অনলাইনে লেনদেনের ক্ষেত্রে চিটিংবাজদের কাছ থেকে দূরে থাকুন

দেশের কিছু ধান্ধাবাজ তাদের অনলাইন চিটিং ব্যবসাকে অনলাইন আউটসোর্সিং এর সাথে জড়িয়ে দেশের এই সম্ভাবনাময় সেক্টরটিকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আর বেশির ভাগ ক্ষেত্রেই এদের প্রতারনার শিকার হচ্ছে নতুন ফ্রিল্যান্সিং এ আসা তরুন ছাত্র-ছাত্রী।

তেমনি কোন চিটিংবাজ গ্রুপ Payza Bangladesh​ নামের ফেসবুক পেইজটি চালাচ্ছে যারা হয়ত Skylancer, Dolancer এর মত নতুন কোন ফায়দা লুটার জন্য সচেষ্ট। চিটিংবাজদের ওয়েবসাইটটি হচ্ছে Casadatech.com.

উল্লেখ্য- Payza Bangladesh​ ফেসবুক পেইজে, পেজা প্রিপেইড কার্ডে ২বছরে ধরে আমার কিছু ডলার আটকে থাকা সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করে একটি টিউমেন্ট করায় পেইজ টি থেকে টিউমেন্টটি রিমুভ করে আমাকে ব্লক করে দেয়া হয়েছে। টিউমেন্টটি করেছিলাম পেইজটির পেজা ও গ্রামীন ফোন চুক্তি বিষয়ক টিউনে।
উল্লেখ্য দেশের পুরোনো Alertpay/Payza গ্রাহকদের মধ্যে আমিও একজন। আর আমার টিউমেন্টের লক্ষ্য ছিল বিষয়টি সম্পর্কে যেন নতুন গ্রাহকগন সচেতন হয়।

কোন ফ্রিল্যান্সার সারা মাস রাত দিন কঠোর পরিশ্রম করে, ফ্রিল্যান্সিং করে ২০০-৪০০ ডলার পেজাতে ট্রান্সফার করে দেখলেন ‘লিবার্টি রিজার্ভ’ এর মত এরাও আপনার ডলার নিয়ে উধাও। অথবা আমার মত ওদের দেয়া প্রিপেইড ডেবিট কার্ডে ট্রান্সফার দিয়ে দেখবেন ডেবিট কার্ড সহ সব ডলার উধাও। তখন কি করবেন? পেজার সাথে কন্টাক করবেন? হা হা হা...

ওদের সাথে কন্টাক করলে আপনাকে মিষ্টি করে লিখে জানিয়ে দিচ্ছে সাময়িক টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

আমাকে Payza কর্তৃপক্ষ গত দুই বছর যাবৎ আমাকে এমন সাময়িক দুঃখের কথাই জানিয়ে আসছেন। আর ওনাদের দুঃখ এখনো শেষ হয়নি বলে আমার ডলারও ফেরৎ পাচ্ছি না। ভবিষ্যতে ফেরৎ পাওয়ার আশাও ক্ষীন।

দীর্ঘদিন ধরে আমিও পেজা ব্যবহার করে আসছি। তবে যথেষ্ট সাবধানে। কারন আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটি একেবারে নিরাপদ নয়। পরিচালকদের ব্যার্থতার কারনে কিছু দিন পূর্বে এর মালিকানা ও নাম পরিবর্তন করা হয়েছে। অভ্যন্তরীন সমস্যার ও অনূমোদন এর অভাবে এর কার্ড উইথড্রল সার্ভিস এখনো বন্ধ আছে। এদের সচ্ছতার অভাবে ফার্ষ্ট ক্যালিফোর্নিয়া ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট কার্ড বন্ধ হয়ে যায়। পরবর্তিতে কানাডিয়ান ডলারের আরেকটি প্রিপেইড কার্ড চালু করলেও প্রায় দেড় বছর ধরে একই কারনে তাও বন্ধ আছে। দুটি কার্ডের কোনটির ডলারই ক্লায়েন্টদের ফেরৎ দেয়া হয় নি।

প্রফেশনাল ফ্রিল্যান্সারগন হয়ত জানেন একের পর এক ওয়েব সাইট লেনদেনের ক্ষেত্রে Payza কে বাতিল করে দিয়েছে। ভাল মানের সাইটগুলিতে পেজার মাধ্যমে লেনদেন নেই বললেই চলে। অথচ Payza বাংলাদেশে ভালই প্রসার লাভ করেছে তুলনামূলক ভাবে এরা বাংলাদেশেই বেশি ব্যবসা সফল। কারন Candada থেকে পরিচালিত UK এর MH Pillars Ltd মালিকানাধীন এই ট্রানজেকশন সংস্থার মাত্র তিনটি আঞ্চলিক অফিস আছে যা Sweden, India এবং বিশ্বের ১৯০টি দেশ বাদ দিয়ে অপর অফিসটি করা হয়েছে আমাদের বাংলাদেশে।

দুঃখজনক হলেও এটা সত্য যে সহস্র বছর ধরে বাংলাদেশ হচ্ছে চিটিংবাজদের সহজ বিস্তার ক্ষেত্র। SpeakAsia, Unipay, Dolancer, Skylancer, যুবক, Speakglob, Libertyresarve আর অসংখ্য MLM সহ আরও অসংখ্য নাম আছে যাদের মিষ্ট কথার ধান্ধাবাজি এখানে বিস্তার লাভ করে আর আমরা সাধারন লোকজন এদের শিকারে পরিনত হয়ে নিঃস্ব হই। আসুন সচেতন হই আর চিটিংবাজদের প্রতিরোধ করি!!

রোজার দিনে আল্লাহ সবাই ভাল রাখুন। আর ফেসবুকে আমাকে পাবেন- এখানে

Level 0

আমি এম, এইচ, মিনহাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai apni amk aktu kosto kore bolote parben ami kivhabe payza theke tk ta withdraw korte pari????/r verify kivhabe korbo???

আপনি আপনার ব্যাংক একাউন্ট যোগ করে পেজা ভেরিফাই করতে পারেন। আর ওয়্যার ট্রান্সফার এর মাধ্যমে উইথড্র করে টাকা সরাসরি ব্যাংকে নিয়ে আসতে পারেন।

আমি Neteller এ ডলার কিনে থাকি, ইনশ আল্লাহ কারোর টাকা মেরে দেওয়ার কোন ঝুকি নেই। কেউ চাইলে বিক্রি করতে পারেন। আমি বাল্ক এসএমএস (MiM SMS .COM) এর এডমিন।