বাংলাদেশকে বিজয়ী করতে প্রয়োজন আপনার ভোট। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম কি একবার সাড়া দেবে ? এসো সবাই মিলে বিজয়ী করি বাংলাদেশকে। বিশ্বকে জানিয়ে দেই আমরাই চ্যাম্পিয়ন

আমরা সবাই আছি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এ।মার্সিয়ান ওয়েসিস জিতলেই জিতে যাবে বাংলাদেশ।

বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ আয়োজন করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ন্যশনাল রাউন্ড শেষে এরই মধ্যে সেমিফাইনালে শীর্ষ ২৫ টি দলের মধ্যে যায়গা করে নিয়েছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। বাংলাদেশের সেমিফাইনালে উঠে আসা গর্বের বিষয়। আমরা ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করতে পারি। আগামি ৬ দিনে প্রতিদিন একটি করে ভোট দেয়া যাবে।

ভোট দেয়ার পদ্ধতিঃ
https://2016.spaceappschallenge.org/ লিংকটিতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

তাহলে একাউন্ট করা হয়ে যাবে।

https://2016.spaceappschallenge.org/vote এই লিঙ্কে গিয়ে লগইন করে নিতে হবে।

লগইন করার পর এমন দেখাবে।

 

এখন MartianOasis কে ভোট দেয়া যাবে। একটু স্ক্রল করে নিচে যেতে হবে। তারপর MartianOasis  খুজে বের করে Vote Now বাটনে ক্লিক করলেই ভোট দেয়া হয়ে যাবে।

ভোট দেয়া হয়ে গেলে রাত 12:00 পর্যন্ত দেখাবে

পরের দিন আবার ভোট দিতে পারবেন
বিঃদ্রঃ একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটি করে ভোট দেয়া যাবে। এভাবে আগামী ৬ দিনে প্রত্যেকে আরো ৬টি ভোট দিতে পারবেন।

 

 

‘মার্সিয়ান ওয়েসিস’ প্রজেক্টের জন্য শুভকামনা রইলো। আমরা ভোট দিলেই প্রকল্পটি বিজয়ী হতে পারবে বাংলাদেশ। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করা।


কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।

আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাদের সকলের মিলিত চেষ্টায় দেখিয়ে দিতে চাই আমরাও পারি | বাংলাদেশকে সবার সামনে তুলে ধরার সুযোগ কেও মিস করবেন না আসা করি | ধন্যবাদ অসীম ভাই …….