সময়ঃ বিকাল ০৩টা ২৩ মিনিট।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে তৈরি Martian Oasis এর অবস্থান ছিল সর্বপ্রথম। আমি টিউনটি করার আগে Screenshot নিয়ে রেখেছিলাম।
এখন সময় ৩ টা ৩৪ মিনিট। দেখুন বাংলাদেশি App টির অবস্থান।
প্রথম Screenshot টিই বলে দেয়, আমরা চাইলেই বাংলাদেশের এই App টিকে আবার প্রথম অবস্থানে আনতে পারি।
আমাদের এই ছোট্ট ভোট যদি আমাদের দেশকে উপরে নিতে সাহায্য করতে পারে তাহলে কেন আমরা পারব না।
"যে সব কাজ করলে দেশের ভাল হবে, দেশের মানুষের সুনাম হবে, আমার মনে হয় এসব দেশপ্রেমের অন্তর্ভুক্ত।
আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম। এর জন্য ক্ষমা চাচ্ছি।
আসুন, অসীম কুমার পাল ভাইয়ের টিউন ---
বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দারপ্রান্তে। আসেন আমরা সবাই এই অর্জনে অবদান রাখি, বিজয়ের মুহূর্তকে উপভোগ করি
এর সাহায্য নিয়ে সবাই বাংলাদেশের App টিকে ভোট দিয়ে জয় করি আর পুরো World কে বলি বাংলাদেশও কোন অংশে কম না।
আমরা পারি এবং আমরা পারব।
আমরা করি এবং আমরা আরও করে দেখাব।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যা ভোট দেওয়ার আজই দিতে হবে, কারণ আজই শেষ দিন।
এখন ৪ টা ১৬ মিনিট বাজে। এই মুহূর্তের অবস্থানটি নিচে আরেকটা Screenshot এ দিলাম --
আমার মনে হয় -- এখন থেকে মিনিমাম ১০০০ ভোট সম্পন্ন হলে Marstan Oasis জিতে যাবে।
ফেসবুকে আমি । কোন টিউমেন্ট থাকলে Massage এ জানাতে পারেন।
আমি আজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai blank page show kore aj 5 days vote dite parteci na