HD কোয়ালিটি অথবা High Definition কোয়ালিটি সম্পর্কে জানুন।

আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে টেকটিউনসে একজন নিয়মিত টিউনার “ লিজেন্ডবয়- নাবিল” আপনাদের সাথে তপুর কিছু HD কোয়ালিটি ভিডিও শেয়ার করেছিলেন।আপনাদের মতো আমিও খুশি হয়েছিলাম, কিন্তু ডাউনলোড করার পর ভিডিও দেখে মনে হলো টিউনার HD quality video কোনদিন দেখেন নাই,যদি দেখতেন তাহলে এই সব কোয়ালিটির ভিডিও কে HD quality বলতেন না। সুতরাং উনি কিসের ভিত্তিতে ভিডিও গুলোকে HD quality বললেন বুঝলামনা। পরে ভাবলাম উনার HD কোয়ালিটি সম্পর্কে কোন ধারনা নেই।কিন্তু এটা উনার দোষ না।আসলে আমরা কেউই HD কোয়ালিটির ভিডিও সম্পর্কে কিছুই জানিনা,ফলে সাধারন ভালো প্রিন্টের ভিডিও দেখলেই HD কোয়ালিটি বলে মনে করি।কিন্তু সব ভাল প্রিন্টই HD quality না। তাই আজ আমি আপনাদের সাথে HD কোয়ালিটি অথবা High-definition qualityসম্পর্কে আলোচনা করবো।

FIG: Earth in HD.

HD কোয়ালিটি অথবা High-definition quality হলো Standard-definition (SD) video এর উচু রেজুলেশন ক্ষমতা সম্পন্ন  কোয়ালিটি যা সাধারনত 1280×720 pixels (720p), 1920×1080 pixels (1080i/1080p), 2048×1536 pixels(2k), 3840×2160 pixels (2160p),  4096×3072 pixels(4k), 4520×2540 pixels (2540p), 7,680×4,320 (4320p) ডিসপ্লে রেজুলেশনের হয়ে থাকে।এদের ডিসপ্লে রেজুলেশনকে সংক্ষেপে ভিডিও মুড বলে যা উপরের ব্র্যাকেটের ভিতর সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। নিচে প্রত্যেকটি ভিডিও মুডের details দেওয়া হলোঃ

Common high-definition video modes:

Video mode

Frame size in pixels (W×H)

Pixels per image

Scanning type

Frame rate (Hz)

720p1,280×720921,600Progressive23.976, 24, 25, 29.97, 30, 50, 59.94, 60, 72
1080i1,920×1,0802,073,600Interlaced25 (50 fields/s), 29.97 (59.94 fields/s), 30 (60 fields/s)
1080p1,920×1,0802,073,600Progressive23.976, 24, 25, 29.97, 30, 50, 59.94, 60

Extra high-definition video modes:

Video mode

Frame size in pixels (W×H)

Pixels per image

Scanning type

Frame rate (Hz)

2k2,048×1,5363,145,728Progressive
2160p3,840×2,1608,294,400Progressive
4k4,096×3,07212,582,912Progressive
2540p4,520×2,54011,480,800Progressive
4320p7,680×4,32033,177,600Progressive50, 60

এর মধ্যে 720p মুডের ভিডিও গুলো ১২৮ মে.বা. ভিডিও কার্ডের পিসিতে অনায়সে চলবে,1080p ও 1080i মুডের ভিডিও গুলো একটু কষ্ট করে চালাতে হবে।আর বাদ বাকি সবগুলো চালাতে আর উচ্চ মানের ভিডিও কার্ড লাগবে। এল.সি.ডি. মনিটর গুলোতে সাধারন ভিডিওর থেকে HD ভিডিও গুলো অতুলনীয়।

বর্তমানে এই HD সেবা মুভি, মিউজিক ভিডিও, গেম, স্যাটেলাইট চ্যানেল, ইত্যাদি দিয়ে থাকে। এমনকি ইনটারনেটে অনেক অনলাইন ওয়েবসাইট online এ ভিডিও দেখার ক্ষেত্রে এই HD সেবা দিয়ে থাকে। যেমন YouTube, Vimeo, Hulu, Amazon Video On Demand, Netflix Watch Instantly, BBC iPlayer, iTunes ইত্যাদি। কিন্তু একেক ওয়েবসাইট একেক রকম ভিডিও মুড ব্যাবহার করে থাকে।নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

World Wide Web HD resolutions:

SourceCodecHighest resolution (W×H)Total bit rate/bandwidthVideo bit rateAudio bit rate
Amazon Video On Demand (formerly "Unbox")VC-11,280×7202.5 Mbit/s
BBC iPlayerH.2641,280×7203.2 Mbit/s3 Mbit/s192 kbit/s
CBS.com/TV.com (720p)1,280×7202.5 Mbit/s
iPlayerHDFLV, Quicktime H.264, MP4 H.2641,920×1,0805 Mbit/s
iTunes/Apple TVQuickTime H.2641,280×7204Mbps
PlayStationStore Movies & TV ShowsH.264/MPEG-4 AVC[20]1,920×1,0808 Mbit/s256 kbit/s
YouTubeH.264/MPEG-4 AVC4,096x3,0726.5 Mbit/smax. 119 kbit/s

আপনি যদি অনলাইনে বসে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে চান,তাহলে উপরের চার্ট দেখে সহজেই নিশ্চিত হতে পারবেন যে কোনটা ভালো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের মাঝে সত্যিকারের HD কোয়ালিটির কিছু মিউজিক ভিডিও নিয়ে হাজির হবো। এবং আশাকরি আমার ভিডিও গুলো HD নাকি অন্যকিছু, তা এবার আপনারাও ধরতে পারবেন। কি পারবেন না???

ধন্যবাদ।

Level 0

আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো । ধন্যবাদ!

খুবই ভাল লাগল। কিন্তু কারো নাম ধরে বলাটা মেনে নিতে পারলাম না।

    আমি জানি ভুল হয়েছে,কিন্তু লিমিটেড usage ইনটারনেট(মাত্র ১ জিবি) ব্যাবহার করা সত্যেও আমি ১টি ভিডিও ডাউনলোড করেছি শুধু এই জন্য,যে ভিডিও গুলো HD কোয়ালিটির।কিন্তু ডাউনলোড করে প্রিন্ট দেখে মেজাজটা এতো গরম হলো যে রাগ টা মিটালাম এই টিউনে তার নাম নিয়ে। উনি কিছু বাজে প্রিন্টের ভিডিওকে সফটওয়ার দিয়ে বড় করে HD বলে চালিয়ে দিচ্ছেন। তিনি এতো বড় একটা প্রতারনা করলেন,আমার কতগুলো usage নষ্ট করলেন, আর আমি কি চুপ থাকবো?আমি তো আর ফেরেশতা না। আপনি বলেন আমার নাম নেওয়া টা যদি খারাপ হয়,তাহলে তার প্রতারনা টা কি?

1080p এবং 1080i মধ্যে কোন পাথক্য আছে?

    খুব একটা নেই,তবে 1080p টা ভালো,আর পার্থক্য আমি দিয়েই দিয়েছি,তবুও আবার বলছি,পার্থক্য শুধু Scanning type এবং Frame rate (Hz).একটির Scanning type হলো Interlaced(1080i) এবং অপরটির Progressive(1080p)। এখন Interlaced ও Progressive সম্পর্কে জানতে চাইলে আমার টিউনের Interlaced ও Progressive শব্দে ক্লিক করুন,দেখবেন উইকিপিডিয়া আসবে,ওই উইকিপিডিয়া থেকে জানতে পারবেন। ধন্যবাদ।

এর মধ্যে 720p মুডের ভিডিও গুলো ১২৮ মে.বা. ভিডিও কার্ডের পিসিতে অনায়সে চলবে,1080p ও 1080i মুডের ভিডিও গুলো একটু কষ্ট করে চালাতে হবে।আর বাদ বাকি সবগুলো চালাতে আর উচ্চ মানের ভিডিও কার্ড লাগবে—– আপনি যে যথেষ্ট ভাল জানেন এই লাইনটাই তার প্রমাণ

১২৮ মে.বা. ভিডিও কার্ড মানে এক্সটারনাল গ্রাফিক্স কার্ড ছাড়া?

আমার কাছে কিছু ১০৮০ এবং ১০৮০আই কিছু ভিডিও আছে যার বেশির ভাগই আমি splash pro player দিয়ে চালাতে পারি কিন্তু কয়েকটি চলে না, সমাধান দিলে(যদি থাকে) খুব খুশী হতাম

১০৮০ এবং ১০৮০ আই এর পার্থক্য ? তবে আমার জানামতে theoretically 1080p ভাল

youtube এ বর্তমানে webM নামে একটা quality আছে এটা কেমন?

ভিডিও quality নিয়ে আমার প্রচন্ড আগ্রহ আছে প্লিজ contnue………………

আচ্ছা ইউটিউবে সবচেয়ে বেশী পিক্সেলের ভিডিও কত?

ধন্যবাদ টিউনের জন্য

    হা,১২৮ মে.বা. ভিডিও কার্ড মানে এক্সটারনাল গ্রাফিক্স কার্ড ছাড়া।আমার গ্রাফিকস কার্ড ও ১২৮ মে.বা., আমি 1080p কোয়ালিটির ভিডিও গুলো দেখতে পারি,খালি সমস্যা একটাই হয় তা হলো forward & rewind করতে গেলে অনেক দেরিতে forward & rewind হয়।তাই ঘন ঘন forward & rewind করা যায় না। নিশ্চয় আপনার গ্রাফিক্স কার্ডে সমস্যা অথবা র‍্যাম কম,কারন গ্রাফিক্স কার্ড কম হলে তখন তা র‍্যাম থেকে গ্রাফিক্স কার্ড শেয়ার করে,সুতরাং র‍্যাম বেশি হলে এগুলো দেখতে সুবিধা(দূঃক্ষিত, আমি র‍্যামের কথাটআ বলতে ভুলে গিয়েছিলাম)।

    আপনার ওই ভিডিও(যেগুলো চলেনা) গুলো কি ফরমেটের,তা জানতে পারলে আপনাকে সমাধান একটা দিতে পারতাম।

    webM সম্পর্কে জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন-http://en.wikipedia.org/wiki/WebM

    বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি পিক্সেলের ভিডিও হলো-4k(এর সম্পর্কে আমি আগেই লিখেছি উপরে)।

    ধন্যবাদ সামনে আরো জানানোর চেষ্টা করবো।

    আমার যেই ভিডিও গুলো চলে বা যেগুলো চলে না(কোনটায় সাউন্ড আসে না, কোনটা ক্যাচ ক্যাচ শব্দ করে) সবই .ts এর , আমি কনভার্ট করে mkv, mp4 করি তবুও সমস্যা হয়(splash pro player ছাড়া, এটি প্রায় সব .tsও চালাতে পারে

    র‍্যাম ২ জিবি, পি সির বয়স মাত্র ৬ মাস তাই গ্রাফিক্স হয়ত ঠিক আছে

    আপনি কোন প্লেয়ার ইউজ করেন

    আমি k-lite codec আর gom player ব্যাবহার করি। আপনার কনভার্টার টি তে মনে হয় সমস্যা আছে। any video converter সফটোয়ারটি ব্যাবহার করে দেখতে পারেন।আর এর পরো যদি না হয় তাহলে বুঝতে হবে যে ভিডিও ফরমেট টি ভেজাইল্লা। অনেক সময় অনেক ভিডিও ফরমেট আছে যেগুলো হারামি টাইপের, তাদের নিজস্ব প্লেয়ার ছাড়া কোন প্লেয়ার ই চলেনা,হয় অন্য প্লেয়ারে সাউন্ড আসবে তো ছবি আসবেনা,ছবি আসবে তো সাউন্ড আসবেনা,ভিডিও ফাস্ট চলবে, কিন্তু সাউন্ড পরে আসবে……ইত্যাদি।

Scanning Type,Frame Rate এইগুলি কি বুজলাম না। ্যদি একটু আলোচনা করতেন উপকার হত। ধন্যবাদ টিউনের জন্য।

    Scanning Type হলো type of scanning যা ছবি অথবা ডিজিটাল স্ক্রিন তৈরিতে ব্যাবহার করা হয়। Scanning Type ২ প্রকার, একটি হলো Interlaced এবং অপরটির Progressive। এখন Interlaced ও Progressive সম্পর্কে জানতে চাইলে আমার টিউনের Interlaced ও Progressive শব্দে ক্লিক করুন,দেখবেন উইকিপিডিয়া আসবে,ওই উইকিপিডিয়া থেকে জানতে পারবেন। ধন্যবাদ।

    Frame Rate-
    Frame rate, or frame frequency, is the frequency (rate) at which an imaging device produces unique consecutive images called frames. The term applies equally well to computer graphics, video cameras, film cameras, and motion capture systems. Frame rate is most often expressed in frames per second (FPS), and in progressive scan monitors as hertz (Hz).

    Frame rate :
    একটি ভিডিও মনে কতগুলু ছবির সমষ্টি। আমরা যদি একটি পেড এর 10 টি পৃষ্ঠায় একটি কার্টূন এর বিভিন্ন মুভ একে খুব দ্রুত টা উল্টিয়ে দেখি তাহলে দেখা যাবে কার্টুন টি চলছে। frame rate হচ্ছে এটাই। একটি video এর frame rate 23 এর মনে হল প্রতি সেকেণ্ড এ টা 23 টি ইমেজ show করবে.

    Scanning type:
    দুই ধরনের scanning type আছে।
    interlected হচ্ছে পুরোনো CRT মনিটর এর জন্য। যেখানে এটা decide করে কোনগুলো জোর লাইন এবং কোন গুলো বিজোড় লাইন। তার পর ওই লাইন গুলো কে আলাদা ভাবে frame rate অনুযাই refreash করে।
    অন্যদিকে progressive হল non-interlected যা বর্তমান উন্নত প্রযুক্তি LCD মনিটর এর জন্য। LCD মনিটর এর responding rate অনেক কম
    তাই এখানে odd ও even লাইন সনাক্ত করার প্রয়োজন পড়েনা। তাই পুরো ইমেজ কে প্রতি ক্ষুদ্রতম সময়ে রেফ্রেয়াস করা যায়।
    আশা করি বুঝতে পেরেছেন……

    ধন্যবাদ।

চমৎকার টিউন।
অনেক কিছু জানলাম। 😀
প্রিয়তে………

    আপনাকেও ধন্যবাদ।

ভালো লাগল।
সবগুলো তথ্য জানতাম না…

অনেক অনেক ধন্যবাদ TUNE করার জন্যে।

Level 0

Vai ami 3d movie download korte chai. keu ki kono link dite paren?????????

আমি এখন ডাউনলোডের অতসব ঝামেলার মাঝে যেতে চাইনা। সেদিন বায়তুল মোকাররম মার্কেটে গিয়ে পিরিচিত এক দোকানে HD Video এর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন আমাদের কালেকশনে আছে। কেউ চাইলে দিয়ে থাকি তবে সচরাচর কেউ এসব চিনেনা এবং কিনেনা। তাই সংগ্রহের পরিমাণ কম। বলা বাহুল্য আমিই ঐ দোকানের একমাত্র কাস্টমার যে সব সময় সিলভার ডিস্কের হিন্দি ছবি কিনে থাকে। নতুন ছবিগুলো আমি সিলভারে পাই ৪/৫ মাস পর। দাম কয়েকগুন বেশী। সেটা ব্যাপারনা বারবার কেনার চেয়ে একবারই কিনে থাকি। সবার জন্য একটি কথা বলবো যারা সিলভার ডিস্ক সিডি কিনে থাকেন তারা চেষ্টা করবেন মালয়েশিয়ান সিলভার ডিস্ক কেনার জন্য। কারণ এগুলো স্ক্যাচ পড়ার পরও অনায়াসে দেখতে পারবেন।
মূল কথায় আসি দোকানদারকে আগেই বলে নিলাম Video’র উপরে কোম্পানীর লোগো কিংবা নিচে স্ক্রল থাকলে নিবনা। তিনি বললেন কিছুই থাকবে না। আপনি দেখেই না হয় নিবেন। পরে আমার জন্য মাত্র ৪০ টি HD DVD আনলেন। প্রতি DVD তে ১২০টি করে গান আছে। তবে দুঃখের বিষয় হচ্ছে লেটেস্ট কোন গান নেই। সব ৫/৬ মাস আগের পুরনো। আর HD বলতে যেটি পেয়েছি সেটি হচ্ছে কিছূ কিছু 1,280×720 রেজ্যুলেশন আর কিছু হচ্ছে 1,920×1,080 রেজ্যুলেশনের। তারপরও নিয়ে নিলাম। কারণ এমনিতে 1,920×1,080 সাইজের একটি ৫ মিনিটের গান ডালো করতে আমার ১০ মিনিটের মত লাগে। তাছাড়া সচরাচর কোথাও পাইনা। তাই এখন অবসরে মাঝে মাঝে দেখে থাকি।

বিশেষ দ্রষ্টব্য- দোকানদার পরিচিত না হলে আপনি কিন্তু ঠকবেন কারণ অনেক সময় HD বলে Non HD ভিডিও চালিয়ে দেয়। পরীক্ষা করে নিতে চাইলে তারা বলবে আমাদের ডিভিডিতে সমস্যা আছে আপনি বাসায় নিয়ে চালিয়ে দেখুন সমস্যা হলে আমরা আছি এই নেন আমাদের দোকানের কার্ড। বাসায় এসে মনের মত HD Video না পেয়ে পরিবর্তন করতে গেলে স্টক সংকটসহ নান অজুহাতের কথা বলে কেটে পড়ে। এটি হচ্ছে বায়তুল মোকাররম মার্কেটের চিত্র। তবে বসুন্ধরা সিটিতে কেউ খোজ নিয়ে দেখতে পারেন। সেখানে অরিজিনাল HD Video পেতে পারেন। যারা কিনতে যাবেন তারা কিন্তু দামের ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে যাবেন।

    ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য।

আর HD বলতে যেটি পেয়েছি সেটি হচ্ছে কিছূ কিছু 1,280×720 রেজ্যুলেশন আর কিছু হচ্ছে 1,920×1,080 রেজ্যুলেশনের। তারপরও নিয়ে নিলাম

এটা কি HD না, একটু লিখলে খুশি হতাম

আপনার ডাউনলোড স্পিড কত?

    শুধু রেজুলেশন দেখে বোঝা যায়না। আমি যেসব ইনফরমেশন দিয়েছি সেগুলো মিলিয়ে দেখেন।

    রেজ্যুলেশন নয় আসলে কথাটি হওয়ার কথা ছিল পিক্সেল। তথ্যগত ভুল ছিল। HD কিনা আপনিই না হয় মিলিয়ে দেখুন।
    আমি ব্রডব্যন্ড ব্যবহার করি। ডাউনলোড স্পীড 80 kbps

আমার জানামতে HD

আপনি দেখি খেপছেন, মাফ করবেন ভুল হয়ে গেছে

সিংুলারিটি” ভাই আপনার শেয়ার এর জন্য বিষয়গুলি ক্লিয়ার হতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

আর একটা প্রশ্ন কাহারো জানা থাকলে দয়া করে জানাবেন। আমরা সাধারনত ভিসিডিতে,যেই সকল ছবি চালিয়ে টিভির মাধ্যমে দেখি এইগুলির কি কোন রেজুলেশন আছে নাকি?
থাকলে এদের কোয়ালিটির মাধ্যে কোনটা ভালো কি ভাবে বুজবো,তাই কেনার ক্ষেত্রে কি ভাবে যাছাই করবো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য,
অনেক কিছু জানলাম আপনার টিউন থেকে।
তবে টেকটিউন্সেরই অন্য একজন টিউনারের নাম এই ভাবে সরাসরি টিউনে উল্যেখ করা মোটেও ঠিক হয় নাই বলেই আমার মনে হয়।
কারো ভুল হইলে আপনি ঠিক করে দেন সেইটাই বড় মনের উদাহরন।
মনে কিছু করবেন্না,আজ আপনি একজনের বিরুদ্ধে বললেন কাল দেখবেন আপনার বিরুদ্ধে কেউ বলবে কারন মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক,তাই আমি মনে করি যত সম্ভব বিতর্কিত বিষয় গুলু এড়িয়ে চলা উছিত।
আবারো ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনটির জন্য।

ভাই ১ টা মুভির BRRip & HDRip ২টাই পেয়েছি|কোনটা ডাউনলোড করবো?
কোনটার কোয়ালিটি বেশি ভালো?

thanks