টেক আর্টিকেল আর টিউটোরিয়াল তো অনেক হলো, ঈদের দিন একটু মজা করা যাক (মজা কিন্তু আনলিমিটেড)

টেক আর্টিকেল আর টিউটোরিয়াল তো অনেক লেখা হলো। সবাই নিশ্চই ভাবেন, অসীম ভাই খালি টিউটোরিয়াল লেখে আর আমরা হজম করি। আজ ঈদের দিন টিউটোরিয়াল কি আর ভালো লাগে। তাই সবার জন্য একটু ভিন্ন কিছু করলাম। নিয়ম কানুন কিছু ভঙ্গ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

মজা আনলিমিটেড

আমার এক দোস্ত জীবনে তো কিছু করতে পারলো না (মানে চাকড়ি-বাকড়ি ব্যবস্যা-ট্যাবসা আর কি)। ম্যালা দিন পর দেখা হলো, কলো যে দোস্ত বিয়ে করবো। আরে সে তো ভালা কথা।

না, দোস্ত ভালো না, কেউ আমার সাথে বিয়া করতে চায় না, তুই আমার শেষ ভরসা একটা ব্যবস্থা কর।

আইচা দেহুম নে, ব্যবস্থা হইলে তরে জানামুনে।

পাত্রীর ব্যবস্থা কইরা দোস্তরে খবর দিলাম, কইলাম

চল তর শশুরের সাথে কথা কয়া, বিয়ার দিন তারিখ ঠিক করি।

আমি যামুনা বিয়া যদি এইডাও না হয়, তুই সব একটু ম্যনেজ কর।

আইচা ঠিক আছে, দোস্তর জন্য না হয় তাও করলাম।

দোস্ত তর বিয়ার দিন আগামী শুক্কুরবার ঠিক করলাম, লোকজনগো দাওয়াত টাওয়াত দিবি তো নাকি!

দোস্ত শরীর ডা বেশি ভালা না, তুই সাথে থাকলে ভালা হয়।
আইচা থাহুম নে।

দোস্তরে সব আযোজনে সাহায্য করলাম। বিয়ার দিন সব আয়োজন শ্যাস, বড় যাত্রীও রেডি এখন দোস্ত আর ঘরের তন বাইর হয় না। অনেক ডাকাডাকির পর কয়

দোস্ত আমি জীবনে বিয়া করি নাই, প্রস্তুতিতে এককেরে গড়বর হইয়া গেছে গা। কাইলকা বাজারে গিয়া পল্টুর সাথে সিঙ্গারা আর পিয়াজু খাওয়ার পাল্লা দিছিলাম।

আইজকা এক্কেরে ছাইড়া দেছে রে। আমি এখন কি করতাম রে দোস্ত। তুই একটু ম্যানেজ কর না। আমার বিয়া ডা কইরা আইনা দে

শালার দোস্ত, তর গুষ্টি কিলাই, গু-অু-উ-ম-উ

কেমন দোস্তরে বাবা!

একটু লাট্যাংশ লেখার চেষ্টা করলাম আরকি, ক্যমন হলো কইয়েন কিন্তু। সবার জন্য ঈদের শুভেচ্ছা রইলো

সবার জন্য কিছু কথা না বললেই নয়

আমাদের মধ্যেই অনেকে আছেন, নিজে চেষ্টা করলেই অনেক কিছু করতে পারেন কিন্তু করবেন না, আরেক জনের উপর নির্ভরশীল না হলে কোন কাজই হয় না। এমন মানষিকতা আমাদের ত্যাগ করতে হবে। আর সব সময় সচেতন থাকতে হবে, যেন অনাকাংক্ষিত পরিস্থিতিতে যেন পড়তে না হয়। এই দেশটাতো আমাদের, দেশটাকে সবাই মিলেই গড়তে হবে। লেখাপড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চার  ক্ষেত্রে  কোন আপোস চলবে না। লেখাপড়া আর প্রযুক্তি চর্চার মাধ্যমে আমরা অর্থনীতিকে সমৃদ্ধ করবো, আর টেকনোলজি, বিবেক আর তারুণ্যের শক্তি দিয়ে বিতারিত করবো সন্ত্রাস আর দুর্নীতিকে। আমরাই গড়বো ডিজিটাল বাংলাদেশ।


কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।

আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।

আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঈদ উপলক্ষে লেখা টা দারুন হয়েছে ।

Ashim dada, ami apnak fb te sms diye6ilam….. amk windows setup er sathe onnanno software setup dite ektu help korte parben?

    Aditta Sarma ভাই, আশা করছি, মনে কষ্ট পাবেন না, আসলে যে কোন ব্যক্তিকে না বলতে খারাপ লাগে। কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতেই হয়। ব্যক্তিগত কর্মকান্ড, লেখাপড়া,একটা রিসার্চ এন্ড ডেভলপমেন্ট টিম পরিচালনা করা, একটা অনলাইন শপ ম্যানেজ করা সব করার পর সময় পেলে সবার জন্য টিউটোরিয়াল লিখি, ভিডিও বানাই। এর পর ভাই ব্যক্তিগতভাবে সবাইকে খুশি করা সম্ভব হয়ে ওঠে না। আশা করছি আমার উপর রাগ নিশ্চই করবেন না। টেকটিউনসের এতো বিশাল রিসোর্স দেখেও যদি windows setup আর software setup করতে না পারেন তাহলে তো আমাদের প্রচেষ্টা ব্যর্থ বলেই মনে হয়। চেষ্টা করেন, পারবেন। শুভ কামনা রইলো ।

Level New

Very Good

শেষে তুমি বিয়া করলা দোস্ত ! আরে বাঃ আমি হাঁসতে হাঁসতে কাইন্দা ফালাইছি