Motorola নামে আর মোবাইল বানানো হবে না!

সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।

সম্প্রতি জানা গেলো বিলুপ্ত হয়ে যাচ্ছে মোবাইল বিশ্বের জনপ্রিয় একটি নাম, "মটোরোলা"

আর এ বছরের কনজ্যুমার ইলেক্ট্রনিক শো’তেই তার আঁচ পাওয়া গেল। ২০১৪ সালে গুগলের কাছ থেকে কিনে নেওয়া বিশ্বখ্যাত মটোরোলা ব্রান্ডকে মুছে দিতে চলেছে তারই স্বত্বাধিকারী প্রতিষ্টান লেনোভো।

lenovo

আপনারা জানেন কি??? মটোরোলাই মোবাইল ফোন নির্মাণকারী প্রথম প্রতিষ্ঠান।

আর গত এক দশক ধরে মোবাইল ফোন বাজারেও আধিপত্য বিস্তার করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু সময়ের সাথে সাথে স্মার্টফোনে নতুনত্ব আনতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১২ সালে গুগল স্মার্টফোনটি কিনে নেয়। আর তার ২ বছর পরেই লেনোভোর কাছে মটোরোলা বিক্রি করে দেয় GOOGLE.

লেনোভোর মটোরোলা ব্র্যান্ড না রাখার সিদ্ধান্তটি প্রথম জানায় সংবাদমাধ্যম CNET কর্তৃপক্ষ। মটোরোলার এক মুখপাত্র বৃহস্পতিবার সংবাদমাধ্যমটিকে জানান, প্রতিষ্ঠানটি এখনও এর ফোন ডিভিশনের জন্য ‘মটোরোলা মোবিলিটি’ নামটি ব্যবহার করবে।

তবে ধীরে ধীরে এটি ফোন এবং পরিধেয় ডিভাইসগুলোকে ‘MOTO’ এবং ‘ভাইব’ এই দুই নামে BRANDING করবে।

প্রতিবেদনে পরবর্তীতে বলা হয়, ভবিষ্যতে লেনোভোর ডিভাইসগুলোতে নীল লেনোভো লোগোর সাথে মটোরোলার এম লোগো দেখবে বিশ্ববাসী।

লেনোভোর আরেক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে,

"মটোরোলা নামটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে না। এটি লেনোভোর অধীনে একটি ডিভিশন হিসেবে থাকবে।"

দেখা যাক, সামনে কি হয়!!!

টিউনটির প্রথম প্রকাশ এ সাইটে, দেখতে ক্লিক করুন এখানে

আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।

Courtesy: CNET

Level 0

আমি ফয়সাল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেক জগতটাকে ভালোবাসি, ভালোবাসি টেকটিউন্সকে। অনেক কিছুই শিখিয়েছে এটি আমাদের। চেষ্টা করছি কিছু দেবার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাচা কইতাছেন তো?

আমার জীবনের প্রথম ফোন ছিল মটোরোলা এল ৭

    জীবনের প্রথম জিনিসটার গুরুত্বতাই অন্যরকম সুমন ভাই।