চীন একটা মজার আর বাজ়ে দেশ। বিশাল একটা জনসংখ্যা আর দেশের প্রতিটা লোক দেশপ্রেমী। এই ভদ্রলোক দের একটা বিশাল অংশ ইন্টারনেট ব্যাবহার কারী। ডেইলী চীনের প্রায় এক বিলিওন লোক ইন্টারনেট ব্যাবহার করেন। আর বাজে ব্যাপার হলো এনারা চীনের বাইরের কোন ওয়েবসাইটে তেমন ঢুকেন না। মুল কারন টা অবশ্য ভাষা, চীনা রা ইংরেজী তে তেমন দক্ষ না, হবার অবশ্য দরকার ও নাই, তাদের নিজেদের ই সব আছে।
চীনের সবথেকে বড় ওয়েবসাইট হলো বাইদু ডট কম baidu.com। এটা একটা সার্চ ইঞ্জিন বলেই জানি, সাথে প্রায় সবরকম আর্টিকেলের কালেকশন। মজার কথা হলো পুরো সাইট টা চাইনিজ ভাষায় করা, ইংরেজী আছে হাতে গোনা দু চারটা হেল্প পেইজে। আর এ সাইটের ১০০% ভিজিটর চাইনিজ রাই। আর এই নিজেদের ভিজিটর দিয়েই তারা দুনিয়ার টপ সাইটগুলোর একটা।
বাইদু ডট কম baidu.com নিয়া আমার একটু বাজে অভিজ্ঞতা আছে। এক বড় ভাই আমাকে বলছিলেন, যাই কর, চীনে হাত দিস না, ধরা খাবি। আমি বুঝি নাই, আমি শুনি নাই। দুদিন পর দেখলাম চাইনিজ রা আমার বিশাল ফ্যান 😛 😛 ওদের সার্চ ইঞ্জিন গুলোর ক্রলার বট সারাদিন আমার সাইটের অলিতে গলিতে ঘুরে মরতেছে, আর প্রচন্ড স্পিড নিয়া, স্বাভাবিক ভাবেই আমার সাইটের স্পিড স্লো করে দিছে।
চীনের একার আছে রোজ নেট ব্যবহার করা ১ বিলিয়ন ইউজার। এক বিলিয়ন মানে বোধ হয় ১০০ কোটি, না ? চীনের এ বিশাল ভিজিটর নিয়া মাথাবেথা আছে জায়ান্ট দের ও । গুগল বারবার ব্যার্থ চীনে, এদিকে ফেসবুক ব্যান খাইছে ২০০৯ এ। আসলে চীনা রা খুবি পরিশ্রমী একটা জাতি, ওদের নষ্ট করার জন্য আমাদের মত সময় নাই। এক বিলিওন ডেইলী ইউজার, লোভনীয় একটা ব্যাপার। কিন্তু ঐযে সমস্যা, এরা চাইনিজ ছারা কিছু বুঝে না। দেখেশুনে খবর পেলাম মার্ক জাকার্বার্গ ও চাজনিজ শিখছেন নাকি কবছর থেকে, সুবিধে করে উঠতে পারছেন না 😛
চীনের ইকমার্স সাইট আলিবাবা ডট কম (allibaba.com) টা ইংরেজী বেসড, আর বলা যায় রাজত্ব করতেছে নিজেদের যায়গায় এরা। সো যেভাবে হোক চীনে ঢুকতে হবে। প্রায় বেশীরভাগ স্মার্টফোন চীনে তৈরী হয়, তো বলা যায় ব্যাবহারকারী ও তারাই।এরা এমন কি গুগল প্লে তেও ঢুকে না,(চীনের সাথে গুগলের সম্পর্ক ভালো নাহ) তাইলে এরা এপ নামায় কই থেকে ?
হুম এদের নিজেদের এপ স্টোর ও আছে , আর বিশাল মাপের। যেমন ধরেন 360 মার্কেট। এড্রেস zhushou.360.cn
ঢুকে লাভ নাই, মাথা মুন্ডু কিচ্ছু বুঝবেন না। ছবি টা দেখেন
আরেক টা হচ্ছে 91 hiapk: apk.hiapk.com
এটাও ঐ রকম ই, ছবি দেখেন
তো বলা যায় চীন নিজেদের নিয়া ভালোই আছে, আমরাই অভাগা জাতি যাদের নিজেদের তেমন কিছুই নাই।
আপাতত আমার টার্গেট হচ্ছে চাইনিজ শেখা, এন্ড চায়না ভাষায় ওয়েবসাইট বানানো, হিহিহিহিহি। এ নিয়ে আমার ফেইসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, সেখানে একজন জানাইলেন চাইনিজ ভাষায় বর্নমালা ই হাজারের কাছাকাছি, দেখে দমে গেলাম।
সৌজন্যেঃ Fajlami.com
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
খুব ভাল লাগল।