পিসি হেল্পলাইন বিডি কি বন্ধ হয়ে গেল নাকি ? যদি বন্ধ থাকে তবে অবিলম্বে চালু হোক ! (সকল প্রযুক্তিবিদ ভাইদের মতামত আশা করছি)।

সবাই কেমন আছেন,আশা করি ভালই আছন ? কিন্তু আমি ভাল নাই, কারন আমার প্রিয় ব্লগটা ২ মাস যাবৎ বন্ধ রয়েছে।

২০১১ সালের কথা, জীবনে প্রথম প্রযুক্তি সাইট পিসি হেল্পলাইন বিডির ব্লগের সাথে যুক্ত হই,তখন পিসি হেল্পলাইন বিডির ছিল ভাল ভাল লেখক,তারা সবাই নিয়মত টিউন করত তাই তখন ভিজিটর ও ছিল প্রচুর। কিন্তু কর্ম ব্যাস্ততার মাঝে তারা হারিয়ে গেছে।সেই সাথে ভাল টিউনের অভাবে আস্তে আস্তে ভিজিটর কমতে থাকে ! সেই সাথে সাথে পিসি হেল্পলাইন বিডির ব্লগের অবনতি হওয়া শুরু হয়।গত ২ মাস যাবৎ পিসি হেল্পলাইন বিডি বন্ধ রয়েছে !কিন্তু কি কারনে বন্ধ রয়েছে ?তা কোন ব্লগে পাইনাই ?আমার মনে হয়,হয়ত ভিজিটর কমে যাওয়ার সার্ভারের খরচ চালাতে ব্যার্থ হয়েছে এডমিন। সেই জন্য হয়ত বন্ধ রয়েছে এক সময়ের জনপ্রিয় ব্লগ পিসি হেল্পলাইন বিডি। আমি চাই অবিলম্বে এই ব্লগ আবার পুনরায় চালু করা হোক। সকলের সহযোগিতা পেলে হয়ত ব্লগটা আবার পুনরায় চালু সম্ভব।

আমার জীবনের প্রথম সাইট ছিল পিসি হেল্পলাইন বিডি। তারপর টেকটিউনস, টিউনারপেজ এর যুক্ত হই,এই সব গুলো সাইট থেকে অনেক কিছু শিখেছি,তাই এই ওয়েবসাইট এর অবদান কম নয়। তাই টেকটিউনস, টিউনারপেজের পাশাপাশি এই (pchelplinebd.com) ওয়েবসাইট চালু থাকার দরকার। এই সবগুলো প্রযুক্তি সাইট আমাদের অনেক দূর এগিয়ে নিয়েছে। পিসি হেল্পলাইন বিডিতে অনেক দরকারি টিউন রয়েছে,যা গুগলে সার্চ দিলে পাওয়া যেত। কিন্তু এখন গুগলে সার্চ দেখা গেলেও টিউন গুলো আর দেখা যাচ্ছেনা ওয়েবসাইট বন্ধ থাকার কারনে।

তাই টেকটিউনসের মাধ্যমে বলতে চাই অবিলম্বে আমাদের প্রিয় ব্লগকে আবার চালু করা হোক।আমি চাই পিসি হেল্পলাইন বিডির এডমিন এই টিউনটি দেখুক। আপনাদের সকলের সহযোগিতা পেলে হয়ত ব্লগটা আবার পুনরায় চালু সম্ভব।

পরিশেষে বলতে চাই, পিসি হেল্পলাইন বিডি আর বন্ধ দেখতে চাইনা, তাই এই টিউনটা করা। ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন। টিউনটা পড়ার জন্য ধন্যবাদ।

Level 2

আমি Abdulla Al Jobaer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অামিও অাপনার সাথে একমত। Pchelplinebd ফিরে অাসুক এই প্র‍তাশাই করি।

    আপনাকে ধন্যবাদ সহমত পোষণ করার জন্য ।

অাপনাকেও ধন্যবাদ। এই রকম একটি টিউন করার জন্য।

    আপনাদের অনুপ্রেরনা পেলে আর ভাল টিউন করার চেষ্টা করব । 🙂

হ্যা পিসি হেল্প লাইনও একটি জনপ্রিয় ব্লগ ছিল। বাঘা বাঘা সব লেখক ছিল এখানে। আমি নিজেও অনেক কিছু শিখেছি এখান হতে। কিন্তু সাইটের যে কি হল? আবারো সাইটটি পূর্বের মত দেখতে চাই। নতুবা সাইটটি উপযুক্ত ব্যক্তির কাছে বিক্রয় করে দিলে ভাল হয়।

    হুম ঠিক বলেছেন ,যদি সাইটটি না চালাতে পারে , তাইলে অন্য কোন ব্যাক্তির কাছে বিক্রি করতে পারত।

হ্যা পিসি হেল্প লাইনবিডি মনে হয় বন্ধ হয়ে গেল।

    আপনাকে ধন্যবাদ সহমত পোষণ করার জন্য ।

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।

আমার দেখা সর্বপ্রথম বাংলা ব্লগ পিসি হেল্পলাইন বিডি । যদি ভিজিটর কমের কারনে সাইটটি বন্ধ হয় তবে আমার মতে এর মুল কারণ সাইটের থিম । অবশেষে বলতে চাই, পিসি হেল্পলাইন বিডি আবার ফিরে আসুক আগের মতো জাঁকজমক ভাবে । ধন্যবাদ টিউনটি করার জন্য ।

    আপনাকেও ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য ।

আমিও চাই পিসি হেল্পলাইন বিডি ফিরে আসুক

    আপনাকে ধন্যবাদ সহমত পোষণ করার জন্য ।

Level 2

পিসি হেল্পলাইন বিডির মাধ্যমেই টেকটিউন এর সাথে পরিচিত হই, এটা পুনরায় চালু করার আহব্বান জানচ্ছি।

    আপনাকে ধন্যবাদ সহমত পোষণ করার জন্য ।