আমাদের মাঝে অনেকেই আছে যাদের নিত্যদিনের সাথী হলো এই ল্যাপটপ। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত এই ল্যাপটপ নিয়েই থাকি। আপনি কি জানেন ? আপনার ল্যাপটপ যদি পৃথিবীর সবচেয়ে দামী ল্যাপটপগুলোর মধ্যে যেকোনো একটা হতো তাহলে একটা হতো তাহলে এর দাম কত হতো? অনেক বকবক করার ইচ্ছা থাকলেও আমি আজকে বকবক করতে পারবোনা কারন আমার নতুন ইনস্টল করা উবুন্টুতে আমি এভ্রো মামাকে ইনস্টল দিতে পারতেছিনা, তাই অনলাইনে লিখতে হচ্ছে। তাহলে চলেন মূল কাহিনীতে চলে যাই-
10. Lenovo ThinkPad W540: $2,300
আপনি যদি একজন গেমার হয়ে থাকেন? তাহলে নিঃসন্দেহে এটাই আপনার জন্য বেস্ট একটা ল্যাপটপ। এর উন্নত ডুয়াল গ্রাফিক্স, ইন্টেলের কোর আই-৭ এবং বিন্ট ইন উইন্ডোজ-৮.১ আপনাকে দিবে অন্যরকম এক এক্সপেরিয়েন্স। এর ডিজাইনও করা হয়েছে গেমারদের উপোযোগী করে। আর এর উন্ন্তমানের সাউন্ড সিস্টৈম আপনার গেমিং এর এক্সপেরিয়েন্স আরো বাড়িয়ে দিবে। বাংলাদেশি মূল্য মাত্র ২৮৮০০০৳.
7. Dell Mobile Precision M6800: $3,800-
ডেলের এই ল্যাপটপটি খুবই উন্নতমানের প্রসেসিং ক্ষমতাসম্পন্ন। এর রয়েছে খুবই উন্নতমানের গ্রাফিক্স 3D কার্ড। এছাড়াও রয়েছে ১০ ফিঙ্গার টাচ সিস্টেম। সামান্য হাতের ছোয়াতেই খুব সহজেই যেকোনো কিছু করতে পারবেন। এটাতে রয়েছে ৪ টা ইউ এস বি. পোর্ট। বাংলাদেশি মূল্য মাত্র ৩০৪০০০৳ .
6. Stealth MacBook Pro by ColorWare: $6,000-
এটা পৃথিবীর অন্যতম রহস্যময় ল্যাপটপ গুলোর মধ্য একটা। ColorWare নামক কোম্পানী এই ম্যাকবুকটি তৈরি করেছে।এর ডিসপ্লে 15 Inch. সাথে রয়েছে একটি কাস্টম পর্দা, যা আপনাকে অন্যরকম এক অভিজ্ঞতা দিবে। বাংলাদেশী মূল্য মাত্র ৪৮০০০০৳.
5. VoodooEnvy 171: $6,500-
Voodoo একসময়ের অন্যতম ঐতিহ্যবাহী ল্যাপটপ নির্মাতাকারী প্রতিষ্ঠান ছিল। এই ল্যাপটপের ডিজাইন, কালার, আর কার্যক্ষমতা অন্য যেকোনো সাধারন ল্যাপটপের চেয়ে উন্নতমানের। এই কোম্পানী এখন তাদের পন্য আর বাজারজাত করে না। এই ল্যাপটপের বাংলাদেরশী মূল্য মাত্র ৫২০০০০৳.
4. Ego for Bentley: $20,000-
এই ল্যাপটপটি ব্রিটিশ কার তৈরিকারক ইগো এর পার্টনার হয়ে এই অসাধারন ল্যপটপটি তৈরি করেন। এটা দেখতে লেদারের তৈরি ব্যাগের মতো হলেও এতে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপের ফ্রেম তৈরি করা হয়েছে সোনা দিয়ে। এই মডেলের মাত্র ২৫০ টি ল্যাপটপ তৈরি করা হয়েছে। বাংলাদেশি মূল্য মাত্র ১৬০০০০০৳
3. MacBook Pro 24Karat Gold: $30,000-
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A man who listens to his heart.
ধন্যবাদ
অনেক ভাল লাগল