ভাষার জন্য ৪ লক্ষ!! আপনি কি ভাষা প্রেমিক? তবে আজ স্বাধীনতা দিবস ভাষার জন্য কাজ করে আপনিও হোন ইতিহাসের সাক্ষী!!

বিসমিল্লাহির রহমানির রহিম ।

আজ টেকটিউন্সে এটি আমার প্রথম পোস্ট ।অনেক অপেক্ষার পরে স্বাধীনতা দিবসে একটি টিউন করার সুযোগ পেলাম ।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।।

ইন্টারনেটে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে আসন্ন স্বাধীনতা দিবসে চার লাখ শব্দ ও বাক্যাংশ গুগল ট্রান্সলেটে যোগ করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জিডিজি বাংলা।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের নেতৃত্বে সারা দেশে ৫০টির বেশি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ২৬ মার্চ। এর যেকোনটিতে এসে অংশ নিতে পারেন এই কার্যক্রমে। সঙ্গে নিয়ে আসুন আপনার ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনটি। এ ছাড়া পৃথিবীর যে যে প্রান্তেই আছেন না কেন গুগল ট্রান্সলেটে শব্দযোগ করে অবদান রাখতে পারেন মায়ের ভাষার জন্য।

গুগুল ট্রান্সলেট কি? কেন কনট্রিবিউট করবো ? কিভাবে কনট্রিবিউট করবো ?

গুগুল ট্রানস্লেট কি?

গুগুল ট্রান্সলেট হলো বিভিন্ন ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের একটি সার্ভিস । বিশ্বের ৯০টির বেশি ভাষার একটি থেকে আরেকটিতে অনুবাদের যান্ত্রিক এই সুবিধা দিচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এই সুবিধায় বাংলা যুক্ত হয়েছে ২০১১ সালে, ৬৫তম ভাষা হিসেবে। গুগল ট্রান্সলেটের সাহায্যে শুধু কোনো শব্দ বা বাক্যই নয়, পুরো লেখা বা ওয়েবসাইটের অনুবাদও পড়া যায় বাংলায় ।

আপনি সহজেই  এখানে - এ গিয়ে এই সার্ভিসটি পেতে পারেন ।

কেন গুগুল ট্রান্সলেটে কনট্রিবিউট করবো ?

গুগুল নিসন্দেহে পৃথিবীর অন্যতম জনপ্রিয় সার্চ ইন্জিন । গুগুলে অনুবাদের জন্য রয়েছে google translate  নামক সার্ভিস । আমরা অনেক সময়ই বিভিন্ন অনুবাদ বিশেষ করে ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের জন্য গুগুল ট্রানস্লেশনের সাহায্য নিয়ে থাকি । কিন্তু সত্যিকার অর্থে বলতে গুগুল ট্রান্সলেটরের মান এখনো তেমন ভালো নয় । গুগুল ট্রান্সলেটের মান বৃদ্ধিতে গুগুলের পাশাপাশি আমাদেরও কনট্রিবিউট করার সুযোগ রয়েছে । গুগুলের বর্তমানে নিন্মমানের ট্রানস্লিশনের একটি অন্যতম বড় কারন হলো গুগুলের ট্রানস্লিশন ডাটাবেজ বা তথ্যভান্ডারটি এখনো তেমন সমৃদ্ধ নয় । তাই আমাদের সবাইকে এই ডাটাবেজ বা তথ্যভান্ডারটি সমৃদ্ধ করতে এগিয়ে আসতে হবে যাতে করে গুগুল আরো ভালো সার্ভিস দিতে পারে বা গুগুল ট্রানস্লেশন থেকে আমরা আরো ভালো সার্ভিস পেতে পারি । গুগুলের এই সার্ভিসটি যেহেতু সম্পূর্ণ ফ্রি সুতরাং এতে আসলে প্রকৃতপক্ষে আমাদেরই লাভ । এছাড়াও অন্য ভাষাভাষি যারা আছেন তারও খুব সহজে বাংলাভাষায় অনুবাদ পেতে পারেন বা আমাদের ভাষা সম্পর্কে জানতে পারবেন ।

করার নিয়মঃ

কিভাবে কনট্রিবিউট করবো ?

গুগুল ট্রান্সলেটে কনট্রিবিউট করা বা নতুন নতুন শব্দমালা যোগ করা বা অনুবাদ যোগ করা আসলে খুবই সহজ । আসুন দেখে নেই আমারা এই কাজটি কিভাবে করতে পারি ।

  • ১. গুগুল ট্রান্সলেটে নতুন অনুবাদ যোগ করতে হলে প্রথমেই আপনার একটি গুগুল অ্যাকাউন্ট লাগবে । যদি আপনার জিমেইল আইডি থাকে তবে সেটি দিয়ে নিজের অ্যাকাউন্টে লগিন করুন । আর যদি না থাকে তবে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন ।
  • ২. অ্যাকাউন্টে লগিন করার পরে এখানে  যান । এবার আপনি যে পপআপটি (নির্দেশনাটি ) এসেছে তাতে "Got it" বাটনে ক্লিক করুন ।
  • ৩. এরপর "My Language setting" নামক যে বাটনটি আছে তাতে ক্লিক করে "English" ও "Bengali" সিলেক্ট করে নিন । নিচে "save" বাটনে ক্লিক করুন ।
  • ৪. এর পর আপনি নিচের স্ক্রিনটি দেখতে পাবেন । কেউ এটি দেখতে না পারলে বা পাশে "Home" বাটনে ক্লিক করুন ।
  • ৫. এবার আপনি "English" --> "Bengali" অথবা "Bengali" ---> "English" অনুবাদ যোগ করতে পারবো "translate" বাটনে ক্লিক করে । অনুবাদ যোগ করার সময় আমি যে বাক্যটি পাবো সেটির যদি সঠিক অনুবাদ আমি জানি তবে তা লিখবো এবং "submit" বাটনে ক্লিক করবো । আর যদি অনুবাদটি আমার জানা না থাকে তবে "skip" বাটনে ক্লিক করবো । এরপর সয়ংক্লিয় ভাবেই পরের শব্দ বা বাক্যটি আমার ব্রাউজারে লোড হবে ।
  • ৬. এছাড়াও আমি অন্যের করা অনুবাদগুলো সঠিক আছে কিনা তা ভ্যালিডেট করতে পারি । এক্ষেত্রে আমাকে "Validate" বাটনে ক্লিক করতে হবে । "Bengali" ---> "English" অনুবাদের ক্ষেত্রে যেটি যেটি সঠিক মনে হবে সেটিতে "Correct" আপশন সিলেক্ট করবো আর যেটিকে ভুল মনে হবে তাতে "Incorrect" অপশন সিলেক্ট করবো । তারপর "Submit" বাটনে ক্লিক করবো । আর জানা না থাকলে আগের মতো "Skip" বাটনে ক্লিক করবো ।
  • ৭. "English" --> "Bengali" ভেরিফাইয়ের ক্ষেত্রে যে অনুবাদটি আসছে তা যদি সঠিক হয় তবে "Yes" বাটনে ক্লিক করুন আর যদি ভুল মনে হয় তবে "No" বাটনে ক্লিক করুন । তবে যদি আপনার যদি অনুবাদটি জানা না থাকে তবে "Skip" বাটনে ক্লিক করুন ।

এই ছিলো কনট্রিবিউট করার উপায় । এখন আপনি যদি চান আপনি কতগুলো অনুবাদ যোগ করলেন বা কতগুলো শব্দ/বাক্য ভেরিফাই করলে তবে আপনি "My Answers" বাটনে ক্লিক করে খুব সহজেই সেটি জেনে নিতে পারবেন ।

এই কার্যক্রমের কেন্দ্র হবে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই থাকবে; ২৬ তারিখেসকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই কার্যক্রমে অংশ নিতে হলে নিচের ফর্মে নিবন্ধন করুন। এখানে নিবন্ধন করুন ।

২৬ মার্চের রেকর্ডের পরও চলবে বাংলাকে সমৃদ্ধ করার এই কার্যক্রম। পয়লা বৈশাখ পর্যন্ত যিনি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবেন তিনি সুযোগ পাবেন সিঙ্গাপুরে গুগল অফিস দেখে আসার। আর এক হাজারের বেশি যারা কন্ট্রিবিউট করবেন তাদের সবাই পাবেন গুগলের ইলেকট্রনিক সার্টিফিকেট। থাকছে আরও কিছু পুরস্কার।

সার্টিফিকেট বা সিঙ্গাপুর ঘুরা নয় দেশের জন্য কাজ করুন ।দেশের জন্য ভাষার জন্য কাজ করার মজাই আলাদা । করে দেখুন অন্তর থেকে আনন্দ পাবেন ।

তবে আর দেরি কেন আসুন সবাই কাজে নেমে পরি । ভাষার জন্য রক্ত কেবল আমরাই দিয়েছি এখন সময় বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেয়া । নিশ্চয় আমারা তা পাবরো । আমাদের তা পারতেই হবে, এটাই ভাষা শহীদ পূর্বপুরুষের কাজে আমাদের দ্বার্থ অঙ্গিকার ।

বি:দ্র : লেখাটি খুবই কম সময়ে লেখা । যদি কোন ভুল থাকে বা অসঙ্গতি থাকে তবে ধরিয়ে দিলে বাধিত হবে । ধন্যবাদ ।

আরো কিছু জানতে চাইলে আমাকে ফেসবুকে মেসেজ করুন ।

Level 1

আমি শাহিনশাহ মঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল এ

গুগল এডসেন্সে বাংলা সাপোর্ট করবে
কবে?

“গুগল এডসেন্সে বাংলা সাপোর্ট” এই চিন্তা বাদদেন।