে পারে সার্ভার মাইগ্রেট, সার্ভার প্রবলেম অথবা BTCL এর ফাৎরা সার্ভিসের জন্য। অনেক সময় ডোমেইন এক্সপায়ার হতে চায়, কিন্তু বেটারা নোটিফিকেশন পর্যন্ত দেয় না, আমার নেম সার্ভার পরিবর্তন করতে তো আরেক ঝামেলা। ডোমেইন প্যানেল হিসেবে BTCL ব্যবহার করে দুই টাকার এক প্যানেল সাথে নিজের সাইটের তাদের এসএসএল নাই, এর চেয়ে এক হাজার টাকার হোস্টিং প্রভাইড করা কোম্পানিদেরই ডোমেইন প্যানেল অনেক অ্যাডভান্সড!
  • কপি পেস্ট টিউনার'রা আবার তাদের রেগুলার জবে যোগদান করবে, আর অরিজিনাল টিউনার গন তাদের প্রান ফিরে পাবেন!
  • আমি সহ সকল অসাধারণ টিউনারগন আবার তাদের অসাধারণ সব টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন!
  • টেকটিউনস হয়তো তাদের সাইটের ব্যাপারে আরো সতর্ক থাকবে, যাতে ভবিষ্যতে এই রকমের আর কোন সমস্যা না ঘটে!

তো এই ছিল কিছু ফ্যাক্ট, যেগুলো টেকটিউনস ১দিনের জন্য বা একেবারেই বন্ধ হয়ে গেলে ঘটতে পারে। আমি আশা করবো এগুলো জেনো আমাদের কখনোই এক্সপেরিয়েন্স না করতে হয়, আমাদের কখনোই জেনো শেখা বন্ধ করতে না হয়। প্রযুক্তির এই বিশ্ববিদ্যালয় ছাড়া আমি একদিনও কল্পনা করতে পারিনা এবং জানি আপনারও ঠিক একই অবস্থা! আপনার যদি আরো কিছু বিষয় মাথায় এসে থাকে এই টিউন রিলেটেড তো অবশ্যই নিচে টিউমেন্ট করে আমাদের জানান!

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন আমি পছন্দ করি ।

হা হা হা, বহুত মজা পাইলাম ব্রো 😀 তয় টিউন পড়ে মনে হলো গুগল বন্ধ হলেও মানুষ এতো হাহাকার করবে না 😛

    সত্যিই এগুলো ঘটবে কিনা, সেতো পরের কথা, এগুলো জাস্ট কল্পনা, ঘটলেও ঘটতে পারে! হয়তো হাজার হাজার মানুষের এরকমটা হবে না, হয়তো শতশত মানুষের এরকমটা হবে! আমি সিঙ্গেল দৃষ্টিকোন গুলো কভার করার চেষ্টা করেছি! মানে যতোটুকু মাথায় কুলিয়েছে আর কি!

বন্ধ থাকলে এই রকম কিছুই হবে না। । বন্ধ হয়ে গেলে যাবে।

    হ্যাঁ, আমি এটাও টিউনে বলছি, অনেকের জাস্ট কিছুই হবে না!

      সেক্ষেত্রে কারোও কিছু হবে না, শুধু কিছু পাব্লিক হাহাকার করবে। কিছু মানুষ সব জায়গায় থাকে যারা পান থেকে চুন খসলেও হাহাকার করে আর সেই তুলনায় টেকটিউনস তো অনেক বড় ব্যাপার

আমার আমার দম বন্ধ হয়ে যায় ভাই। (মোশাররফ করিম)।