কেমন আছেন সবাই? আাশা করি ভালো octacores.com এর পক্ষ থেকে আমি তৌহিদুর রহমান সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
কিছুদিন আগের একটা টিউন ছিল কুয়ালকম না মিডিয়াটেক কোন প্রোসেসর ভালো, আজ ঠিক এমনি একটা টিউন আর আজ আলোচনা করা হবে কম্পিউটার পিসি বা ল্যাপটপ এর ক্ষেত্রে ইন্টেল ভালো না এএমডি ভালো?চলুন তাহলে শুরু করা যাক…
আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার কেনার পথে যাই তখন হয়ত বুঝে উঠতে পারি না, ইন্টেল ভালো হবে না এএমডি ভালো হবে,কম বেশি সবাই এই দন্দে পরে যাই।
আমরা যদি দাম ১ থেকে ১০ কল্পনা করি, তাহলে ইন্টেল ৪ থেকে শুরু হয়ে ১০ এ শেষ হয়,আর এএমডি ২ থেকে শুরু হয়ে ৮ এ শেষ হয়।সুতরাং ইন্টেল এর তুলনায় এএমডি এর দাম কম।
ইন্টেল এবং এএমডি দুটি কোম্পানি তাদের নিজ নিজ দিক দিয়ে বেশ প্রতিষ্টিত তাই কোম্পানি এর তুলনা করে লাভ নাই।
এএমডি প্রোসেসর এর একটা গুন হল তাদের প্রোসেসর গেমিং এর জন্য বিশেষভাবে অপটিমাইজ করা,তাই অনেক সময় এএমডি এর ভালো মানের প্রোসসর ব্যবহার করলে গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন পরে না, ঠিক অপর দিকে ইন্টেল এর তুলনায় এএমডি এর পাওয়ার ওপটিমাইজেশন একদম খারাপ।মানে ইন্টেল প্রোসেসর যুক্ত ল্যাপটপ এ যে ব্যাকআপ তার তুলনায় এএমডি ৫০% কম ব্যাকআপ দিবে,সুতরাং বোঝাই যাচ্ছে কি অবস্হা!
তবে বাজেট যদি ২৫-২৬ হাজার হয় হয় সে তুলনায় এএমডি ইন্টেল এর তুলনায় ভালো পারফর্মেন্স দেয়,তবে কিছু ডিসএডভান্টেজ থেকেই যায় পাওয়ার,মাল্টিটাস্কিং ইত্যাদি।
আবার অন্যদিকে ইন্টেল এর চিপ বেশ উন্নতভাবে অপটিমাইজ করা আর তাই এর দাম সচরাচর একটু বেশি।ইন্টেল এর প্রোসেসর হল সার্বজনীন কাজের জন্য এটা দিয়ে প্রায় সকল ধরবের কাজই ভালোভাবে করা যায়।একটু মানসম্মত ইন্টেল কোর আই থ্রী এর দাম হল ৮-১০ হাজার টাকা।ইন্টেল এর পাওয়ার ব্যাকআপ এএমডি এর তুলনায় যথেষ্ঠ ভালো।
বর্তমান সময়কার অ্যাপলিকেশন ডেভেলপাররা ইন্টেল কে বেশি প্রাধান্য দেয় এএমডি এর তুলনায়,আর সে কারনে বেশির ভাগ পিসি অ্যাপলিকেশন এএমডি এর ডুনায় বেশি ইন্টেল কম্প্যাটিবিলিটির হয়।
আর কথা বলে লাভ নেই তাই আসল কথা হল:
আশা করি ভবিষ্যতে আরও সুন্দর টিউন উপহার দিতে পারব।আল্লাহ হাফেজ
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
ধন্যবাদ, তবে এটা টিউন না বলে স্প্যাম বলাটাই বেশী যুক্তিযুক্ত।