টেক জবগুলো অন্যান্য জবের থেকে অনেক বেশি চাহিদা সম্পন্ন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোন জবগুলো ২০১৫ সালে চমকপ্রদ বেতন দিচ্ছে তা দেখার বিষয় এবং সেই সব জব গুলোর বর্তমানে চাহিদাও কেমন তা জানতে ইচ্ছা করেতো নাকি?
ব্রিটিশ দৈনিক বিশ্বের সবথেকে চাহিদাবহুল ২৫ জবের লিস্ট তৈরি করেছেন। তার মধ্যে ১৪ টি জবই এই টেক রিলেটেড। আসুন আমরা জানি বিশ্বের সবথেকে চাহিদাবহুল সেই টেক জব সম্পর্কে।
গড় বেতনঃ ৯০৮৯৯ ডলার বা ৭২ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ৫৫০৮
একজন সেলস ইঞ্জিনিয়ার কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি যিনি একটা প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীর সাথে টেকনিক্যাল সকল বিষয় সমাধান করেন এবং সহায়তা করেন।
গড় বেতনঃ ৯৬, ৩৯২ ডলার বা ৭৭ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ৯৯০৫৫
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মূলত একজন সফটওয়্যার প্রোগ্রামার। যেহেতু টেক কোম্পানি গুলো সফটওয়্যার এবং অ্যাপ তৈরি করছে প্রতিনিয়ত সেহেতু সফটওয়্যার প্রোগ্রামার একটা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।
গড় বেতনঃ ৯৬, ৮৫৫ ডলার বা ৭৭ লাখ ৫০ হাজার টাকা প্রায়
ওপেন জবঃ ৯৬৮৫৫
একজন ইউএক্স ডিজাইনার বা ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার সেই প্রতিষ্ঠানের পণ্যের লুক, কাজ এবং দেখতে কেমন হবে তাই নিয়ে কাজ করে।
গড় বেতনঃ ৯৭, ২৫৮ ডলার বা ৭৭ লাখ ৮০ হাজার প্রায়
ওপেন জবঃ ৯৭২৫৮
একটা কোম্পানির কাস্টমার ট্রানজেকশন এবং তথ্য ম্যানেজ করেন এই ডাটাবেজ এডমিনিস্ট্রেটর। তিনি একটা বড় অংশ দখল করে রাখে কোম্পানির।
গড় বেতনঃ ১, ০১, ১৫৪ ডলার বা ৮০ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ১২৬৪
একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার এবং অন্যান্য কমিউতার পার্টস তৈরি করেন।
গড় বেতনঃ ১, ০১, ৩৩০ ডলার বা ৮০ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ১৬৮৯
একজন কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্স ঠিক করে কীভাবে একটি পণ্য বা সেবা কীভাবে পারফর্ম করবে।
গড় বেতনঃ ১, ০২, ৭৪৯ ডলার বা ৮০ লাখ ২০ হাজার টাকা প্রায়
ওপেন জবঃ ২০৬০
একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার ঠিক রাখে যিনি কোম্পানির সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি নিয়ন্ত্রন করে।
গড় বেতনঃ ১, ০৫, ৩৯৫ ডলার বা ৮ লাখ ৪০ হাজার টাকা প্রায়
ওপেন জবঃ ৩৪৩৩
বর্তমানে সবথেকে সুপার হিট চাহিদা কোম্পানির কাছে। কোম্পানির সকল ডাটা গোছানো, খুঁজে বের করা এবং সেভ করা তার কাজ।
গড় বেতনঃ ১, ১৩, ৯৫৯ ডলার বা ৯১ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ৯৯১৮
একজন প্রডাক্ট ম্যানেজার পূরা কম্পানির টিম চালান যারা ডিজাইন এবং পণ্য মার্কেটে নিয়ে আসবেন। যদিও এটা টেক বেসড জব না তবে এটি প্রত্যেক টেক কোম্পানির জন্য অপরিহার্য।
গড় বেতনঃ ১১৫৭২৫ ডলার বা ৯২ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ১৭১৬১
একজন আইটি ম্যানেজার টোটাল কোম্পানির আইটি দেখাশুনা করেন।
গড় বেতনঃ ১, ১৫, ৭২৫ ডলার বা ৯২ লাখ ৯০ হাজার
জব ওপেনঃ ১৪০৮
একজন অ্যানালিটিকস ম্যানেজার কোম্পানির ব্যবসা এবং ফিনান্সসিয়াল অ্যানালিটিকস হিসাব রেখে কোম্পানির সাকসেস বের করা।
গড় বেতনঃ ১২১৫২২ ডলার বা ৯৭ লাখ টাকা
জব ওপেনঃ ৩৫৩০
কোম্পানির জটিল সফটওয়্যার এবং সিস্টেম একজন সল্যুশন আর্কিটেক্ট চালনা করেন।
গড় বেতনঃ ১২৩৭৪৭ ডলার বা ৯৯ লাখ টাকা প্রায়
ওপেন জবঃ ২২৪৯
সকল সফটওয়্যার প্রোজেক্ট হ্যাঁন্ডেল করেন এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার।
গড় বেতনঃ ১৩০৮৯১ ডলার বা ১ কোটি টাকা প্রায়
ওপেন জবঃ ৩২২৯
জটিল সফটওয়্যার ডিজাইন করা সফটওয়্যার আর্কিটেক্টের কাজ।
এবার আপনারাই ডিসিশন নিন কীভাবে কি করবেন এই আইটি জগতে।
কম্পিউটার সাইন্স পড়তে চান? দেখে নিন কম্পিউটার সাইন্সের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। (ফিচার আর্টিকেল)
ধন্যবাদ সবাইকে। আইটি বিষয়ক পরামর্শের জন্য আমি আছি সবসময়।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
খুব ভাল লাগল কিন্ত কঠোর পরিশ্রম দরকার