আপনার মোবাইল ফোন দিয়ে বানিয়ে ফেলুন মাল্টিমিডিয়া প্রজেক্টর

আপনার স্মার্টফোন/মোবাইল ফোন দিয়ে চাইলে সহজেই মালটিমিডিয়া প্রজেক্টর বানিয়ে ফেলতে পারেন। মোবাইল ফোন দিয়ে প্রজেক্টর বানাতে খুব বেশি খরচও হবে না বা দামি ফোনেরও দরকার নেই।

যা যা লাগবে
একটি কার্ডবোর্ড বক্স (জুতার বাক্স হলেও চলে), টেপ, একটি আতশ কাচ (ম্যাগনিফাইং গ্লাস), একটি পেপার ক্লিপ, তীক্ষ্ণধার চাকু আর আপনার স্মার্টফোন।

যেভাবে বানাবেন

১. কার্ডবোর্ড বাক্সের এক প্রান্তে আতশ কাচটির মাপ নিন। কলম বা পেন্সিল দিয়ে চারপাশে দাগ দিন।

২. এবার দাগ বরাবর চাকু দিয়ে কাটুন।

৩. এবার ভেতরের দিকে আতশি কাচটি টেপ দিয়ে ভালোভাবে আটকে দিন।

৪. এবার পেছনের দিকে ছোট্ট একটি ছিদ্র করুন যাতে স্মার্টফোনের চার্জারের তারটি প্রবেশ করানো যায়।

৫. পেপার ক্লিপটি এমনভাবে বাঁকিয়ে নিন যাতে স্মার্টফোনটি কাত করে ধরে রাখার জন্য একটি স্ট্যান্ড হয়।

কীভাবে কাজ করে
আতশ কাচটি আপনার ফোনের যেকেনো ভিডিওর উল্টো বিম্ব তৈরি করবে। সোজা বিম্ব দেখতে মোবাইল স্ক্রিনটি উল্টো করে রাখতে হবে অথবা বাক্সটিই উল্টো করে স্থাপন করতে হবে। এর জন্য একটি অ্যাপসও ডাউনলোড করে নিতে পারেন।

ভালো ছবি পেতে ফোনের ব্রাইটনেস সর্বোচ্চ রাখতে হবে। আর এ কারণে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হবে। এই সমস্যা

কাটাতেই চার্জারের জন্য একটি ছিদ্র করতে বলা হয়েছিল। চার্জারটি সব সময় ফোনে লাগিয়ে রাখুন।

ভূল হলে মাফ করে দিবেন

এটা আগে অন্য জায়গায় প্রকাশিত হয়েছিল।

আমি সব সময় চাইব আপনাদের যেন ভাল কিছু দিতে পারি।

Level 0

আমি শাহীউদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র আমি ৯ম শ্রেনীতে পড়ি, আমার একটী ষ্টুডিও আছে আর আমার ভাই আছে TV.LCD.Mobile Engineer. আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু দিতে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি কি পরিষ্কার হবে ? নাকি ঘোলা?

ছবি ক্লিয়ার হবে যদি অন্ধকারে দেখেন :-/

শুনেন আমি এটা নিজে পরিক্ষিত আমি নিজে বানিয়ে দেখছি সুতরাং আপনি দেখতে পারেন এটা ১০০% সিউর হাল্কা ঘোলাটে দেখাবে

awesome…

চমৎকার টিউন 🙂
সময় পেলে ট্রাই করে দেখবো।

ইচ্ছা করছে এখনি ট্রাই করে দেখি but এখন আমার কাছে ম্যাগনিফাইং গ্লাস নাই তাই ট্রাই করতে পারছিনা আগে ম্যাগনিফাইং গ্লাস সংগ্রহ করি তারপর দেখবো……

একটি ভালো টিউন করার জন্ন আপনাকে tnx

bos akta kota selo akta call ba mis deben 01815500754-01835137727

2hours pore kotha bolbo

bos akta call den 01815-500754==01835-137727

ম্যাগনিফাইং গ্লাস অনেক দোকানে খোজ করলাম but কোথাও পাচ্ছি না….কোন ধরনের দোকানে খোজ করলে পাওয়া যেতে পারে বলতে পারেন…??? আর এর দাম টা কত হতে পারে…??