ইন্টারনেট ব্রাউজ করার ৯টি এক্সক্লুভিস টিপস! পরিপূর্ণভাবে অনুসরণ করে হয়ে যান ওয়েব সার্ফিং হ্যাকার!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্টারনেট ব্রাউজিং এর কিছু এক্সক্লুসিভ টিপস সম্বলিত আমার আজকের টিউন।

আপনি কি কখনো আপনার দাদা দাদীকে ইন্টারনেট ব্যবহার করতে দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে তারা কতোটা স্লো ইন্টারনেট ব্রাউজ করে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তরুণ প্রজন্মের মধ্যে যে এরকম স্লো ইন্টারনেট ব্যবহারকারী নেই একথা বলবো না। প্রত্যেকটা দিন ফেসবুকে অনেকেই খুব সাধারন বিষয় নিয়ে প্রশ্ন করে যেগুলোর উত্তর গুগলে খুব সহজেই পাওয়া যায়। আমাদের এই টেকটিউনসের প্রায় ৩ কোটি প্রযুক্তিপ্রেমিরা দিনের অধিকাংশ সময় যে ইন্টারনেট নিয়ে কাটায় তা বলার অপেক্ষা রাখেনা।

এখানে অ্যামেচার থেকে শুরু করে  প্রফেশনাল লেভেলের লোকও রয়েছে। আজকের টিউনটি এরকম সবার জন্যই। আজকের টিউনে আমি দেখাতে চেষ্টা করবো কীভাবে ওয়েব ব্রাউজ করলে আপনি খুব সহজেই এক্সপার্টদের মতো কাজ করতে পারবেন। কোন সহজ কাজের জন্য একাধিক রাস্তা নয় বরং একটা রাস্তায় থাকে।

তবে যারা স্টিভ জবস এর থিংক ডিফারেন্ট তত্ত্বের সাথে একমত তারা কেবল একই পথে ভিন্ন ভাবে চলার চেষ্টা করে। যাহোক, আমি আশা করছি আজকের টিউন শেষে আপনারা ইন্টারনেট ব্যবহারে একজন এক্সপার্ট হয়ে বের হবেন।

ভুলবশত ক্লোজ হয়ে যাওয়া ট্যাবকে সহজেই reOpen করুন

মাঝে মাঝেই এরকম হয় যে একটি ট্যাবকে ক্লোজ করতে গিয়ে আমরা অন্য ট্যাবকে ক্লোজ করে ফেলি। ফলে আমাদের যেকোন কাজে মারাত্বক বিঘ্ন সৃষ্টি হয়। এক্ষেত্রে যেকোন ট্যাব ক্লোজ হয়ে যাওয়া মাত্র কিবোর্ড থেকে Control+Shift+T (উইন্ডোজ) অথবা Command+Shift+T (ম্যাক) চাপলেই ক্লোজ হয়ে যাওয়া ট্যাবটি আবার ফিরে আসবে।

একাধিক একাউন্টে একই সাথে অ্যাক্সেস করার জন্য প্রাইভেট উইন্ডো ব্যবহার করুন

আজকাল আমাদের প্রায় সবারই একের অধিক ইমেইল কিংবা ফেসবুক একাউন্ট রয়েছে। কিন্তু একই ব্রাউজার দিয়ে একই সাথে একাধিক একাউন্টে অ্যাক্সেস করা সম্ভব হয় না। এক্ষেত্রে আপনাদের প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে হবে। মজিলা ফায়ারফক্সে প্রাইভেট উইন্ডো কিবোর্ড থেকে Control+Shift+P চাপলেই একটিভেট হয়ে যাবে। আপনি যতো খুশি প্রাইভেট উইন্ডো তৈরী করে একাধিক একাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে গুগল ক্রমে এই ফিচারটাকে বলে Incognito মোড। কিবোর্ড থেকে Control+Shift+N চাপলেই Incognito উইন্ডো একটিভ হবে।

পাসওয়ার্ড মনে রাখতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন

একাধিক একাউন্টের জন্য পাসওয়ার্ড মনে রাখার জন্য অধিকাংশ মানুষ যা করে তা হলো, একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করে। এটা মারাত্বক একটি সিকিউরিটি ঝুকির কারন হতে পারে। কখনো একই পাসওয়ার্ড একাধিক একাউন্টে ব্যবহার করবেন না। এ কারনে একটি শক্তিশালী পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। এক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো Lastpass ব্যবহার করার জন্য। গুগল ক্রোম এর জন্য Lastpass ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং মজিলা ফায়ারফক্স এর জন্য Lastpass ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Lastpass মূলত এক্সটেনশন হিসাবে ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে আপনি ওদের ওয়েব সাইটে গিয়ে নিজের ইমেইল দিয়ে একটি একাউন্ট তৈরী করে Lastpass এ লগইন করুন। এখন আপনি যেকোন ওয়েব সাইটে ঢুকলে Lastpass সেই সাইটগুলোর জন্য ইউজার নেইম এবং পাসওয়ার্ড সেইভ করে রাখবে। পরবর্তিতে ঐ সাইটগুলোতে ঢুকার সময় আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবেনা। সুতরাং মাস্টার পাসওয়ার্ড ছাড়া আর সবকিছু ভুলে যান।

দ্রুত সার্চ করার জন্য সার্চ ফাংশন ব্যবহার করুন

গুগল হলো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সার্চ ইঞ্জিন। গুগলে পাওয়া যায় না এমন কিছু নেই। কিন্তু গুগলের এই বিশাল ভান্ডার হতে সার্চ করার জন্য আপনাকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। তাহলেই খুব কম সময়ে আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পাবেন। গুগল সার্চ টেকনিক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

টাইটেল ব্যবহার না করে বুকমার্ক করুন

আমরা যখন কোন ওয়েব সাইটকে বুকমার্ক করে রাখি তখন তার টাইটেল সহ বুকমার্ক করে রাখি। এক্ষেত্রে খুব অল্প সংখ্যক বুকমার্ক ব্রাউজারের বুকমার্ক টুলবারে জায়গা পায়। অধিক বুকমার্ক সংরক্ষণের জন্য টাইটেল ছাড়া বুকমার্ক সংরক্ষণ করুন। শুধুমাত্র বুকমার্কগুলোর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট বাটন চেপে টাইটেল মুছে দিলেই কাজ হয়ে যাবে।

নির্ঝঞ্ঝাট ওয়েব ব্রাউজিং এর জন্য এডব্লক ব্যবহার করুন

এমন অনেক ওয়েব সাইট আছে যেগুলো এড দিয়ে ভর্তি। অনেক ওয়েব সাইট হতে এডওয়্যার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এডমুক্ত ওয়েব ব্রাউজিং এর জন্য এডব্লক প্লাস ব্যবহার করুন। আপনার যেকোন ব্রাউজারের জন্য এডব্লক প্লাস ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন

অনাকাঙ্খিত ওয়েব লিংক থেকে বাঁচতে চাইলে আগে লিংক হোভার করুন

অনেক সময় দেখা যায় আপনি কোন লিংকে ক্লিক করলে আপনার কাঙ্খিত সাইটের পরিবর্তে অন্য সাইটে রিডাইরেক্ট হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটা লিংকের উপর মাউস হোভার (পয়েন্টার উপরে রাখা) করুন। তাহলে ব্রাউজারের বামপাশে কর্ণারে ঐ লিংকটি আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা দেখাবে।

নতুন ট্যাব এর জন্য কন্ট্রোল বাটন চেপে মাউস ক্লিক করুন

আপনি যদি কোন লিংক কে নতুন একটি ট্যাবে ওপেন করতে চান তাহলে শুধুমাত্র কন্ট্রোল বাটন চেপে মাউসের বাম পাশের বাটনটি প্রেস করুন। তাহলেই উক্ত লিংক একটি নতুন ট্যাবে ওপেন হবে। তবে লিংকের উপর মাউসের মিডল বাটন প্রেস করলেও সেটা নতুন ট্যাবে ওপেন হবে। তাছাড়া কোন ট্যাবের উপর মাউসের মিডল বাটন প্রেস করলে উক্ত ট্যাবটি বন্ধ হয়ে যাবে।

কোন শব্দকে গুগলে সার্চ করতে সেটাকে হাইলাইট করুন

ওয়েব সাইটের কোন টার্ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে উক্ত শব্দকে প্রথমে হাইলাইট করুন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলেই গুগলে সার্চ করার অপশন খুঁজে পাবেন। কোন শব্দকে এখন আর সার্চ বক্সে লিখে সার্চ করতে হবে না।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই।

জানা ছিল। সাথে নতুন কিছু শেখলাম। ধন্যবাদ।

Level 0

ছোট টিউনে অনেক তথ্যে ভরপুর, keyboard shortcuts এবং কিছু tips আসলেই খুব দ্রুত কাজ করতে সহায়তা করে; অভিজ্ঞজনদের কাছে তেমন বেশি কিছু না হলেও নতুনদের জন্য অনেক কিছু শেখার আছে এই টিউনে। পরিশেষে ধন্যবাদ আপনাকে।

    @zulfikar: হুম, মাঝে মাঝে অভিজ্ঞজনদের জন্য লেখার পাশাপাশি নতুনদের জন্যও কিছু লেখার চেষ্টা করছি। ভালো লাগলেই টিউনের স্বার্থকতা 🙂

    আপনার সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যার সুবাসিত শুভেচ্ছা 🙂

দারুন টিউন হল ব্যাপার গুলো খুব ছোট ছোট হলেও কাজের গতিকে অনেক দ্রুত করে দিবে । ধন্যবাদ টিউন অসাধারণ একটি টিউন এর জন্য ।

    @রিদম দত্ত: বহুদিন পরে তোমার টিউমেন্টে দেখে ভালো লাগলো। তোমার টিউনেরও অপেক্ষায় থাকতে হয় এখন। টিউন করোনা কেন ছোটভাই?

    টিউমেন্টের জন্য ধইন্যাটা তোমার টিউনে ‍দিমু 😛

ধন্যবাদ। নতুন কিছু শেখলাম।

অসাধারন কাজের জিনিস

Great One………………
A lot of thanks for the Tune.

অনেক কাজের ভালো লাগল

nice

সরাসরি প্রিয়তে

আমার কাছে খুব ভাল এবং সহজ ভাবে অনেক কিছু জানলাম । ধন্যবাদ https://www.techtunes.io/tuner/shining-man-fahad

ভালো লাগলো 🙂

Mouse Wheel দিয়ে ক্লিক করে আর কি কি কাজ করা যায় কখন কখন । একটু জানাবেন প্লিজ। টিউনের জন্য ধন্যবাদ ।

    @জনি আহমেদ: টিউমেন্টের জন্য ধন্যবাদ। মাউসের মিডল বাটন দিয়ে নিম্নোক্ত কাজগুলো সহজেই করা যায়-

    ০১. আপনার ব্রাউজারের যে কোন Tab এর উপর Middle Button Click করুন, ঐ Tab টি বন্ধ হয়ে যাবে।
    ০২. Website এর যে কোন লিংককে নতুন একটি Tab এ Open করতে চাইলে লিংকটিতে Middle Button Click করুন।
    ০৩. আপনার যদি ফোল্ডারে বুকমার্ক Organize করার অভ্যাস থাকে তাহলে ঐ Folder এ Middle Button Click করুন সাথে সাথে ঐ ফোল্ডারের অন্তর্ভুক্ত সব লিংকগুলো আলাদা আলাদা Tab এ Open হবে।
    ০৪. Page Scrolling এর জন্য Middle Button click and hold করে মাউসটি উপরে নিচে Move করান।

ধন্যবাদ নতুন কয়েকটা শিখলাম।

অনেক ধন্যবাদ ফাহাদ ভাই। প্রিয়তে রাখলাম।

Level New

ধন্যবাদ! কাজে লাগার মত টিপিস।

অনেক গুলো নতুন অপশন শেখা হলো । নিঃসন্দেহে চমৎকার । চালিয়ে যান ওস্তাদ।

@তাজুল ইসলাম তন্ময়: সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ তন্ময় ভাই 🙂

অনেক কিছু দেখালান নতুন কিছু জানলাম অনেক ধন্যবাদ

নতুন অনেক কিছু শিখলাম। ধন্যবাদ ভাই।

খুব ভালভাবে উপস্থাপন করেছেন ।