টিউনটি পুরো পড়ুন এবং ভোট দিন টেকটিউনসে ইউটিউব ভিডিও বন্ধ করার পক্ষে অথবা বিপক্ষে

আসসালামু আলাইকুম,

দেখলাম টেকটিউনস ঘোষণা দিয়েছে তারা ইউটিউব ভিডিও বন্ধ করার উদ্যোগ নিয়ে একটা টিউন করেছে। টিউনটির প্রত্যেকটা টিউনমেন্ট এর রিপ্লাই যেনো কোনো রোবট দিতেছে। আপনাদের সব টিউনাররা এক না।

এমন টিউনার আছেন যারা সিমে এম্বি কিনে টিউন করেন।  তারা ইউটিউব এর ভিডিও এম্বেড করবে না তো আপনাদের ওয়েবসাইটে আবার ভিডিও আপলোড দিবে? আপনাদের উদ্যোগ খারাপ এটা বলছি না নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। সেটা হোক আপনাদের নতুন কোনো সুবিধা যোগ করার জন্য অথবা অসাধু ইউটিউবারদের প্ররোচনা থেকে টেকটিউনসের পাঠকবর্গের হয়রানি বন্ধ করার জন্য। আপনাদের সাইটে ভিডিও আপলোড করার নতুন সুবিধা যোগ করবেন এতে আমাদের দ্বিমত নেই।

তবে আপনারা কি মনে করেন আপনারা কাজ না করে বা সময় না দিয়ে আপনাদের সাইট উন্নতির দিকে নিয়ে যাবেন? এটা কখনোই সম্ভব না!

আমার মনে হয় আপনারা প্রত্যেকদিন টিউনগুলা চেক করবেন এবং সেটা মানসম্মত কিনা এটা চেক করবেন। যদি টিউনটি মানসম্মত না হয়, শুধু টিউনারের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অর্থাৎ ফেক হয় তবে টিউনারকে ব্যান করে দিবেন।

আপনারা টিউনারদের উপর যে মানসিক নির্যাতন শুরু করেছেন এতে প্রতিনিয়ত টিউনার কমে যেতে শুরু করবে।

এবার মুল কথায় আসি,

আমি কোনো ইউটিউবার না। আমার চ্যানেলটি খুলেছি শুধুমাত্র বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করার জন্য। এমনকি আমার চ্যানেলে আমি অ্যাডসেন্স পর্যন্ত অ্যাড করিনি। আমার মত এরকম হাজারো টিউনার আছে যারা শুধু অন্য সবার কথা ভেবেই টিউন করে।

এটা টেকটিউনসের টিউন থেকে কপি করা...

(টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত না লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউনার টিউন করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব অল্প সময়ের মাঝে তাদের টিউনার আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর টেকটিউনস এ ধরনের নিন্মমানের ভিডিও টিউন বন্ধ করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে টিউনে ইউটিউব ভিডিও যোগ করে টিউন পাবলিশ করার সুযোগ আর থাকছে না। সুতরাং যেসব টিউনার ইউটিউব চ্যানেলের প্রচারণার জন্য টেকটিউনসে টিউন করে আসছে তাদের দিন শেষ।)

টেকটিউনসকে বলতেছি,

মানতেছি কিছু অসাধু ইউটিবাররা আছে যারা লোভনীয় টিউন করে নিচে ভিডিওটির লিঙ্ক অথবা ভিডিওটি এম্বেড করে দিয়ে তাদের ভিউ বাড়ায়। অবশ্যই আপনারা এদের জন্যই টিউনে ইউটিউব ভিডিও বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

বিশ্বাস হবে কিনা জানি না। আমি এই টিউনটিও মোবাইল ডিভাইস দিয়ে করতেছি এম্বি স্বল্পতার কারনে। এই মুহুর্তে কি আমার পক্ষে কোনো ভিডিও আপলোড করা সম্ভব?

এখনো হাজারো টিউনার আছে যারা সিমে এম্বি কিনে ইন্টারনেট চালায় এবং টেকটিউনসে প্রতিনিয়ত মানসম্মত টিউন নিয়ে হাজির হয়। তাদের কি কোনো স্বার্থ আছে এখানে সময় এবং এম্বি খরচ করে টিউন করার?

না, তাদের কোনো স্বার্থ নেই এখানে টিউন করার। তারা শুধু চায় মানুষকে মানসম্মত কিছু উপহার দিতে। সাথে নিজেদের ভিডিওগুলো যেনো পপুলার হয়। তাহলে একটু চিন্তা করে দেখুন এদের মত টিউনাররা তার ৫০০ এম্বির ভিডিওটি ইউটিউবে আপলোড করলো আবার আপনাদের ওয়েবসাইটেও আপলোড করলো। এতে তাদের কতো টাকার এম্বি বেশি খরচ হলো?

এটা অবশ্যই আপনাদের বিবেচনায় রাখবেন।

আর টেকটিউনসের টিউনারদের এবং মেম্বারদের বলছি, আপনার অবশ্যই টিউনমেন্টে আমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনাদের মতামত জানিয়ে ভোট দিবেন।

ইউটিউব ভিডিও এম্বেড করার পক্ষে দাবি নিয়ে আজকের টিউন এখানেই সমাপ্ত করছি।

সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি টিউনমেন্টে ভোট দিবেন।

আল্লাহ্‌ হাফেজ

ফেইসবুকে আমি

Level 0

আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইউটিউব ভিডিও বন্ধ করার বিপক্ষে
(টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত না লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউনার টিউন করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব অল্প সময়ের মাঝে তাদের টিউনার আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর টেকটিউনস এ ধরনের নিন্মমানের ভিডিও টিউন বন্ধ করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে টিউনে ইউটিউব ভিডিও যোগ করে টিউন পাবলিশ করার সুযোগ আর থাকছে না।

ভিডিও টিউন এর বিপক্ষে….. ভিডিও টিউন এর যন্ত্রনায় এখন আর Techtunes এ ঢুকতেই মন চায় না.. বড় করে একটা হাইলাইটস দিবে, দেন Youtube লিংকস দিয়ে দিবে… যার সব গুলোই হলো Youtube এর ভিউ বাড়ানোর জন্যে…..

ইউটিউব ভিডিও বন্ধ করার বিপক্ষে….

টেকটিউনস এ মানুষ ভিডিও দেখার জন্য আসে না,ভিডিওর জন্য ভিডিও সাইট অনেক আছে,,ধান্ধাবাজ ইউটিউবার যখন ছিল না এখানে তখন টেকটিউনস অনেক জনপ্রিয় ছিল, এই পোষ্টের লেখকও নিজের ভিডিও মার্কেটিংএর ধান্ধায়,
টেকটিউনস এ কোন ভিডিও দেখতে চাই না

টেকটিউনস এর মর্যাদা ফিরে পেতে হলে ইউটিউবারদের ঝেটিয়ে বিদায় করতে হবে।

ভিডিও দেখতে কেই এখানে আসে না

যখন ইউটিউবার ছিল না তখন টেকটিউনস ছিল দেশের সেরা সাইট

টিউন করার দরকার নাই যার এম্বি সমস্যা। ভিডিও দেখতে কেউ এখানে আসে না।

Level 0

https://www.techtunes.io/tutorial/tune-id/499878
টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউন

ami apnar sathe ekmot, emon kicu subject ase jgulo video saara buja kothin. tuner details likhe last a jodi video embed kore ete ami problem dekhina

    Level 0

    ধন্যবাদ

youtube video thakbe aitai chai. otherwise kono tune korbona. goodbye techtunes……..

jesob tuner er Mb/data problem ache, tara techtunes e na thakleo colbe. Dusto gorur caite sunno goyal valo. Quality is the fact, not quantity.

ageo youtube video chara onek valo valo tune hoyece techtunes e. onek tune ace ja purotai likhe bujhiye dea jay. ha manci j kicu tune ace jegulo video jog korte hoi. kintu jesob tune purota likhe bojhano jay seisob tune eo ajkal youtube video ad kore day short kore likhe. colourful headline diye vitore youtube video akta diye tuner ra ajkal kaj saren. somoy o baclo tune o kora holo r sobceye boro bapar holo tuner ra tader video te view tao bariye nilo. soo ami bolte cai j akanto dorkar na hole( jesob tune video chara bujhte sotti kostokor) youtube video dea jabe na. ei video dear niom khub hard kora ucit techtunes er. jar valo lage tune korbe nahoi korbe na. are vy e ra khub to bolcen video chara tune korben na… valo to koiren na tune. apnader video er jalay অতিষ্ঠ. apnara onek view pan techtunes theke. ja onno kothao paben na. ato fal partacen. ami youtube video dear bipokkhe. sobar somoy niye msnsommoto tune kora ucit. akta videeo diye tune ses kore deben tato hote pare na. ইউটিউব ভিডিও দেয়ার ক্ষেত্রে টেকটিউনস এর কঠোর নীতিমালা গ্রহন করা উচিত অামি মনে করি। পুরো টিউন লিখে তারপর ভিডিও দেয়ার নিয়ম করা উচিত।

    Level 0

    আমি আপনার সাথে একমত

    ঠিক বলেছেন, সহজ টিউনও অনেকে অযথাই ভিডিও দিয়ে রাখে

youtube link embeded tune golo check kore publish korte deya hok…

    Level 0

    এটা সবথেকে ভালো পদ্ধতি বলে আমি মনে করি

যাদের ডাটা প্যাকেজ কিনতে সমস্যা তারা টিউন না করলেও বোধহয় তেমন কিছু আসবে-যাবে না। আমরা যারা বিভিন্ন প্রযুক্তিগত দিকে আপডেট থাকতে চাই তারা এখানে সেসব বিষয়ে বিস্তারিত টিউনস দেখতে চাই। যদি ভিডিও কেউ দিতেই চায়, তাহলে ডাউনলোড করে আবার এখানে আপলোড করুক। আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য যাচ্ছেতাই টিউন দেখতে চাই না।
দ্রুত এই ব্যবস্থা কার্যকর করা হোক, আর টিউনে যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে রিপোর্ট করার ব্যবস্থা রাখা হোক।
মানসম্মত টিউন চাই, ইউটিউবারের ভিউ বাড়াতে চাই না।

techtunes othority age j poriman shomoy eikhane dito ta ekhon ar dae na….ai jonnoi ai durdosha….age to techtunes e etto etto sponsored tune hoto na….but akhn hy…tamn e age techtunes manus use korto kono sartho charai….Jokhn dekhlo techtunes nije eikhan theke nijeder sartho hasil kortese tokhn onnno keo korle ki prblem??

jai hok..techtunes er uchit tune gulo review kora…Onek shomoy dekhi kisu tune e hudai youtube link die rakhee jar title ek ar video ba tune ti arek..erkm hoile to somossa…onno khetre to kono prblm dekhina…Video akta tune k aro sundor kore….jeta oneker kase bujhte somossa seta oneke video theke bujhte pare… BUt obossoi tune ta nij vashae age sundr kore likha valo….

ইউটিউব ভিডিও বন্ধ করার বিপক্ষে….But you have to review the tune..

    Level 0

    আমি আপনার সাথে পুরোপুরি একমত

উপরে যারা বলছেন যারা কম এমবি ইউজ করে তাদের বিদায় করে দেয়া উচিত, এদের টিউন্স দরকার নাই। আমি টেকটিউন্সে টিউন করতাম আজ থেকে ৭ বছর আগে। যে সময় ১২০ টাকা সিটিসেলে রিচার্জ করে ৩০০ এমবি নিতাম। সেই ১২০ টাকাই আমার কাছে অনেক টাকা ছিল। আমি টিউন করতাম। সেই টিউনে এমনও আছে ১০০ এর উপরে কমেন্ট আসত। টিউনের মান নিশ্চয় বাজে হলে এত কমেন্ট আসত না।

এরকম আরো অনেক আছে যারা টেকটিউন্সে আগে টিউন করত কম এমবি নিয়েই। গত মে মাসেই এদের ভিজিটর ছিল 1.2 মিলিয়ন। হাজার হাজার মানুষের কনট্রিবিউশনের কারনে টেকটিউন্স এর বড় প্ল্যাটফর্ম। এভাবে বলা উচিত না যে যাদের এমবি কম তাদের ইউজ টিউন করার দরকার নাই।

আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যুগে আমরা টিউন করতাম এত ভিডিও এমবেড করার তো প্রয়োজন পড়ত না। আমরা তো অনেক কিছু স্কীনশট দিয়ে দিয়েই বুঝিয়ে দিতাম। এখন হঠাৎ করে এত ভিডিও এমবেড করার প্রয়োজন পড়ল কেন? যাই হোক, টেকটিউন্স কতৃপক্ষের যদি মনে হয় টিউনের মান খারাপ বা টিউনের ভিউ বাড়ানোর জন্য এমন করছে, তাহলে টিউন রিমুভ করে দিলেই হয়। আর কোন প্রয়োজনে ইউটিউব ভিডিও এমবেড করলে আমি দোষের কিছু দেখি না।

    Level 0

    আপনার কথায় যুক্তি আছে

যাদের Wifi আছে তার ত আর কি বরবো পুরো সুখি। একটা ভিডিও বানিয়ে নিল ও ইউটুবে ছেড়ে দিল। একের বদলে দুই কাজ। ইউটুবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব পেল। সাথে টেকটিউনসে পোষ্টও করলো।
তারা খুব সুখি।
সাথে ত আবার যাদের এমবি বেশি তারা ত আর আছেই।
যদি এমটি হয় যে ইউটিউব ভিডিও দিল ও সাথে পোষ্ট ও করলো। যেমনঃ ট্রিকবিডির মতো– এটি সবাই স্ক্রিন সট সহ পোষ্ট করে ও না বুঝলে সাথে ভিডিও দিয়ে দেয়।
কিন্তু টেকটিউনসে এই সিস্টেম নাই।
আমি মাত্র হয় ১.৫ বছর হয় ভিজিটর। আগেত দেখতাম অনেকেই স্ক্রিন সট সহ পোষ্ট করত। আর এখন সবাই ভিডিও দেয়।
আমি অনুরোধ করতেছি টেকটিউনসের এডমিনিস্টেটর কে এই সিস্টেম টি চালু করার জন্য।

সুপ্রিয় টিউনার সাসনুর আলম ভাই ,

আপনার এই বিতর্কিত বিষয়ে কিছু মন্তব্য না করে পারলাম না।

আমার মনে হয় টেকটিউন সবার জন্য যেমন আগেও ছিল এখনও তেমনই আছে।যারা টেকটিউনকে ভালোবাসে, তাদের টেকটিউনের এই নিয়মকে স্বাগত কারা উচিৎ, টেকটিউন অ্যাডমিনের তরফে দেরিতে হলেও যে এই পদক্ষেপ নেওয়া হল, তা যথেষ্ট উপযুক্ত।

টিউনে ভিডিও অ্যাড করুন কোনো আপত্তি নেই টেকটিউনের , কিন্তু তা যেন টেকটিউনের নিজস্ব ভিডিও শেয়ারিং সাইটে হয়।

আরে মিয়াঁ আপনারা লিখছেন কোনো সাইটে টেকটিউনে ? না অন্য কোথাও ?
আর ভিডিও দিছেন ইউটিউবে এ কিরকম নিয়ম; আপলোড যদি করতেই হয় টেকটিউবে ( টেকটিউন + ইউটিউব ) করুন , আর শেয়ার করুন নিজের পরিচিত বা বন্ধুদের মাঝে। আর ছড়িয়ে দিন নিজের প্রতিভাকে সবার মাঝে।

আপনাদের বা আমাদের অবস্থাটা ঠিক কেমন জানেন ?
নিজের বাসার ভাতের চেয়ে হোটেলের ভাত ভাল,
আরে দুটোই এক।
একটাতে মায়ের ভালবাসা, আরেকটাতে নিজের পকেটের টাকা। ইউটিউবকে আপনারা সাপোর্ট করতে পারছেন আর টেকটিউবকে পারছেন না। সেই টেকটিউনকে যে কিনা আপনাদের লেখার সুযোগ করে দিলো ।

এই নিয়মকে যারা সাপোর্ট করছে না তারা সবাই বলছে ” আমার চ্যানেলটি অবশ্যই Subscribe করতে ভুলবেন না, নতুন নতুন সব _______________ ।

একদিনও বলেছেন না টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন। আপনারা তো ব্যস্ত নিজের ইউটিউব চ্যানেলের প্রোমোশনে …

টিউনার হিসাবে আমার কিন্তু এখনো একদিন প্রয়োজন হয়নি টিউনে ভিডিও যোগ কারার , আর আমার মনে হয় খুব বেশি প্রয়োজন না থাকলে ভিডিও যোগ কারার কোনো মানে হয়না।

আর যদি টিউনে ভিডিও যোগ করা খুব প্রয়োজন থাকে, তাহলে আপনারা যারা এত কষ্ট করে টিউন করেন, না হয় আর একটু করলেন টেকটিউবে আপলোড করে ।

টেকটিউব বলে হয়তো কিছুই নেই উদাহরন হিসাবে বলেছি মাত্র।

মতামত একান্তই ব্যক্তিগত , আমার এই টিউমেন্টে যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমি কোনো ব্যক্তি বিশেষ বা দলকে কাউকেই দুঃখিত করতে চাই না।

সব টিউনারদেরকে অনুরোধ দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।

আর তা না হলে টেকটিউনের ভাষাতে —” অন্যথায় টিউনটি মুছে ফেলা হবে এবং টিউনারশীপ ক্যানসেল করা হবে। ”

ভালো থাকবেন, ভালো রাখবেন। আর টেকটিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।

    Level 0

    ভাইয়া আমি স্বার্থহীন ইউটিউবার। শুধু সবার উপকারের জন্য চ্যানেল। এমনকি আমার চ্যানেলে এখনো অ্যাডসেন্স নেই নি!

ভিডিও শেয়ার করার জন্য YouTube ব্যবহার করতে দেয়া হোক।

    Level 0

    আপনার মত ইউটিউবারদের টিউন করার দরকার নাই

Level 2

ইউটিউব ভিডিও বন্ধ করুন কিন্তু অ্যাড রেভিনিউ শেয়ার করুন টিউনারদের সাথে। প্রবলেম সলভ। সময়ের খুব দাম এই জামানায়। আর টিউনে বিস্তারিত লিখে ভিডিও এম্বেড করে দিলেতো সমস্যা থাকার কথা না।
আমি নিজে ভিডিও দিয়ে টিউন করেছি। প্রবলেম হলে বলুন, ডিলিট করে দেই।
https://www.techtunes.io/graphics-designing/tune-id/477569

    Level 0

    আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই ☺

এখন এটা প্রমানিত যে টেকটিউনস এ কিছু ইউটিউব ব্যাবসায়ী ঢুকে গেছে যারা নেহাত তাদের চ্যানেলের ভিু বাড়ানোরর জন্য টেকটিউনস এ জয়েন করেছে অার নামমাত্র টিউন এর নামে নিজেদের চ্যানেলের ভিডিও দিয়েই টিউন শেষ করেন। এখন ও অনেকেই এমন টিউন করেই যাচ্ছেন। অামিে টেকটিউনস এর একজন নিয়মিত পুরোনো ভিজিটর। টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি অনেক ভালো ভালো টিউনাররা অাছে যারা তখন ও টেকটিউনসকে ভালোবেসেছে সুন্দর সুন্ন্তর টিউন করেছে অাজও করছেন নিস্বার্থ ভাবে। কিন্তু ইদানিং টেকটিউনস এ ইউটিউব টিউন বেরে গেছে। অামি অভিষেক হাজরার সাথে একমত টেকটিউনস এ ভিডিও এড করতে হলে টেকটিউনস এর নিজস্ব ভিডিও এডিং সিস্টেমে ভিডিও এড করার নিয়ম করা উচিত। তাহলে অযথা টিউনের মাঝে ভিডিও দেয়া বন্ধ হবে। ইউটিউব ব্যাবসায়িরা চলে যাবে অার যারা টেকটিউনস কে ভালবাসে অাগেও বেসেছেন তারা অবশ্যই টেকটিউনস এর সাথে থাকবে। অামরা অাগের মত সেই মানসম্মত টিউন চাই যার মাধ্যমে মানুষ টেকটিউনসের মত প্লাটফর্মে এসে শিখেছে শিখছে অার অভিজ্ঞ টিউনাররা শিখাচ্ছেন মানুষকে অজানা কিছু জানিয়ে। তাই টেকটিউনস এ ভিডিও দেয়ার ক্ষেত্রে টেকটিউনস এর নিজস্ব ভিডিও এডিং সিস্টেম চালু করা উচিত যাতে টেকটিউনস কে বাবহার করে কিছু অসাধু টিউনাররা অযথা ইউটিউব ভিডিও ব্যাবসা করতে না পারে।