মানুষ নাকী তার স্বপ্নের সমান বড় হয়। হাজারো বাধা উপেক্ষা করে স্বপ্নের পথে অবিচল ভাবে চলাই সাফল্য। “Weaver Innovations” ছয় তরুণ উদ্যোক্তার গল্প। আমরা ছয় তরুণ যে যার স্থায়ী চাকুরী ছেড়ে নিজেদের স্বপ্ন ও ভাললাগাকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতেই শুরু করি স্টার্ট আপ “Weaver Innovations”। প্রযুক্তিতে বিশ্ব জয়ের নেশা আর বাংলাদেশর নিজস্ব সমস্যা ও চ্যালেঞ্জগুলোকে নিজেদের প্রযুক্তিগত মেধা দিয়ে স্বল্পমূল্যের টেকশই সমাধান বের করাই আমাদের কাজ।
গতকাল “প্রথম আলোর” মূল শিরোনাম ছিল “৮৫% লেভেল ক্রসিং অরক্ষিত”।
গত ছয় বছরে সারা দেশে মারা গিয়েছে ৯৬০ জন। এই বিশাল প্রাণহানী ও দূর্ঘটনা বন্ধ করার জন্য ২০১৫ সালের শেষের দিক থেকে আমরা কাজ করা শুরু করেছিলাম “Digital Voice Alert System for Level Crossing” নিয়ে। নানা প্রতিকূলতা, আর্থিক সমস্যা, হার্ডওয়্যার ডিজাইনিং এর সময় উপযুক্ত ল্যাব ফ্যাসিলিটির অভাব, বিবিধ পার্টস ও সেন্সর না পাওয়া, যন্ত্রপাতি ইমপোর্ট করার নানা সমস্যা, ইমপ্লিমেন্টেশান করার জন্য সরকারী পারমিশান পাওয়া সহ হাজারো সমস্যার সম্মুখিন হতে হয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, পাহাড় সমান বাধা বিপত্তির পরেও আমাদের টিম এই প্রযুক্তি তৈরী এবং টেস্টিং ফেজ সফলতার সাথে অতিক্রম করেছে। বিদেশ থেকে এই ধরনের প্রযুক্তি ডিজাইন করে নিয়ে আসতে যে খরচ হবে তার তুলনায় আনুমানিক ৮০% কম খরচে আমরা এই প্রযুক্তি তৈরী করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রযুক্তির আপগ্রেডেশান ও মেইন্টেনেন্স এর জন্য কোন বিদেশী কোম্পানী বা ইঞ্জিনিয়ারদের কাছে বাংলাদেশকে জিম্মি হয়ে থাকতে হবে না। কারন এটি “Made in Bangladesh”.
পুরো সিস্টেমটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটি ছোট্ট ভিডিও তৈরী করেছি যা আপনারা একটু ধৈর্য নিয়ে দেখে আপনাদের শুচিন্তিত মতামত এবং অনুপ্রেরণা প্রযুক্তিতে আমাদের এই “Made in Bangladesh” এর স্বপ্নকে হাজারো লক্ষ কোটি মাইল এগিয়ে নিয়ে যাবে। যারা আমাদের এই স্বপ্ন পূরণে আমাদের সাথে ছিলেন এবং আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ভিডিও ঃ এইখানে দেখুন
আমাদের ফেসবুক পেজঃ Weaver Innovations
আমি sarowar_eee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এগিয়ে চলুক এই পথচলা