অনেকেই আছে কোন প্রকার পরিকল্পনা ছাড়া শুধু মাত্র ঝোকের বসে ই-কমার্স ব্যবসায় নেমে পড়ছেন, এতে যেমন তারা সফলতার মুখ না দেখে হতাশায় পরে যাচ্ছেন তেমনি যারা ইতিমধ্যে স্বচ্ছ উপায়ে এই সেক্টরে ব্যবসা করছেন তারাও অসুস্থ প্রতিযোগীতার মধ্যে পরছেন। ই-কমার্স ব্যবসায় নামার পুর্বে সঠিক ভাবে জানতে হবে আসলে ই-কমার্স কি, ব্যবসা সম্পর্কে সঠিক গাইডলাইন, ই-কমার্স নিয়ে সচেতনতা ইত্যাদি।
বিশ্বব্যাপি এখন ই-কমার্স ব্যাবসা উদ্যোক্তারা ভাল সফলতা, আপনিও হতে পারেন একজন সফল ই-কমার্স উদ্যোক্তা। ই-কমার্স কি? ই-কমার্স ব্যবসায় নামার আগে কি কি মাথায় রাখা উচিৎ। আন্তর্জাতিক বাজারে এবং বাংলাদেশে ই-কমার্স। সবশেষে আলোচনা করব ই-কমার্সের ইতিহাস।
ই-কমার্স একটা আদর্শ ব্যবসা অথবা একটা বৃহত্তর আদর্শ ব্যবসার অংশ, যেটা যে ভাবে ইন্টারনেটে কাজ হয় ঠিক সে ভাবেই ইকেলট্রিনিক নেটওয়ার্কের মাধ্যমে একক বা দলগত ব্যবসা পরিচালনা করে। বাজারের প্রধান ৪ টা অংশই পরিচালনা করে ইলেকট্রনিক কমার্স ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে ক্রেতা, ক্রেতা থেকে ক্রেতা, এবং ক্রেতা থেকে ব্যবসা। ক্যাটালগ থেকে মেইলে অর্ডারের মাধ্যমে কোন কিছু বেশ আধুনিকতম উপয় বা পন্থা বলে বিবেচনা করা যেতে পারে। বেশীরভাগ পণ্য বা সেবা ই কমার্সের মাধ্যমে দেয়া যেতে পারে।
প্রথমত, ই-কমার্স ব্যবসা নামার আগে ঠিক করে নিতে হবে কোন পণ্যটি বেচতে হবে৷ পণ্য নির্বাচন সময় দেখে নিতে হবে অনলাইন যারা কেনাকাটা করেন তাদের কাছে সেটির আদৌ চাহিদা রয়েছে কিনা৷
দ্বিতীয়ত, পণ্যটির দাম নির্ধারণ৷ এখন বাজার ধরতে কতটা ছাড় দেওয়া সম্ভব সেই হিসাবটা আগে কষে নিতে ৷ অনেক সময় প্রতিযোগীদের কাছ থেকে বাজার ছিনিয়ে নিতে বড় রকমের ডিসকাউন্ট দিয়ে চায় ৷
তৃতীয়ত, নজর দিতে হবে অর্ডার অনুসারে পণ্য যেন ঠিক মতো ক্রেতার কাছে তা পৌছে দেওয়া যায় অর্থাৎ ডেলিহারি সিস্টেম ভাল রাখা জরুরি৷ তা না হলে গ্রাহকদের মধ্যে এই সংস্থার প্রতি ক্ষোভ জমবে৷
চতুর্থত, পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে ৷ অর্থাৎ সেই পণ্যের গুণগত মানের দিকে সবচেয়ে নজর দিতে হবে।
পঞ্চমত এবং সর্বপরি নজর দিতে হবে নিজস্ব ওয়েবসাইটটির দিকে৷ এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অনেক বেশি ট্রাফিক হলেও তা যেন ঠিক থাকে৷ অনেক সময় দেখা যায় কোনো একটি স্কিম ঘোষণার পর এত বেশি আগ্রহী মানুষ তাতে ঢুকতে চায় যে অনেক সময় সাইট বসে যেতে দেখা যায়৷ তা হলে কিন্তু গ্রাহকরা হতাশ হয়ে পড়বেন৷ (তথ্য সংগ্রহঃ ই-কমার্স ব্যবসায় নামার আগে আরও কয়েকটি বিসয় মাথায় রাখতে হবে)
বর্তমান বিশ্বের তরুণদের অন্যতম বড় অনুপ্রেরনা এবং নতুন উদ্যক্তাদের আইডল জ্যাক মা। ১৯৯৯ সালে অনলাইন স্টোর আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা ছিলেন একজন সামান্য ইংরেজির শিক্ষক। ১৯৯৫ সালে প্রথম আমেরিকায় এসে প্রথম ইন্টারনেটের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই আলিবাবার উত্থান যা আমাজনের দ্বিগুণ পরিমাণ মার্চেন্ডাইজ করে। এর মূল্য ২০.২ বিলিয়ন ডলার ব্যবসা করেন তিনি। (তথ্য সংগ্রহঃ তরুণের অনুপ্রেরনা এবং নতুন উদ্যক্তাদের আইডল জ্যাক মা)
জানি অনেকেই ভাবছেন যে ই-কমার্স বাংলাদেশে সম্ভব নয় চিন কিংবা অ্যামেরিকাতেই সম্ভব। কিন্তু আপনি জানলে হয়ত অবাক হবেন যে বিশ্বসেরা দশ নতুন উদ্যোগের তালিকায় জায়াগা করে নিয়েছে অনলাইন ভিত্তিক দেশের জনপ্রিয় গ্রোসারি শপ বা ই-কমার্স ওয়েবসাইট চালডাল ডটকম (chaldal.com)। তালিকায় এই সাইট নবম স্থানে রয়েছে। সারা পৃথিবীতে সেরা পাঁচ শতাধিক নতুন উদ্যোগের মধ্যে সেরা দশ নির্বাচন করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। আশা করি এর চেয়ে বড় উদাহরনের প্রয়োজন হবে না।
শুধু তাই নয় সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্র্ভিসেস (বেসিস)-এর অনুরোধে ই-কমার্স এর ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। ই-কমার্স উদ্যোক্তাদের এ ব্যবসায় এগিয়ে আসার এবং জনসাধারণকে অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতেই বর্তমান সরকারের এই উদ্যোগ।
ইকমার্স এর ইতিহাস গুলো উইকিপেডিয়া এবং ইকমার্স এর ইতিহাস এবং বাংলাদেশে ইকমার্স আর্টিকাল থেকে সংগ্রহীত।
আশা করি "ই-কমার্স ব্যাবসায় তরুণদের সফলতা, আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা" আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। ই-কমার্স সম্পর্কিত যেকোন তথ্য কিংবা আর্টিকেলটি সম্পর্কে যেকোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না। সব শেষে বলব সকল ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.
আপনার E-Commerce ওয়েবসাইট কে আরও দ্রুত-গতি সম্পন্ন করার জন্য নেটকন ওয়েবহোস্টিং এর E-Commerce অপটিমাইজড , 20x Faster Pure SSD হোস্টিং ব্যবহার করতে পারেন . আমাদের নেটকন হোস্টিং এ আপনারা ই-কমাস এর সকল CMS অটো সেটআপ করার সুবিধা পাবেন । আর সাথে থাকছে নেটকন এর সুপার ফ্রেন্ডলি ও ডেডিকেটেড ২৪/৭ লাইভ সাপোর্ট ।
Business Hosting – https://netcone.com/business-hosting.php
মোবাইল – 019 2020 5237
স্কাইপ – NetConeHost
লাইভ চ্যাট – 24/7