হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল বিশ্বের শীর্ষ ২টি সফটওয়্যার নির্মাতা কোম্পানি নিয়ে। যারা তাদের উদ্ভাবন দিয়ে সারা বিশ্বের প্রযুক্তি প্রেমিদের কাছে খুব জনপ্রিয় হয়ে আছে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি
মাইক্রোসফট কর্পোরেশন
মাইক্রোসফট কর্পোরেশন হল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানী যার প্রধান হেড কোয়াটার রেডমন্ড, ওয়াশিংটনে। এই কোম্পানি বর্তমানে প্রযুক্তি বিশ্বে তাদের বিস্তার সব থেকে বেশি তারা ডেভলপ এবং সেলস করে বিভিন্ন ধরনের সফটওয়্যার। যেমন কম্পিউটার সফটওয়্যার, কনজিউমার ইলেক্ট্রনিক্স এবং ব্যক্তিগত কম্পিউটার ও সেবা।
তাদের সব থেকে সেরা সফ্টওয়্যার পণ্যর ভিতর আছে মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটার অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার এছাড়া আছে স্কাইপ, ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফট ডাইনামিক্স। মাইক্রোসফট বিল গেটস এবং পল অ্যালেন প্রতিষ্ঠা করেন ৪ এপ্রিল ১৯৭৫ এ। সারা বিশ্বব্যাপী তাদের পণ্যর সার্ভিস প্রদান করে। জন ডব্লিউ থম্পসন বর্তমানে কোম্পানির চেয়ারম্যান এবং Satya Nadella প্রধান নির্বাহী হিসাবে আছে এবং বিল বিল গেটস আছে প্রযুক্তিগত বিষয়ক উপদেষ্টা হিসাবে। জুন ২০১৪ প্রজন্ত মাইক্রোসফট কর্পোরেশনে ১,২৮,০৭৬ জন কর্মচারী ছিল।
ওরাকল কর্পোরেশন
ওরাকল কর্পোরেশন একটি মাল্টিন্যাশনাল কম্পিউটার টেকনোলজি কর্পোরেশন কোম্পানি এই কোম্পানির প্রধান অফিস রেডউড সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। এই কোম্পানি মূলত ডেভলপ এবং মার্কেটিং করে কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্য বিশেষ করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নিজস্ব পণ্য। ২০১১ সালে ওরাকল মাইক্রোসফটের পর ২য় হয়েছিল দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার নির্মাতা কোম্পানি এবং আয়ের দিক থেকে।
ওরাকল কর্পোরেশন ১৬ জুন ১৯৭৭ সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ল্যারি এলিসন, বব মাইনার এবং এড Oates তিন জনে মিলে এই কোম্পানি গঠন করে। বর্তমানে কোম্পানির ল্যারি এলিসন চেয়ারম্যান ও সিটিও হিসাবে আছে এবং জেফ হেনলি ভাইস চেয়ারম্যান, প্রধান নির্বাহী হিসাবে আছে Sabra Catz এবং Mark Hurd এই দুই জন। তাদের পণ্যের ভিতর আছে ওরাকল অ্যাপ্লিকেশন, Oracle ডাটাবেস, ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার, ওরাকল ফিউশন মিডিল, ওয়ার্কস্টেশন। কোম্পানির বর্তমান কর্মচারীর সংখ্যা ১,২২,৪৫৮ জন
তো বন্ধুরা আশা করি যে দুইটা সফটওয়্যার নির্মাতা কোম্পানির সাথে পরিচয় হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ
আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good info…………..