কেমন আছেন সবাই।আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলব এর নাম হল Broadband Over Power Line বা BPL নিয়ে।আাশা করি টিউনটি সকলের ভালো লাগবে।
পূর্বে আমার ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত হয়েছিল।
বর্তমান সময়ে আমাদের অন্যতম লক্ষ্য হল ডিজিটাল বাংলাদেশ।আর ডিজিটাল বাংলাদেশ কল্পনা করার ক্ষেত্রে যে জিনিসটি প্রথমে মাথায় আসে তা হল ইন্টারনেট।বর্তমান সময়ে আমাদের কাছে ইন্টারনেট একটি মৌলিক চাহিদার মতন হয়ে গেছে।এখন দেশের উন্নয়নের জন্য এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। দেশে সব অঞ্চলে ইন্টারনেট পৌছানোর মাধ্যমে শিক্ষা থেকে চিকিৎসা সকল কিছু সহজ ভাবে পৌছানো যাবে।
তবে এমতাবস্থায় দেশের সকল প্রান্তে টাওয়ার ব্রডব্যান্ড কেবল ইত্যাদি পৌছানো সম্ভব নয় আর এটি অনেক সময়সাপেক্ষ এবং ব্যয়বহুলও বটে।
এমনসময় এক নতুন সম্ভাবনা হয়ে দাড়াতে পারে BPL- Broadband Over Power Line অর্থাত বৈদ্যুতিক তারের মাধ্যমে কারেন্ট এর পাশাপাশি ইন্টারনেট পাঠানোর মাধ্যমে যেকোন স্হানে বিদ্যুৎ এর মতন করে ইন্টারনেট পাঠানো যাবে। আর বর্তমানে দেশের ৮০% অঞ্চলে বিদ্যুৎ রয়েছে,তাই বিদ্যুৎ এর পাশাপাশি এই ইন্টারনেট পাঠানোর মাধ্যমে অত্যান্ত কম টাকায় সহজভাবে যেকেউ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবে।আর এতে করে মানুষের টাকা সাশ্রয় হবে আর ইন্টারনেট এর জন্য বর্তমান সময়ের মতন মোটা অংকের অর্থ অপচয় করতে হবে না।
এই প্রযুক্তিতে একই তারে কারেন্ট এবং ইন্টারনেট পরিবাহিত হবে,একদম টেলিফোন তারের মতন,যেখানে টেলিফোন এর লাইন এবং ইন্টারনেট পরিবাহিত হয় একই তারে।
এই প্রযুক্তির ফলে প্রত্যন্ত গ্রামেও ভালো স্পীড এর ইন্টারনেট কম দামে পাঠানো সম্ভব হবে।সরকার এর এখান থেকো যেমন রাজস্ব আয় বহুগুন বাড়বে।তার থেকে দ্রুত গতিতে বাড়বে দেশের উন্নতি।
তাই সরকার এর এ প্রযুক্তির বিষয়ে একটু মনোযোগ দিয়ে যদি এরকম প্রযুক্তি বাস্তবায়ন করা যায় তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ আরও একধাপ বেশি সুগম হয়ে যাবে।
আর এই ব্যাপারে সরকার এর ভূমিকাই মূখ্য।তাদের এই খাতকে আরও সমৃদ্ধ করতে হবে,আর আমদের কাছে মোট ২০০ GBPS এর অধিক ব্যান্ডউইথ ইন্টারনেট রয়েছে,আমরা জানি আমরা ঠিকমতনভাবে এর ৫০% ও ব্যবহার করতে পারছি না অপচয় হয়ে যাচ্ছে।
তাই এই ২০০ জিবিপিএস এর অধিক ব্যান্ডউইথ নতুন সম্ভাবনায় ব্যবহার করলে দেশ ও জাতির উন্নতি নিশ্চিত।
এরকম আরও টিউন পড়ার জন্য আমার ওয়েবসাইটে সকলের আমন্ত্রণ রইল।
ফেসবুকে নতুন ভিডিও ভাইরাস সম্পর্কে জানুন
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
এটা কি সরকারের মনোভাব না আপনার,,,, করলে তো ভালোই হবে।।