মোবাইল আসক্তি এখন সববয়সী মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে। মোবাইল ছাড়া আমাদের এক দিনও চলে না। প্রায় সব ধরনের কাজের জন্য মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে। কথা বলা, গান শোনা, গেইম খেলা, ইন্টারনেটের ব্যবহার সব কাজের জন্য মানুষ এখন নির্ভরশীল স্মার্টফোনের উপর।
কোন জিনিসের প্রতি আসক্তি ভাল ফলাফল দেয়না।মোবাইল ফোনের ব্যবহার বেশি হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যাও হচ্ছে।অনেকেই প্রয়োজনের বেশি মোবাইল ফোন ব্যবহার করে তার কাজ থেকে দুরে সরে যাচ্ছে।মোবাইলের বেশি ব্যবহারের ফলে অসাবধানতার জন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনারও সম্মুখীন হতে হচ্ছে অনেককে।
ফোনের আসক্তি কমাতে বাজারে নিয়ে আসা হচ্ছে নতুন এক ধরনের ফোন। যাকে বলা হয়েছে “অ্যান্টি-স্মার্টফোন”। যারা মোবাইল ফোনে আসক্ত তাদের জন্যই মুলত এই ধরনের ফোন।ফোনটির নাম “লাইট ফোন”।এর দাম ১০০ মার্কিন ডলার।কিকস্টার্টারে একদল উদ্যোক্তা এই ফোন বানানোর জন্য তহবিল সংগ্রহ করেন।এই মাসেই ফোনটি চীনের ইয়ানতাই কারখানা থেকে সরবারহ করা যাবে। ফোনের আসক্তি কমাতেই এই ফোন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
১. ফোনটি ক্রেডিট কার্ড আকৃতির।
২. ফোনটি সাদা ও কালো দুটি কালারের মধ্যে পাওয়া যাবে।
৩. ফোনটিতে স্মার্টফোন থেকে কল ফরওয়ার্ড করা যাবে।
৪. লাইট ফোনটির ব্যাটারি লাইফ তিন সপ্তাহ।
৫. ফোনটিতে কোন ধরনের ইন্টারনেট সুবিধা থাকছে না।
৬. ফোনটি টুজি ন্যানো সিম সাপোর্ট করবে।
৭. ফোনটিতে কোন ধরনের ক্যামেরা থাকবে না।
৮. টাচ মডিউল, মাইক্রোইউএসবি, মাইক্রোফোন পোর্ট থাকবে ফোনটিতে।
ফোনটি সম্পর্কে এর ওয়েবসাইটে বলা হয়েছে, নভেম্বর মাস থেকেই ফোনটির সরবারহ শুরু হবে।চীনের ইয়ানতাই কারখানা থেকে এই মাসেই লাইট ফোনটি সরবারহ করা যাবে।
স্মার্টফোনের আসক্তি কমাতে এই ফোন বড় ধরনের ভুমিকা পালন করবে বলে ধারনা করা হচ্ছে। প্রয়োজনীয় কল ছাড়া ফোনের ব্যবহার কমবে এই ফোন ব্যবহারে। আস্তে আস্তে ফোনের ব্যবহার কমাতে লাইট ফোনটি সাহায্য করবে।
Source: mobileblog24.com
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।