আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে টেকটিউনসে একজন নিয়মিত টিউনার “ লিজেন্ডবয়- নাবিল” আপনাদের সাথে তপুর কিছু HD কোয়ালিটি ভিডিও শেয়ার করেছিলেন।আপনাদের মতো আমিও খুশি হয়েছিলাম, কিন্তু ডাউনলোড করার পর ভিডিও দেখে মনে হলো টিউনার HD quality video কোনদিন দেখেন নাই,যদি দেখতেন তাহলে এই সব কোয়ালিটির ভিডিও কে HD quality বলতেন না। সুতরাং উনি কিসের ভিত্তিতে ভিডিও গুলোকে HD quality বললেন বুঝলামনা। পরে ভাবলাম উনার HD কোয়ালিটি সম্পর্কে কোন ধারনা নেই।কিন্তু এটা উনার দোষ না।আসলে আমরা কেউই HD কোয়ালিটির ভিডিও সম্পর্কে কিছুই জানিনা,ফলে সাধারন ভালো প্রিন্টের ভিডিও দেখলেই HD কোয়ালিটি বলে মনে করি।কিন্তু সব ভাল প্রিন্টই HD quality না। তাই আজ আমি আপনাদের সাথে HD কোয়ালিটি অথবা High-definition qualityসম্পর্কে আলোচনা করবো।
FIG: Earth in HD.
HD কোয়ালিটি অথবা High-definition quality হলো Standard-definition (SD) video এর উচু রেজুলেশন ক্ষমতা সম্পন্ন কোয়ালিটি যা সাধারনত 1280×720 pixels (720p), 1920×1080 pixels (1080i/1080p), 2048×1536 pixels(2k), 3840×2160 pixels (2160p), 4096×3072 pixels(4k), 4520×2540 pixels (2540p), 7,680×4,320 (4320p) ডিসপ্লে রেজুলেশনের হয়ে থাকে।এদের ডিসপ্লে রেজুলেশনকে সংক্ষেপে ভিডিও মুড বলে যা উপরের ব্র্যাকেটের ভিতর সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। নিচে প্রত্যেকটি ভিডিও মুডের details দেওয়া হলোঃ
Video mode | Frame size in pixels (W×H) | Pixels per image | Scanning type | Frame rate (Hz) |
720p | 1,280×720 | 921,600 | Progressive | 23.976, 24, 25, 29.97, 30, 50, 59.94, 60, 72 |
1080i | 1,920×1,080 | 2,073,600 | Interlaced | 25 (50 fields/s), 29.97 (59.94 fields/s), 30 (60 fields/s) |
1080p | 1,920×1,080 | 2,073,600 | Progressive | 23.976, 24, 25, 29.97, 30, 50, 59.94, 60 |
Extra high-definition video modes:
Video mode | Frame size in pixels (W×H) | Pixels per image | Scanning type | Frame rate (Hz) |
2k | 2,048×1,536 | 3,145,728 | Progressive | |
2160p | 3,840×2,160 | 8,294,400 | Progressive | |
4k | 4,096×3,072 | 12,582,912 | Progressive | |
2540p | 4,520×2,540 | 11,480,800 | Progressive | |
4320p | 7,680×4,320 | 33,177,600 | Progressive | 50, 60 |
এর মধ্যে 720p মুডের ভিডিও গুলো ১২৮ মে.বা. ভিডিও কার্ডের পিসিতে অনায়সে চলবে,1080p ও 1080i মুডের ভিডিও গুলো একটু কষ্ট করে চালাতে হবে।আর বাদ বাকি সবগুলো চালাতে আর উচ্চ মানের ভিডিও কার্ড লাগবে। এল.সি.ডি. মনিটর গুলোতে সাধারন ভিডিওর থেকে HD ভিডিও গুলো অতুলনীয়।
বর্তমানে এই HD সেবা মুভি, মিউজিক ভিডিও, গেম, স্যাটেলাইট চ্যানেল, ইত্যাদি দিয়ে থাকে। এমনকি ইনটারনেটে অনেক অনলাইন ওয়েবসাইট online এ ভিডিও দেখার ক্ষেত্রে এই HD সেবা দিয়ে থাকে। যেমন YouTube, Vimeo, Hulu, Amazon Video On Demand, Netflix Watch Instantly, BBC iPlayer, iTunes ইত্যাদি। কিন্তু একেক ওয়েবসাইট একেক রকম ভিডিও মুড ব্যাবহার করে থাকে।নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ
World Wide Web HD resolutions:
Source | Codec | Highest resolution (W×H) | Total bit rate/bandwidth | Video bit rate | Audio bit rate |
Amazon Video On Demand (formerly "Unbox") | VC-1 | 1,280×720 | 2.5 Mbit/s | ||
BBC iPlayer | H.264 | 1,280×720 | 3.2 Mbit/s | 3 Mbit/s | 192 kbit/s |
CBS.com/TV.com (720p) | 1,280×720 | 2.5 Mbit/s | |||
iPlayerHD | FLV, Quicktime H.264, MP4 H.264 | 1,920×1,080 | 5 Mbit/s | ||
iTunes/Apple TV | QuickTime H.264 | 1,280×720 | 4Mbps | ||
PlayStationStore Movies & TV Shows | H.264/MPEG-4 AVC[20] | 1,920×1,080 | 8 Mbit/s | 256 kbit/s | |
YouTube | H.264/MPEG-4 AVC | 4,096x3,072 | 6.5 Mbit/s | max. 119 kbit/s |
আপনি যদি অনলাইনে বসে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে চান,তাহলে উপরের চার্ট দেখে সহজেই নিশ্চিত হতে পারবেন যে কোনটা ভালো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের মাঝে সত্যিকারের HD কোয়ালিটির কিছু মিউজিক ভিডিও নিয়ে হাজির হবো। এবং আশাকরি আমার ভিডিও গুলো HD নাকি অন্যকিছু, তা এবার আপনারাও ধরতে পারবেন। কি পারবেন না???
ধন্যবাদ।
আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো । ধন্যবাদ!