প্রযুক্তির নতুন উদ্ভাবন “স্মার্ট রিং”।

স্মার্ট রিং

প্রজুক্তির এই স্মার্ট জগতে প্রতিযোগিতা এখন শুধুই স্মার্টনেস এর। আস্তে আস্তে সব কিছুই স্মার্ট টেখনলজিতে পরিণত হয়ে যাবে। স্মার্টফোন, স্মার্টওয়াচ আরোকত কি। এবার স্মার্ট টেখনলজিতে  পরিণত হচ্ছে হাতের রিংও। এই স্মার্টরিং স্মার্টওয়াচ এর চেয়ে একটু বেশী স্মার্ট। ধারনা করা হচ্ছে এই রিং স্মার্টওয়াচ এর চয়ে অধিক আকর্ষণীও।

  কি ফিচার আছে এই স্মার্ট রিং এ ?

এই স্মার্ট রিং সব সময় আপনার সকল আপডেট দিয়ে থাকবে। যেমন ই-মাইল, আপনার সোশ্যাল নেটওয়ার্ক এর আপডেট , আপনার মোবাইল ফোনের কল এলার্ট বা এই মুহূর্তে  কাকে কল কোরতে হবে ইত্যাদি সকল বিষয় গুলো মনে করিয়ে দিবে। স্মার্ট রিং টির অন্যতম একটি আকর্ষণীয় ফিচার GPS, এই GPS বলে দিবে আপনার বর্তমান আবস্থান। ফলে আপনার সবসময় মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতে হবে না, বিনিময় হাতের স্মার্টরিং এর দিকে তাকালেই হবে। এটার আরো কিছু চমৎকার ফিচার হচ্ছে এটি ওয়াটার প্রুভ এবং কোন ফোনকল, ম্যাসেজ বা নোটিফিকেশন এলে বাইব্রেট করে সংকেত দিবে।

 

বেশ কিছু কোম্পানি এই স্মার্টরিং বাজারে আনছে। তার মধ্যে MOTO , APPLE এমন কি সোশ্যাল নেটওয়ার্ক TWITTER এই স্মার্ট রিং টি প্রাথমিক ভাবে বাজারে রিলিজ করেছে।

টিউনটি পূর্বে “বাংলাব্লগ.কম” -এ প্রকাশিত হয়েছিল। ধন্যবাদ।

Level 0

আমি রাসেল ইসলাম শান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস