২০২১ এ রাস্তায় “সেলফ ড্রাইভিং” কার নামাচ্ছে ফোর্ড

২০২১ সালে সম্পূর্ণ অটোনমাস স্টিয়ারিং হুইলবিহীন সেলফ ড্রাইভিং কার রাস্তায় নামাতে যাচ্ছে পৃথিবীর অন্যতম বিখ্যাত অটোমোবাইল কোম্পানি ফোর্ড। ফোর্ডের প্রেসিডেন্ট মার্ক ফিল্ডস কয়েকদিন আগে পালো আল্টো, ক্যালিফোর্নিয়ার এক প্রোগ্রামে এই ঘোষনা দেন। তারা জানিয়েছেন যে, তাদের এই অটনমাস সেলফ ড্রাইভিং কার অনেকটা উবারের মত রাইড শেয়ারিং সার্ভিস দিতে যাচ্ছে। শুধু পার্থক্য হল যে এইবার তারা এই সার্ভিস দিতে যাচ্ছে কোন হিউম্যান ড্রাইভার ছাড়াই। বিবিসিকে দেয়া এক বিবৃতি অনুযায়ী, তাদের এই সার্ভিসে শহরের সেন্টারে বিশ থেকে ত্রিশ মাইল প্রতি ঘন্টায় কাস্টমারদেরকে রাইডিং সার্ভিস দিতে পারবে তাদের এই সেলফ ড্রাইভিং কার।

গত কয়েক বছর ধরেই ফোর্ড নিজেদেরকে একটা সিম্পল কার মেকিং কোম্পানির বদলে একটা টেক কোম্পানি হিসেবে দাবী করে আসছিল। কিন্তু গত মঙ্গলবারে এসে তারা সত্যিকার অর্থেই নিজেদের দাবির স্বার্থকতা প্রমাণের দিকে একটা বড় পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন টেকবোদ্ধারা। রিসেন্টলি তারা চাইনিজ ফার্ম বাইদুর সাথে ১৫০মিলিয়ন ডলারের (১১৫ মিলিয়ন ইউরোর) একটা চুক্তি সম্পন্ন করেছে বলে  জানা গেছে। এছাড়া, সিভিল ম্যাপস নামে একটা ডিজিটাল ম্যাপিং কোম্পানির সঙ্গেও ৬.৬ মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন  করেছে ফোর্ড। আর এরপর এমন একটা ঘোষনা তাদের পক্ষ থেকে গত মঙ্গলবারে। তো এই ঘটনাকে টেক বিশ্বে নতুন আরেক টেক জায়ান্টের পদার্পন হিসেবে দেখা যেতেই পারে।

যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশা আল্লাহ এই আশা করি।  এর পর আর গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন নাই এই টিউনে। আল্লাহ হাফেজ।

Level 0

আমি ডার্ক নাইট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস