মুভি দেখতে ভালোবাসেন কিন্তু অনেক মুভির ভিড়ে কোন মুভি দেখবেন ভেবেই পাচ্ছেন না? আপনার মুভি টেস্ট অনুযায়ী সেরা মুভি খুঁজে দিতেই আমার আজকের আয়োজন!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

অতীত বর্তমান ভবিষ্যতে মানুষের বিনোদনের মাধ্যম হিসাবে চলচিত্রকেই প্রধান হিসাবে ধরা হয়। বর্তমান সময়ে চলচিত্র তথা মুভি মানুষের বিনোদনের প্রধান খোরাক হিসাবেই বিবেচিত হয়ে আসছে। এ কারনে আশেপাশে তাকালে মুভি প্রেমি থেকে শুরু করে মুভি এডিক্টেডদেরকেও চোখে পড়ে।

মুভি এডিক্টেড একারনেই বললাম কারন এমন অনেকেই আছে যারা নেশা দ্রব্যের তুলনায় মুভি দেখাটাতেই বেশি আনন্দ পায়। মানুষের পছন্দের বৈচিত্রের কারনে আজকাল নানা রঙের নানা ঢংগের বিচিত্র সব মুভি দেখা যায়। মুভির সমাহার বিচিত্র হলেও প্রত্যেক মানুষের নিজের কাছে নিজের পছন্দ কিন্তু বিচিত্র নয়।

এ কারনে বিচিত্র রঙের বিচিত্র ঢংগের মুভির সমুদ্রে আপনার পছন্দ মতো মুভি খুঁজে বের করা ঠিক ঘোলা পানি থেকে সুঁই খুঁজে বের করার মতো ব্যাপার। আজকের টিউনের আলোচ্য বিষয় হলো, কীভাবে খুব সহজে মুভির এই বিশাল সমাহারের মাঝে নিজের টেস্ট অনুযায়ী মুভি খুঁজে বের করা যাবে। এর জন্য আমরা একটা অনলাইন টুলসের সাহায্য নিবো। যেটা আমাদেরকে আমাদের টেস্ট বুঝে ঠিক উপযুক্ত মুভি খুঁজে বের করার সুযোগ করে দিবে।

Movli (Ultimate Movie Choise Solution)

অনলাইনে এরকম কয়েকটি ওয়েব সাইট রয়েছে যা আমাদের টেস্ট অনুযায়ী মুভি দেখতে সহযোগিতা করে। এই ওয়েব সাইটগুলোর মধ্যে Movli.com অন্যতম। সাইটটি মুলত আপনার দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে আপনার পছন্দ অনুমান করার চেষ্টা করে এবং সে অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় মুভি সাজেস্ট করে থাকে।

এই অনলাইন ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে এর অফিশিয়াল সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি ফেসবুক, টুইটার বা আপনার গুগল একাউন্টের সাহায্যে সাইটটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যদি চান কোন একাউন্ট ব্যবহার না করেই আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিবেন তাহলেও কোন সমস্যা নেই।

কিন্তু এক্ষেত্রে সাইটটি আপনার পছন্দসমূহ পরবর্তি ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেনা। যাহোক, নিচের লিংক থেকে আপনি Movli তে গিয়ে ফেসবুক, টুইটার বা আপনার গুগল একাউন্টের সাহায্যে আপনার অ্যাক্সেস নিশ্চিত করুন।

Click To Register In Movli.com

ভিন্ন জনের কাছে একই মুভি ভিন্ন স্বাদের

কারো সম্পর্কে ধারনা করতে গেলে তার বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এখন Movli যদি আপনার পছন্দের ব্যাপারে ধারনা করতে চেষ্টা করে তাহলে তাকে অবশ্যই আপনার পছন্দ অপছন্দগুলো জানাতে হবে।

কারন একেকজনের পছন্দ একেক রকম। উহাদরণ হিসাবে বলছি, সারাবিশ্বে ব্যাপক সাড়া জাগানো এভাটার মুভিটিকে আমি রেটিং দিয়েছি ১ (এক)। আপনি হয়তো এটা নাও করতে পারেন। আপনার কাছে হয়তো মুভিটি দশে দশ পেতে পারে।

Avatar Movie | Unfortunately I Give It Only One Star!

আপনার নিজস্ব চাহিদার কথা ভেবে আপনার জন্য রয়েছে ব্যক্তিগত মুভি জিনোম। যাতে আপনার চাহিদা অনুযায়ী মুভিগুলোকে আপনি অটোমেটিক বিন্যস্ত অবস্থায় পাবেন।

পারসোনালাইজড মুভি জিনোম

যারা বায়োলজি পড়েছেন তারা জানেন জিনোম জিনিসটা কি। জিনোম প্রত্যেকটা জীবন্ত প্রাণিতে থাকে যা ঐ প্রাণির একক বৈশিষ্ট্য ধারন করে থাকে।

আপনি সাইটটিতে রেজিস্ট্রেশন করে ঢুকার পর তারা আপনাকে সুদৃশ্য কভার পেইজ সহ মুভির লিস্ট দিবে। আপনি যে মুভিগুলো দেখেছেন সেগুলো মার্ক করবেন এবং আপনার পছন্দমতো রেটিং দিবেন।

আপনি যে মুভিগুলো দেখেছেন সেগুলো নির্বাচন করে মনের মতো রেটিং দিন।

এরকম সম্ভবত ৩০টা বা তার বেশি মুভির রেটিং দিতে হতে পারে। তবে যাই হোক, এক সময় নিচের চিত্রের মতো আপনাকে বলে দিবে যে আপনার জিনোম আনলক করতে আরো কতগুলো রেটিং দিতে হবে।

এর মানে হলো আপনি আর মাত্র ২০ মুভি রেটিং দিলেই আপনার কাজ শেষ!

আপনার প্রয়োজনীয় সংখ্যক রেটিং দেওয়া হয়ে গেলে আপনাকে অভিনন্দন জানানো হবে।

অভিনন্দন আপনাকে | আপনার পছন্দের মুভি পেতে আপনি একধাপ এগিয়ে গেছেন।

আপনি যতো বেশি মুভির রেটিং রেটিং দিবেন আপনার পছন্দের মুভি সাজেশন লিস্টে খুঁজে পাবার সম্ভবনা ততো বেশি। কারন একেকটা মুভির রেটিং দেওয়া মানে হলো আপনার পছন্দ সম্পর্কে ওয়েব সাইটটির একটা ধারনা তৈরী হওয়া।

খুঁজে দেখুন আপনার প্রিয় তারকা অভিনীত পছন্দের মুভি

মুভি জিনোম তো তৈরী করে ফেলেছেন। এবার প্রিয় তারকাদের একটা লিস্ট Stars অপশন থেকে করে ফেলুন। কারন আপনি হয়তো চাচ্ছেন এঞ্জেলিনা জুলির কোন মুভি দেখবেন। এখন আপনার সাজেশন লিস্টে অবশ্যই আপনার দেওয়া পছন্দের মুভি লিস্টে থাকা মুভির টাইপে এঞ্জেলিনা জুলির থাকতে হবে। এটা কিন্তু এখানে অসম্ভব কিছুনা। আপনার পছন্দ মতো অপশন থেকে এবার প্রিয় মুভি গুলো খুঁজতে পারবেন। নিচে আপনার জন্য ৪টা অপশন আছে, Featured, Upcoming, New & Discover। এখানে Discover অপশনে আপনার মুভি জিনোম অনুযায়ী পছন্দের মুভি খুঁজে পাবেন। এছাড়া যে New ট্যাবটি আছে সেই ট্যাবে পাওয়া মুভিগুলোকে আপনি তাৎক্ষণিক ইউটিউবে দেখতে পারবেন।

সঠিক মুভি খুঁজে পেতে রয়েছে সঠিক অপশন | অপেক্ষা শুধু ব্যবহারের

এতো সুবিধা ছাড়াও আপনার জন্য রয়েছে আপনার প্রিয় মুভি সার্চ করার সুবিধা। যেকোন মুভি সার্চ করে জেনে নিতে পারবেন সেই মুভি সম্পর্কে যাবতীয় তথ্য। Free হলেতো তখনি দেখে নিতে পারবেন একবার।

দ্রুত এবং ইনফোরমেটিভ সার্চ রেজাল্ট

আপনার পছন্দ মতো ফিল্টারিং সুবিধা

মুভির এই বিশাল সমুদ্রের মাঝে ঠিক আপনার পছন্দ মতো মুভি খুঁজে পেতেই রয়েছে আকর্ষনীয় ফিল্টারিং সুবিধা। আপনি নির্দিস্ট ভাষা, মুভির টাইপ, রেটিং, অ্যাওয়ার্ড এবং মুভি টাইমের উপর ভিত্তি করে আপনার পছন্দ মতো মুভি খুঁজে পাবেন। আমি ব্যক্তিগতভাবে কোরিয়ান রোমান্টিক মুভি এবং চাইনিজ যুদ্ধ এবং হরর মুভিগুলো পছন্দ করি। সেই অনুযায়ী মুভি খুঁজে পেতে কোন সমস্যা হয়নি।

আপনার পছন্দ অপছন্দ যোগ করতে পারেন মুভি ফিল্টারে

নিজস্ব মুভি লাইব্রেরী

আপনার দেখা অদেখা সব মুভি নিয়ে অটোমেটিক তৈরী হবে আপনার নিজস্ব মুভি লাইব্রেরী। আপনার মুভি জিনোম অনুযায়ী তৈরী হবে এই মুভি লাইব্রেরী যেখানে আপনার জন্য থাকবে Watched (দেখা হয়েছে), Watchl List এবং Black List অপশন।

আপনার মুভি জিনোমের ভিত্তিতে রয়েছে নিজস্ব মুভি লাইব্রেরী

আশা করি এই ওয়েব সাইটটি আপনার প্রয়োজনীয় মুভি কেন্দ্রিক সব চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। মনের মতো মুভি খুঁজতে এখন আপনাকে আর হিমশিম খেতে হবেনা। তবে যাবার আগে জানিয়ে রাখি যে ওয়েব সাইট হতে আপনি আর কী কী সুবিধা পাবেন-

  • আপনার মুভি টেস্টের ভিত্তিতে আপকামিং মুভি গুলোর নোটিফিকেশন পাবেন।
  • পছন্দের তারকারের আপকামিং মুভি সম্পর্কে জানতে পারবেন।
  • সহজেই নিজের পছন্দের মুভি খুঁজে পেতে পারবেন।
  • কিছুদিন Movli ব্যবহার করলে আপনার মুভি জিনোম এতোটাই শক্তিশালী হবে যে আপনার মনের মতো মুভি কয়েক সেকেন্ডে বের করে দিবে।
  • আপনি সময় স্বল্পতার কারনে ১ঘন্টার একটা মুভি দেখতে চাচ্ছেন সেটাও ফিল্টার করে বের করে ফেলতে পারবেন।

মুভি দেখা ইসলামী শরিয়াহ মোতাবেক হারাম। যদি কেউ দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন। এর জন্য টিউনার দায়ী থাকবে না। তবে ইসলামীক মুভি, ইরানী চলচিত্রগুলো, বিভিন্ন ইসলামীক ডকুমেন্টশন দেখতে পারেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভ্রমণ ছাড়া বিনোদন নিতে আমি এই মুভিতেই ছুটে চলি। মুভি জগত বিস্ময় এবং ছেঁড়াতে মিশে থাকি জীবনের অনেক অংশ। মুভির রাজ্য থেকে ঘুরানোর জন্য বসন্তের মিষ্টি শুভেচ্ছা। লেগে যাবো আজ মুভির রাজ্য থেকে দারুণ কিছু নেওয়ার।
সুন্দর গিফট এবং ভিন্ন ধাঁচের টিউনের জন্য ধইন্যার বন্যা। 🙂

    @আই,টি সরদার: টিউনটি কেমন হয়েছে উপরওয়ালা জানে কিন্তু আপনার মন্তব্য দেখে মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেলো। টিউনের শুরুতেই এতো সুন্দর মন্তব্য টিউনারের মনে এক আনন্দের বার্তা এনে দিয়েছে।
    **সুন্দর এই টিউমেন্টের কারনে আপনার ধইন্যার বন্যায় আপনাকেই ভাসিয়ে দিলাম।

দারুন টিউন

‘বিসমিল্লাহ’ দিয়ে মুভির পোস্ট না করলে ভাল হতো।

অসাধাররররররণ একটা টিউন হয়েছে…আর এই রকম একটা কিছুর আশায় ছিলাম, বড্ড হিমশিম খেতে হতো কোন মুভি ডাউনলোড দিতে গিয়ে…। লগিন করলাম জাস্ট আপনাকে ধন্যবাদ দিব বলে..অসংখ্য ধন্যবাদ এমন একটা টিউন উপহার দেয়ার জন্য, সরদারজি আর আপনি দুজনেয় আজকাল চরম লেভেলের টিউন করেন। পরেরটার আশায় রইলাম

    @হাবিব উল্লাহ: এরকম ভাবে আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আরো ভালো কিছু করার সুযোগ হবে! আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন!

    ** বরাবরের মতো সুন্দর টিউমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ 🙂

🙂 অনেক অনেক ধন্যবাদ ভাই….

আসসালামুয়ালাইকুম, আপনার মানসম্পন্ন টিউন ভাল লাগে। আপানার দেয়া flip pdf reader & moon reader জটিল কাজ করে। আপনার কাছে অনুরোধ….>>> যদি ইরানি ছবি Download এর ভাল কোন সাইট(ইসলামীক মুভি, ইরানী চলচিত্র, বিভিন্ন ইসলামীক ডকুমেন্টশন ) থাকে আমাদের সাথে share করুন। ধন্যবাদ……।

টেস্ট করে দেখি

সুন্দর সাইট । ডাটাবেস ও ভাল ।

বটে, জিনোম নিয়ে পড়াশোনা করা আর নিজের জিনোম সিকোয়েন্স বানাতে থাকা বোধকরি এক না ….টিপাটিপি করে A-T-C-P জোড়া লাগাতে গিয়ে তো হিমশিম খাচ্ছি- আমার চেইন দেখে তো জ্বীন-ভূতেও পালাবে 😉

এর আগে ডেক্সটপের একটা সফটওয়্যার একজন দিয়েছিল এই তাবৎ কাজের জন্য- কিন্তু আমার মতো ঘুমকাতুরে অকালকুষ্মান্ডের জন্য বোধহয় নির্ঝঞ্ঝাট অনলাইনই সেরা…..যেখানে সংযুক্তি আছে কিন্তু সম্পৃক্ততা কম, ভালোবাসা আছে কিন্তু দাবি কম 😉

যথারীতি নাড়াচাড়া করেছি গতকালই…..তবে আমার স্বাদের গভীরতা বুঝতে মুভলির আরেকটু সময় লাগবে আরকি!! ব্যাপার না…..জিনিসটা বিয়াফুক অস্থির…..বুকে টেনে নিলাম 😉
আর আপনাকে ধইন্যার বন্যায় ভাসায়ে দিলাম 🙂

    আপনার মুভির জিনোম বুঝতে মুভলির সময় লাগলেও আপনার টিউমেন্টের জিনোম বুঝতে আমার কখনো দেরি হয় না। বরাবরের মতো চমৎকার টিউমেন্টের জন্য ধইন্যার সাইক্লোন 😛

Level 0

সত্যি, বৈচিত্রপূর্ণ টিউনের জন্য অনেক ধন্যবাদ।

>Click To Register In Movli.com,এখানে ক্লিক করলে কিছু আসতেছে না,