টেকটিউনকে ফিরে দেখি ইতিহাসের পাতায় কেমন ছিল সেই সময়, সাথে কি করে ইতিহাসে নিজের সাইট বা ব্লগকে সেভ করবেন

প্রযুক্তি প্রিয় টেকটিউনস বাসী সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। ইতিহাস কোনো কালে আমার প্রিয় বিষয় ছিলো না, কিন্তু সেই ইতিহাস যখন প্রযুক্তির তখন না দেখে যাই কি করে বলুন। আর কিছু দিনের মধ্যে আমাদের এই টেকটিউনস পরিবার তার ১০০০ টি পেজ সংখ্যা পূর্ণ করতে চলেছে, চলুন ১০০০ সংখ্যার সেই টেকটিউনকে ফিরে দেখি ইতিহাসের পাতায়।

এই কিছুদিন আগে ফাহাদ ভাইের একটা টিউনে আমরা সব টেকটিউনবাসী উইন্ডোজ ১  এ ঘুরে এলাম। (যদি না ঘুরে থাকেন তো এখানে ক্লিক করুন আর ঘুরে আসুন)  নতুন কে জানতে যেমন ভালো লাগে তেমনি সব কিছু আগে কি রকম ছিল সেটা জানার আগ্রহ আমাদের সবার কম বেশি থাকে। তাই চলুন আজ ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে টেকটিউনসের জন্মের সময় কেমন ছিল এই টেকটিউনস।
আপনার চাইলে টেকটিউনসের টাইম মেশিনে করে পুরনো পেজ ঘুরতে পারেন কিন্তু সেটা আজকের ব্লগের হিসাবে শো করবে কিন্তু যদি আগের ব্লগ পেজ কেমন ছিল সেটা জানতে লিঙ্কে ক্লিক করুন আর চলে যান টেকটিউনসের ইতিহাসে।
আমি সেই ইতিহাসের কিছু ছবিও তুলে আনলাম।

তখনো কপি পেস্ট প্রবলেম ছিলো, দেখে অবাক হয়ে গেলাম।

সেই সময়ের টিউমেন্ট অপশন

চাইলে আপনি গুগল বা মাইক্রোসফট বা আলেক্সা বা এই রকম বিভিন্ন প্রসিদ্ধ সকল সাইটের পুরনো দিনে ফিরে যেতে পারেন।
পুরনো দিনে যেতে গেলে যা করতে হবে তাহলো, লিঙ্কে ক্লিক করুন আর একটি পেজ খুলবে সেখানে সার্চ করুন যা আপনি সার্চ করতে চান। আর চলে যান ইতিহাসে

যদি আপনার কাঙ্খিত সাইটটি না পান তবে দুঃখিত, কিন্তু সাধারণত সব বিখ্যাত সাইটের হিস্ট্রি সেভ কারা থাকে। চাইলে আপনি আপনার ব্লগ বা সাইটটিকে সেভ করে রাখতে পারেন। লিঙ্কে ক্লিক করুন আর যে ওয়েব পেজটি খুলবে আর নিচের দিকে অপশন পাবেন " SAVE PAGE NOW " সেখানে আপনার ব্লগ বা সাইটটির লিংক দিন আর সেভ করুন। ভবিষ্যতে ইতিহাসে অন্তর্ভুক্ত হতে।

শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউনস পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনসে আছি।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউন্স ডিজাইন খুবই সুন্দর। এই জন্য এই সাইটে বার বার আসি। তবে টিটি হোমপেজে চেইন টিউন রিমোভ করলে মনে হয় সাধারন ব্যবহার করি উপকৃত হত। একটি সাইটে মেইন হল ডিজাইন । আমি নিজে ডিজাইন নিয়ে মাতামাতি করতে ভাল লাগে। তাই একটি সাইট http://inboxok.com/ টি শুধু ডিজাইন করার জন্য ব্যবহার করছি।

    সব ব্লগ বা সাইটের একটা নিজস্ব নিয়ম বা নিতিমালা থাকে ,
    যা তাকে অন্য সকল সাইট বা ব্লগের থেকে আলাদা করে, টেকটিউনের চেন-টিউন ও সেই রকম একটি বিষয়। আর অবশ্যই আপনাদের মতো টিউনার যারা আজ টেকটিউনকে এগিয়ে যেতে সাহায্য করছেন প্রতিনিয়ত ।
    আপনার মতামতের জন্য ধন্যবাদ,
    ভালো থাকবেন আরো ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

Level 0

Our Love,Our Pride Is This Techtunes.

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ সবুজ ভাই,
    সত্যিই টেকটিউন আমাদের গর্ব‍, আমদের অহংকার ।

    ভালো থাকবেন আরো ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ তানভীর মাহমুদ ভাই,

    টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে । ভালো থাকবেন ।

Oh, Superb Dada

    মধু সমাদ্দার ভাই আপনার সুপার টিউমেন্টের জন্য ধন্যবাদ;
    আশা করি ভবিষ্যতে এই ভাবেই আপনাদের সবাইকে পাশে পাবো ।
    ভালো থাকবেন ।
    আর টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে ।

Level 0

ভাল তুলে ধরেছেন! ভাইয়া 😀

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন ।

    আর টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে ।

nice tune hajra vhaiya.

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ মোস্তাকিন হোসেন ভাই,

    টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে । ভালো থাকবেন ।

hajra vhaiya.. mind korben na. apnar moto tuner er kach theke sorasori help chachi..

amar wendos computer e kono app install kore.. jodi pc ta off kori. and tar por on kori ta hole. se app ta uninstall hoye jay.. ami er samadhan chacchi. ami akhuno notun kore wendos dei ni,

    মোস্তাকিন হোসেন ভাই, আপনাদের কথাই আমি কোনদিন কিছু মনে করিনা,
    আর প্রবলেম হলে নিশ্চয়ই বলবেন । সাধ্য মত চেষ্টা করব সাহায্য করার।
    আপনার প্রবলেমটি একটু ক্লিয়ার করে বলুন ।
    যেমন আপনি কি উইন্ডোজ ব্যবহার করছেন ।
    কবে থেকে এই প্রবলেম, মেশিন কি অটো রিস্টার্ট নেয়,
    আপনি অটোমেটিক আপডেট অন রেখে ছিলেন কি না ?
    পারলে এই উত্তর গুলি দেন। আমি ফেসবুকে facebook.com/2abhishekhazra

অভিষেক ভাই সবচেয়ে খুশীর ও গর্বের বিষয় হলো এটা শুধু আমাদের বাংলাদেশ ছাড়িয়ে বাহিরের দেশের টিউনাররা তাদের মেধা আমাদের মাঝে শেয়ার করছেন। যা হয়তো আমাদের স্বপ্ন ছিল যে যদি বাহিরের দেশের কোন বড় প্রযুক্তিপ্রেমিক আমাদের কিছু শেখাতো? আর আজ তা পূরণ করেছে আমাদের ভালবাসার ও স্বপ্নের ঘর টেকটিউনস। আপনিও আপনার জায়গা থেকে এত কিছু শিখাচ্ছেন এজন্য ধন্যবাদ টেকটিউন ও আপনাকে। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু আপনার ও আরো বাহিরের দেশের টিউনারদের কাছ থেকে ভালো কিছু টিউন পাবো। ধন্যবাদ ভাইয়া।

Level 2

SAVE PAGE NOW ” সেখানে আপনার ব্লগ বা সাইটটির লিংক দিন আর সেভ করুন। ভবিষ্যতে ইতিহাসে অন্তর্ভুক্ত হলো। এই বিষযে একটি কথা বলি

SAVE PAGE NOW এর মাধ্যমে কোন পেজ সেভ হবার কিছুদিন পর যদি সেই সাইট হ্যাক হয় তাহলে কী হ্যাক হওয়া সাইটের সকল রিসোর্স ওই সাইটে পাওয়া যাবে নাকী, তা ওই সাইট থেকে মুছে যাবে।