কি ধরনের ব্লগ সাইট তৈরি করব এবং একটি সুন্দর নামের প্রয়োজন! টিটির অভিজ্ঞজনদের ‍দৃষ্টি আকর্ষণ করছি!!

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনস সাইটে আমি ভিজিটর হিসাবে অনেক পূরাতন। যাইহোক এখানে অনেক অভিজ্ঞ লেখকদের লেখা ও টিউটোরিয়াল অনুসরন করে অনেক কিছু শিখতে পেরেছি। আজ আমি একটি বিষয়ে আপনাদেরকে সবাইকে আহবাণ করে সাহায্য চাচ্ছি। প্লিজ হেল্প করার অনুরোধ রাখছি!! বিষয়টি হলো ওয়েব সাইট রিভিউ এবং ডোমেইন সম্পর্কে!!!

আমি ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটি ওয়ার্ডপ্রেস সাইট চালু করতে চাচ্ছি। কিন্তু কি বিষয় নিয়ে সাইট চালু করব তা বুঝতে পারছিনা, কেউ জানালে ভাল হই। সম্পূর্ণ ভিন্নধর্মী ব্লগ তৈরি করতে চাই। উল্লেখ্য সেই সাথে টিটিতে অভিজ্ঞ টিউনারদের দৃষ্টি আকর্ষণ করছি সাইট ওপেন করতে প্রাথমিকভাবে কত জিবি হোস্ট কিংবা ব্যান্ডউইথ প্রয়োজন হবে?? এবং হ্যা সেই সাথে একটি সুন্দর ডোমেইনের নাম বললে ভাল হই!

আমি ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটি ওয়ার্ডপ্রেস সাইট চালু করতে চাচ্ছি। কিন্তু কি বিষয় নিয়ে সাইট চালু করব তা বুঝতে পারছিনা, কেউ জানালে ভাল হই। সম্পূর্ণ ভিন্নধর্মী ব্লগ তৈরি করতে চাই। উল্লেখ্য সেই সাথে টিটিতে অভিজ্ঞ টিউনারদের দৃষ্টি আকর্ষণ করছি সাইট ওপেন করতে প্রাথমিকভাবে কত জিবি হোস্ট কিংবা ব্যান্ডউইথ প্রয়োজন হবে?? এবং হ্যা সেই সাথে একটি সুন্দর ডোমেইনের নাম বললে ভাল হই!

এক নজরে দৃষ্টি আকর্ষণ-

১। কোন বিষয় নিয়ে সাইট তৈরি করব?

২। কত জিবি ব্যান্ডউইথ/হোস্ট প্রয়োজন?

৩। ভাল একটি ডোমেইন নাম প্রয়োজন?

বিষয়টি দ্রুতভাবে জানালে উপকৃত হই। প্রয়োজনে আজকেই কাজ শুরু করব।

 

Level 0

আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apnar fb id link den

আপনি যেই বিষয় এ পারো দর্শী সেই বিষয় এর পর করেন। আর যে বিষয়টি কেমন হবে তারপর হোস্টিং নিরর্ভশীল

যেটা আপনি ভাল পারেন সে সাবজেক্ট সিলেক্ট করুন… ব্লগ হলে হোস্টিং কেনার দরকার নেই বললেই চলে। ওয়ার্ডপ্রেস, ব্লগার সহ আরও অনেক মাধ্যম আছে। তবে কেনা হোস্টিং এ আপনাকে মাসে মাসে পে করতে হবে। এখন বিভিন্ন পদ্ধতিতে সব রকম সাইট বানানো যায় হোস্টিং না কিনে যেমন- ডাউনলোড সাইটের ফাইল ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে। টি টি তে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইন ক্যাটাগরি দেখতে পারেন।

আপনার সাইটটি বাংলায় নাকি ইংরেজিতে হবে সেটা উল্লেখ করেন নাই। আর কোন বিষয় নিয়ে সাইট তৈরি করবেন সেটাতো আপ্নাকেই সিলেক্ট করতে হবে

techtunes.in ডোমেইন টা আমি নিয়েছিলাম, এখন কাজে লাগেনা, আপনার দরকার হলে নিতে পারেন