দেখলাম টেকটিউনস ঘোষণা দিয়েছে তারা ইউটিউব ভিডিও বন্ধ করার উদ্যোগ নিয়ে একটা টিউন করেছে। টিউনটির প্রত্যেকটা টিউনমেন্ট এর রিপ্লাই যেনো কোনো রোবট দিতেছে। আপনাদের সব টিউনাররা এক না।
এমন টিউনার আছেন যারা সিমে এম্বি কিনে টিউন করেন। তারা ইউটিউব এর ভিডিও এম্বেড করবে না তো আপনাদের ওয়েবসাইটে আবার ভিডিও আপলোড দিবে? আপনাদের উদ্যোগ খারাপ এটা বলছি না নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। সেটা হোক আপনাদের নতুন কোনো সুবিধা যোগ করার জন্য অথবা অসাধু ইউটিউবারদের প্ররোচনা থেকে টেকটিউনসের পাঠকবর্গের হয়রানি বন্ধ করার জন্য। আপনাদের সাইটে ভিডিও আপলোড করার নতুন সুবিধা যোগ করবেন এতে আমাদের দ্বিমত নেই।
তবে আপনারা কি মনে করেন আপনারা কাজ না করে বা সময় না দিয়ে আপনাদের সাইট উন্নতির দিকে নিয়ে যাবেন? এটা কখনোই সম্ভব না!
আমার মনে হয় আপনারা প্রত্যেকদিন টিউনগুলা চেক করবেন এবং সেটা মানসম্মত কিনা এটা চেক করবেন। যদি টিউনটি মানসম্মত না হয়, শুধু টিউনারের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অর্থাৎ ফেক হয় তবে টিউনারকে ব্যান করে দিবেন।
আপনারা টিউনারদের উপর যে মানসিক নির্যাতন শুরু করেছেন এতে প্রতিনিয়ত টিউনার কমে যেতে শুরু করবে।
আমি কোনো ইউটিউবার না। আমার চ্যানেলটি খুলেছি শুধুমাত্র বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করার জন্য। এমনকি আমার চ্যানেলে আমি অ্যাডসেন্স পর্যন্ত অ্যাড করিনি। আমার মত এরকম হাজারো টিউনার আছে যারা শুধু অন্য সবার কথা ভেবেই টিউন করে।
(টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত না লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউনার টিউন করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব অল্প সময়ের মাঝে তাদের টিউনার আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর টেকটিউনস এ ধরনের নিন্মমানের ভিডিও টিউন বন্ধ করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে টিউনে ইউটিউব ভিডিও যোগ করে টিউন পাবলিশ করার সুযোগ আর থাকছে না। সুতরাং যেসব টিউনার ইউটিউব চ্যানেলের প্রচারণার জন্য টেকটিউনসে টিউন করে আসছে তাদের দিন শেষ।)
মানতেছি কিছু অসাধু ইউটিবাররা আছে যারা লোভনীয় টিউন করে নিচে ভিডিওটির লিঙ্ক অথবা ভিডিওটি এম্বেড করে দিয়ে তাদের ভিউ বাড়ায়। অবশ্যই আপনারা এদের জন্যই টিউনে ইউটিউব ভিডিও বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
বিশ্বাস হবে কিনা জানি না। আমি এই টিউনটিও মোবাইল ডিভাইস দিয়ে করতেছি এম্বি স্বল্পতার কারনে। এই মুহুর্তে কি আমার পক্ষে কোনো ভিডিও আপলোড করা সম্ভব?
এখনো হাজারো টিউনার আছে যারা সিমে এম্বি কিনে ইন্টারনেট চালায় এবং টেকটিউনসে প্রতিনিয়ত মানসম্মত টিউন নিয়ে হাজির হয়। তাদের কি কোনো স্বার্থ আছে এখানে সময় এবং এম্বি খরচ করে টিউন করার?
না, তাদের কোনো স্বার্থ নেই এখানে টিউন করার। তারা শুধু চায় মানুষকে মানসম্মত কিছু উপহার দিতে। সাথে নিজেদের ভিডিওগুলো যেনো পপুলার হয়। তাহলে একটু চিন্তা করে দেখুন এদের মত টিউনাররা তার ৫০০ এম্বির ভিডিওটি ইউটিউবে আপলোড করলো আবার আপনাদের ওয়েবসাইটেও আপলোড করলো। এতে তাদের কতো টাকার এম্বি বেশি খরচ হলো?
এটা অবশ্যই আপনাদের বিবেচনায় রাখবেন।
আর টেকটিউনসের টিউনারদের এবং মেম্বারদের বলছি, আপনার অবশ্যই টিউনমেন্টে আমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনাদের মতামত জানিয়ে ভোট দিবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি টিউনমেন্টে ভোট দিবেন।
আল্লাহ্ হাফেজ
আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইউটিউব ভিডিও বন্ধ করার বিপক্ষে
(টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত না লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউনার টিউন করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব অল্প সময়ের মাঝে তাদের টিউনার আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর টেকটিউনস এ ধরনের নিন্মমানের ভিডিও টিউন বন্ধ করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে টিউনে ইউটিউব ভিডিও যোগ করে টিউন পাবলিশ করার সুযোগ আর থাকছে না।