ম্যাক (Mac) না উইন্ডোজ (Windows) আসল পার্থক্য কী? জেনে নিন আপনার আসলে কোনটি দরকার? বিস্তারিত টিউন

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালো।

সূচনা:

আজ আমরা কথা বলব ম্যাক ও উইন্ডোজ নিয়ে।কম্পিউটার বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের জন্য কোনটি ভালো হবো ম্যাক না উইন্ডোজ? আসলে আমাদের দৈনিক ব্যবহার ও চাহিদা মেটানোর জন্য কোনটা ভালো হবে,ম্যাক না উইন্ডোজ?  ইত্যাদি প্রশ্নের সমাধান নিয়ে আজকের টিউন।

চলুন শুরু করা যাক:

দাম:

প্রথমে দামের কথা চিন্তা করলে উইন্ডোজ খুবই সাশ্রয়ী আর ম্যাক এক্সপেনসিভ।উইন্ডোজ আমরা ১৫ হাজার থেকে তিন লাখ আমাদের পছন্দ মতন বাজেট কিনতে পারব, সুতরাং যাদের বাজেট কম তাদের জন্যও ভালো কিছু রয়েছে আর যাদের বেশি তাদের জন্য আরো ভালো কিছু রয়েছে।এখানে সম শ্রেনীর মানুষ তাদের মতন করে কাস্টম পিসি বানিয়ে নিতে পারে।

আবার ম্যাক এর দাম শুরু হয় ৬০-৭০ হাজার থেকে ২ লাখ পর্যন্ত। মানে সাধারনদের কেনার ক্ষমতার বাইরে।ম্যক মানে প্রিমিয়াম একটি ডিভাইস তবে উইন্ডোজ মতন এখানে কাস্টমাইজেশন এর সুযোগ ৭০% কম।

ভ্যারাইটি:

ভ্যারাইটির দিক থেকে আমরা উইন্ডোজকে আগে পাই কেননা বাজারে শতাধিক এর ওপর মডেল এর কম্পিউটার পিসি বা ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি রয়েছে। অন্যদিকে ম্যাক এর রয়েছে মাত্র কয়েকটি মডেল।

স্ট্যাবিলিটি:

সফটওয়্যার স্ট্যাবিলিটি এর দিক দিয়ে ম্যাক অনেক এগিয়ে কেননা অ্যাপেল খুবই সুন্দর ভাবে হার্ডওয়্যার ও সফটওয়্যার নিজেরাই তৈরি করে দারুন ভাবে প্রতিটি ম্যাক তৈরি করেছে।তাই সফটওয়্যার ক্র্যাশ এর তো প্রশ্নই ওঠে না,বরং ব্যবহার কারীরা পায় এক অসাধারন স্মুথ এক্সপেরিয়েন্স।আর ঘন্টার পর ঘন্টা এটি চলালেও উইন্ডোজ এর তুলনায় এর পারফর্মেন্স থাকে অনেক ভালো।

অন্যদিকে উইন্ডোজ এর সফটওয়্যার স্ট্যাবিলিটি ম্যাক এর মতন অত উন্নত হয় না।এখানে সফটওয়্যার বা অপারেটিংসিস্টেম তৈরি করে মাইক্রোসফট আর তা ব্যবহার করে ডেল,লিনোভো সহ আরও অনেক কোম্পানি আর এক এক জনের হার্ডওয়্যার হয় একেক রকম,তাই হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্বিনেশন ১০০% পারফেক্ট হয় না।

ইউসেজ/ব্যবহার:

আমরা যদি গেমিং এর জন্য কিনি তবে চোখ বন্ধ করে আমাদের উইন্ডোজ এর যেকোন ডিভাইস পিসি বা ল্যাপটপ ক্রয় করা উচিত।কেননা গেমিং এর জন্য ম্যাক একেবারেই বাজে, ম্যাকে হাইএন্ড কোন গেমই ঠিকমত খেলা যাবে না। গেমিং এর জন্য  ম্যাক তৈরি নয়, ম্যাক এর আসল কাজ হল বিভিন্ন অফিস - মিডিয়া সম্পর্কিত কাজ এবং ওয়েব বা অ্যাপলিকেশন ডেভোলপমেন্ট ইত্যাদি। ব্লগার, ইউটিউবার,অ্যাপ ডেভলপার দের কাছে ম্যাক সবচেয়ে বেশি জনপ্রিয়।

আমরা যদি মিডিয়া ইন্ডাস্ট্রির দিকে তাকাই তবে দেখতে পাব সেখানে ম্যাক এর সংখ্যাই বেশি, সেখানে উইন্ডোজ নেই বললেই চলে। ম্যাক দিয়ে অডিও ভিডিও রেন্ডারিং, হাই এন্ড গ্রাফিক্স এর কাজ স্মুথলি অতি নিখুত ভাবে করা যায়।যারা আউটসোর্সিং এবং গ্রাফিক্স এর কাজ করেন তাদের জন্য ম্যাক সেরা হতে পারে।

আমরা যদি চিন্তা করি ম্যাক এর তুলনায় উইন্ডোজ এর সফটওয়্যার বাজারে বেশি তবে একথাটি ভুল কেননা বিশ্বের বড় বড় ডেভলপার যেমন : এডোবি, মাইক্রোসফট অফিস এরা যা তৈরি করে তা ম্যাক ও উইন্ডোজ দুটির জন্যই তৈরি করে,তাই ভালো ভালো সব সফটওয়্যারই ম্যাক ও উইন্ডোজ দুটির জন্যই আছে।

গুগল এর নতুন স্মার্টফোন 'গুগল পিক্সেল' সম্পর্কে জানুন

উপসংহার:

হয়ত এই থেকে ম্যাক ও উইন্ডোজ এর পার্থক্য আমরা বুঝতে করতে পেরেছি।সুতরাং কোনটা আমাদের কন্য কোনটি ভালো এ বিষয়েও হয়ত অবহত।আশা করি টিউনটি সবার ভালো লেগেছে।

আরও দারুন দারুন টিউন পেতে আমার ওয়েবসাইট এ সবার আমন্ত্রন রইল।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস