বিটিসিএল-BTCL ব্রডব্যান্ড ইন্টারনেট এর সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত টিউন

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।

গত বার আমি একটা টিউন লিখেছিলাম কিভাবে বিটিসিএল এর এডিএসএল সংযোগ বা ব্রডব্যান্ড সংযোগ আপনার বাসায় বা অফিসে নিবেন এই বিষয়ে। চাইলে টিউনটি আবার দেখে নিন

গতবার সেই টিউনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।তাই আজ আমি কথা বলব বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেট এর সুবিধা এবং অসুবিধা নিয়ে।

এই টিউন পূর্বে আমার ওয়েবসাইট এ প্রকাশিত হয়ে ছিল - দেখে নিন

বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেট কী ভাল? আমি কি আমার মনের মতন স্পীড পাব? বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে কি আউটসোর্সিং এর মতন গুরুত্ববহ কাজ করা যাবে?

বিটিসিএল ব্রডব্যান্ড  নিব কিনা:

আপনার এলাকায় দুই বা তার অধিক ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে যেমন: স্মাইল,হেল্পলাইন, ইত্যাদি ইত্যাদি এবং আপনার এলাকায় বিটিসিএল এর ব্রডব্যান্ড সার্ভিসও রয়েছে;তাহলে আমি বলব বিটিসিএল না নিয়ে অন্য কোন ISP নিন। (আপনার এলাকায় বিটিসিএল আছে কিনা দেখে নিন)

সুবিধা :

বিটিসিএল ব্রডব্যান্ড সম্পূর্নভাবে সরকারি ভাবে নিয়ন্ত্রিত।সরকার যদি এই দিকে বালো নজর দেয় তবে নিমিষেই বাংলাদেশের টপ ISP তে পরিনত করা সম্ভব।

অন্যান্য বেসরকারি ISP তে মসিক বিল ঠিকমতন না দিলে মাস শেষে সার্ভার থেকে অটোমেটিক লাইন অফ হয়ে যাবে।তবে বিটিসিএল এর ব্রডব্যান্ড এর ক্ষেত্রে আপনি ৩-৪ মাস ৫ মাস বিল না দিলেও আপনার লাইন এর কিছুই হবে না। যেহেতু বাংলাদেশে বহু আগে থেকেই টেলিফোন লাইন আছে,এবং দেশের এক ব্যাপক এলাকা জুড়ে তা ছড়িয়ে আছে; তাই বলা যায় দেশের অন্যান্য ISP যারা বাসা কিংবা অফিস এ তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়,তাদের চাইতে বিটিসিএল খুবই বড়।

আপনার যদি টেলিফোন সংযোগটি সচল থাকে তবে বিটিসিএল এর ইন্টারনেট সংযোগ নেয়া আপনার কাছে কোনো ব্যাপার ই না শুধু প্লাগ এন্ড প্লে এর ব্যাপার মাত্র।

অসুবিধা:

বিটিসিএল ব্রডব্যান্ড যখন ভালো তখন একদম ভালো দিনরাত ২৪ ঘন্টা সচল ইন্টারনেট,কোন লাইন ড্রপ নেই।সংযোগ নেয়ার পর টানা ১.৫-২ মাস আমার লাইন এর বলতে গেলে কোন সমস্যা হয় নি।

তবে যখন আপনার সমস্য। শুরু হবে তখন আর সমস্যার শেষ হবে না, এমনকি মিনিটে ২-৩ বার লাইনড্রপ এর ঘটনাও বিরল নয়।সমস্যার সমাধান চাইতে বিটিসিএল এর কর্মকর্তাদের সরনাপন্ন হলে একজন বলে টেলিফোন পোলের ভিতর পানি ঢোকার ফলে লাইন এর সমস্যা,আবার কেউ বলে কোনো জায়গায় তারের সমস্যা/তার ছিরে গেছে/চুরি হয়ে গেছে,আবার অনেকে বলে সার্ভার এর সমস্যা।  তই আদৌ যে আসল সমস্যাটি কি তা আমিও জানি না।

তবে কিছুদিন হল আমার লাইন ভালোই চলছে।

স্পীড এর কথা যদি বলি তবে কখনই কিন্তু প্যাকেজ এর নাম এর সাথে স্পীড কিন্তু কখনই মিল হবে না।তাই আমি গত টিউনএই বলেছিলাম ১ এমবিপিএস প্যাকেজ নিলে মোটামোটি ইন্টারনেট চালানোর মতন একটি স্পীড পাওয়া যাবে।

বিটিসিএল কাস্টমার সাপোর্ট সার্ভিস নেই বললেই চলে।কোন এক বৃহস্পতিবার সারাদিন লাইন ড্রপ এর সমস্যা ছিলো তাই ফোন  দেয়া হল অফিসে; উত্তরে বলা হল রবিবার অফিস খোলা হলে তারপর সমস্যা দেখা হবে।

যারা আউটসোর্সিং করেন তারা বিটিসিএল এর বিকল্পই খোজ করুন।আর যদি আপনি এমনি দৈনিক ব্যবহার র জন্য, বিনোদন এর জন্য ইন্টারনেট চান তবে বিটিসিএলই আপনার চলে যাবে।

পরিশেষে:

হয়ত এখন বুঝতে পারছেন কেন টিউন এর শুরুতে বিটিসিএল ব্রডব্যান্ড এর বিকল্প ব্যবহার এর কতা বলেছিলাম।তবে যদি একান্ত বিকল্প না থাকে, যেমন : আমি যে এলাকায় থাকি সেখানে বিটিসিএল ছাড়া অন্য কোন ISP নেই সেই ক্ষেত্রে  বিটিসিএল নিতে পারেন; আমি ব্যবহার করছি।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks, bro for this info.