ভাল রেসিপি খুঁজে পাওয়ার ঝামেলা থেকে মুক্তি দিতে বাংলাদেশের একটি কোম্পানি নিয়ে এলো রান্না বিষয়ক অ্যাপ।অ্যাপটির নাম ‘আমার রান্না’।১৭০টির বেশি রেসিপি নিয়ে অ্যাপটি বানানো হয়েছে।
প্রযুক্তি এখন এতটা উন্নত যে সব কিছুই মানুষের হাতের কাছে।স্মার্টফোনেই এখন মানুষ চিকিৎসা সেবা নিতে পারে, পন্য কেনাকাটা করতে পারে, সব ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। এবার সেই পথে হেটেই বানানো হল নতুন অ্যাপ। যে অ্যাপটি আপনাকে রান্নার রেসিপি দিয়ে সাহায্য করবে। অসাধারন এই অ্যাপটি বানিয়েছে স্টারআপ কোম্পানি DevsBox।
অ্যাপটির বৈশিষ্ট্য-
১. অ্যাপটিতে রয়েছে কয়েকটি ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে রয়েছে মাছ, মাংস, ডাল, শাক সবজি, পানীয়, কাবাব, বিদেশি, স্যুপ সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অ্যাপটিতে।
২. ১৭০টিরও বেশি রেসিপি রয়েছে।
৩.অ্যাপটির ভার্সন 1.0।
৪.অ্যাপটি অ্যান্ড্রয়েড 4.0.3 থেকে শুরু করে এর উপরের ভার্সনগুলিতে ব্যবহারযোগ্য।
৫. অ্যাপটি ফ্রীতে ডাউনলোড করা যায়।
কিভাবে পাবেন অ্যাপটি-
অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করুন।অ্যাপটিতে গিয়ে ইন্সটলে ক্লিক করুন। অ্যাপটি ঠিকভাবে ইন্সটল হয়ে গেলে ব্যবহার করুন অসাধারন এই অ্যাপটি।
অ্যাপটি ডাউনলোড করুন ‘আমার রান্না’
তথ্য সংগ্রহঃ mobileblog24.com
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।