আর.এস.এস ফীড কি তা আর নতুন করে বলার প্রয়জন নেই , আমরা আজ আমাদের প্রিয় ওয়েব সাইট ব্রওসিং করার থেকে আর.এস.এস ব্রওসিং করা পছন্দ করি ।
কিন্তু সমস্যা হোল সব ওয়েব সাইট আর.এস.এস ফীড প্রভাইট করে না ।
যেমন BDnews24 এর Tech.BDnews24 । প্রযুক্তি কৌতূহলীদের জন্য বাংলায় একটি খুবই ভাল সাইট । যা থেকে অনেক ব্লগার ভাই বোনেরা কপি পেস্ট করে থাকে , যাই হোক এই সাইটের কোন আর.এস.এস ফীড নেই, আর আমাদের গুগল মামার কাছেও এর কোন আর.এস.এস নেই । তাই আজ বানালাম Tech.BDnews24 এর আর.এস.এস ।
ভাবলাম সবার সাথে শেয়ার করি ।
আর এখানে BDnews24 বাংলায় মূল আর.এস.এস ফীড
আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।