GTX 1080 এর আগা মাথা সবকিছু জেনে নিন

আমাদের সকলেরই কম্পিউটার আছে। আর আমরা অনেকেই কম্পিউটার এ গেমস খেলি।আর গেমস খেলার জন্য যেমন ভাল প্রসেসর দরকার তেমনই ভাল একটি গ্রাফিক্স কার্ড এর দরকার আছে। এতে যেমন আপনার গেমস এ ভাল ফ্রেমরেট পাবেন তেমনি গেম খেলে আপনি অনেক বেশি মজা পাবেন।

আমরা জানি গ্রাফিক্স কার্ড তৈরিতে এনভিডিয়া বরাবর এ ভাল ভাল কার্ড আমাদের উপহার দিচ্ছে। গত বছর তারা তাদের সবচেয়ে উন্নত গ্রাফিক্স কার্ড বাজারে ছারল। যাকে আমরা Pascal হিসাবে জানি। সেগুলোর মধ্যে পাওয়ারফুল ছিল GTX 1080. তারপরে আসলো Titan X Pascal, বরাবরই এই গ্রাফিক্স কার্ডগুলো ভাল পারফরমেন্স এর জন্য বিখ্যাত। আর এবার এনভিডিয়া নিয়ে আসলো GTX 1080ti

আমাদের মধ্যে অনেকেই ভাল একটি গ্রাফিক্স কার্ড এর মালিক। তাদের অনেকের এ GTX 1080ti এর উপরে আগ্রহ থাকতে পারে। তাই আজকের আমার এই টিউন। নিচে GTX 1080ti সম্পর্কে ভাল একটি ভিডিও দিলাম।

স্পেসিফিকেসন(GTX 1080ti)

  • 1.Cuda Core : 3584
  • 2.Boost Clock (MHz) :  1582
  • 3.Memory Speed : 11 Gbps
  • 4.Memory Interface Width : 352-bit
  • 5.Memory Bandwidth (GB/sec) : 484
  • 6.Maximum Digital Resolution : 7680x4320@60Hz
  • 7.Standard Display Connectors : DP 1.43, HDMI 2.0b

ফেসবুকএ আমিঃ Ashraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

your channel will be a flop channel.work with baby toys.