আমরা সবাই জানি BMW শুধু গাড়িই তৈরি করে। কিন্তু সবাইকে চমকে দিয়ে BMW তৈরি করলো বাই সাইকেল। এটার নাম দিয়েছে ‘cruise M-bike’। কিন্তু দুঃখের বিষয় হলো এই সাইকেল সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে।
কারণ একটা সাইকেল পেতে হলে আপানকে একটা BMW M-series এর একটা গাড়ি কিনতে হবে। মাত্র ৫০০ টি বাই সাইকেল ঐ কোম্পানি তৈরি করে।
এটা Hydro-formed Aluminum Frame দ্বারা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে এটিকে আরও হালকা আর মজবুত করে তৈরি করা হয়েছে।
এটার কালার করা হয়েছে BMW M-series এর কালার এর সাথে মিল রেখে।
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গাড়ির সাথে সাইকেল ফ্রি…!! lol