প্রিয় পাঠক, বর্তমান যুগ হচ্ছে স্মার্ট যুগ কারন বর্তমানে সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে (স্মার্ট ফোন, চশমা, ঘড়ি, টিভি, ফ্রিজ, ঘর ইত্যাদি)। কিন্তু একটি অতি প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য বস্তু আয়না, যার দিকে একবার না তাকিয়ে কোন মানুষিই থাকতে পারে না সেটি কেন স্মার্ট হতে পারবে না? তাই জার্মানির DIRROR কোম্পানী স্মার্ট আয়নার অভাব মেটাতে বাজারে নিয়ে এসেছে অসাধারন একটি স্মার্ট আয়না এবং তারা দাবি করেছে এটিই বিশ্বের প্রথম ডিজিটাল আয়না যা কিনা আপনার কন্ঠস্বর দ্বারা পরিচালিত হতে পারে। আর এটি কিন্তু Windows 10 Operating System চালিত একটি সুপার স্মার্ট আয়না। কি পাঠক অবাক হয়েছেন তো, হ্যা অবাক হওয়ারই মত ব্যাপার।
তো আসুন এই স্মার্ট আয়নাটিতে কি কি সুবিধা থাকছে একটু জেনে নিই:
পাঠক নিচের ছবিগুলোতে দেখুন, কি চমৎকারভাবেই না এই অসাধারন স্মার্ট আয়নাটি ঘরের বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে যাচ্ছে!!!
আর পাঠক, নিচের লিংক থেকে এই স্মার্ট আয়নাটির দারুন ভিডিও প্রিভিউগুলো দেখতে ভুলবেন না কিন্তু!!!
সুপ্রিয় পাঠক, কি সত্যিই অসাধারন না? আমার কিন্তু খুব লোভ হচ্ছে একটি কিনে ফেলার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্যতিক্রমধর্মী টিউন উপহার দিতে কিন্তু কতটুকু সফল হতে পেরেছি জানি না। আর কেমন লাগলো আপনাদের কাছে এই স্মার্ট আয়নাটি তা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!!! শুভকামনা রইল সবার প্রতি।
বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।
আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ !! ধন্যবাদ শেয়ার করার জন্য ।