আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এই ৪০০ তম টিউন করব বলে আগে থেকে ফেসবুকে আমার কভার ছবি এবং ১টি ছবি আপলোড করেছিলাম, এতে অনেকের সাড়া পেয়েছিলাম, অনেকে বলেছে হোছাইন ভাই নতুন কিছু চমক নিয়ে আপনার টিউন চাই! জানিনা কেমন হবে আজকের চমক, আর যদি চমক না দিতে পারি, তাহলে চেস্টা করব আগামীতে চমক দেওয়ার জন্য! আর দুঃখের বিষয় খুব দুঃখ পেলাম তা হল অভিজ্ঞ টিউনার সবার সাথে আমার ফেসবুকে এড আছে কিন্তু তাদের থেকে ১টি লাইক এবং মন্তব্য ও পেলাম না 😥 মনে করেছিলাম তাদের থেকে কিছু পরামর্শ পাব। তবুও আশা নিয়ে আছি! হয়তো আজ তারা আমার এই ৪০০ তম টিউনে টিউমেন্ট করবেন। 😆
প্রবাসি ভাইয়ের একটি টিউমেন্ট আমাকে অনেক নাড়া দিয়েছিল!! তিনি আমার ফটোশপ যাদুর এক টিউনের মধ্যে এই টিউমেন্টটি করেছিলেন, আপনার বিন্দু বিন্দু টিউন গুলো একদিন সিন্ধুতে পরিণত হবে। আমার মনে হয় প্রবাসি ভাইয়ের দোয়া কবুল হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, তারাই দ্বারা গড়ে উঠে সাগর মহাতল।
আমি নিজের মত করে লেখাটা বানালাম!! 😛
ছোট্ট অবুঝ শিশু যেমন কিছু বুঝে না, অন্যের মুখামুখি হতে হয়, আমি ও ঠিক তেমনি প্রযুক্তি সম্পর্কে কোন ধারনা ছিল না । এই টেকটিউনস থেকে শিখেই আজ মিটি মিটি করে আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনস এ ৪০০ তম টিউনে পা রাখছি... আমি হোছাইন কে অনেকে চিনত না কিন্তু আজ টেকটিউনস এর কারনে অনেকে এই অতি সাধারন টিউনার হোছাইন ভাইকে চিনতে পেরেছে, সব কিছুই এই টেকটিউনস এর অবদান। জীবনে হয়তো অনেক কিছুই পেয়েই অনেক কিছুই হারিয়েছি, তবে সব পাবার মাঝে হয়তো টেকটিউনস একটি। কম্পিউটার কিছু কিছু জানতাম কিন্তু তেমন ভাল জানতাম না ২০১০ সালে পরিচয় হয় টেকটিউনস ওয়েব সাইটে তাও আবার নিচের কাটা পত্রিকা থেকে এখনো রেখে দেয়েছি সে পত্রিকাটি। 😯
তেমন নেটের কাজ ও জানতাম না, লিংক নিয়ে ওয়েব এড্রেস বারে দিয়ে লগইন করলাম, দেখি অনেক সুন্দর ভাবে তৈরি করা বাংলাতে একটি ওয়েব সাইট, সাইফুল ভাই, প্রবাসী ভাই, হাসান যোবায়ের ভাই, টিনটিন ভাই, জাকির ভাই, সাবিহা এবং রিয়া আপু সহ আরো অভিজ্ঞ টিউনারদের টিউন গুলো পড়তাম অনেক ভাল লাগত আর তাদের টিউন দেখি অনেক ইচ্ছা জাগত ১টি টিউন করার কিন্তু সাহস করতাম না, একদিন সাহস করে দোয়া চাইলাম সকলের কাছে, কিছু ভাই ভাল পরামশ দিয়েছেন তাই সাহস করে এক এক টিউন করে আজ ৪০০ তম টিউনে পা রাখলাম। (সব কিছুই আল্লাহর ইচ্ছায়)
টেকটিউন্স থেকে অনেক কিছু শিখেছি তাই সাহস করে দিয়ে দিলাম ১টি ট্রেনিং সেন্টার আজ ট্রেনিং সেন্টার এর ৩ বছর হয়ে গেল। এবং অনেক ছাত্র-ছাত্রী এই প্রযুক্তি পিপাসু হোছাইন থেকে কিছু শিখে আজ তারা কিছু একটা করতে পারছে ।
অল্প যা কিছু জানি তা অন্যকে শিখাতে চেষ্টা করি। আর সকলের দোয়া চাচ্ছি।
অনেকে আমাকে বলল হোছাইন ভাই আপনার টিউন গুলো অনেকে কাজের এবং প্রতিদিন আপনার টিউন গুলো পড়ি এবং কিছু শিখতে চেষ্টা করি। অনেকে আছে নেট এর খরচ হবার ভয়ে টিউন পড়েন না!! তাই তাদের কথা চিন্তা করে আমার সব গুলো টিউন কে একসাথে অফলাইনে পড়ার জন্য এই সহজ নিয়ম গুলো অনুসরন করলাম এতে নামাতে কিছু এমবি খরচ হবে, আর কোন এম বি খরচ হবে না। তাই একবার নামিয়ে সাথে রাখিয়ে দিন।
Techtunes এ আমার সব গুলো টিউন কে ৩ (তিন) ভাগে বিভক্ত করে দিলাম।
১। আমার সব চেইন টিউন গুলোঃ ডাউনলোড
২। আমার অন্যান্য টিউন গুলোঃ ডাউনলোড
৩। আমার অন্যান্য টিউন গুলোঃ বাছাই করে রাখা- ডাউনলোড
এতক্ষন সবাইকে পিসির জিনিস দিয়ে গেলাম আর Android ব্যবহার কারীরাও বিফলে যাবেন না আপনাদের জন্য ও নিয়ে আসলাম ভাল লাগা ১টি Apps এই Apps দিয়ে আপনি ভিডিও এডিটিং এর মত কাজ করতে পারবেন, মানে আপনার ছবিকে বানিয়ে দিতে পারবেন ভিডিও এবং কি ছবির মধ্যে দেওয়া যাবে দারুন সব ভিডি এর ইফেক্ট এবং মিউজিক। এক বার ব্যবহার করে দেখুন ।
আর পিসির জন্য নিয়ে নিন পিডিএফ থেকে জিপিজি করার কাজের এবং ফুল ভার্সন সফটঃ PDF To JPEG Pro Download
আমার ৪০০ তম টিউন উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সকলের জন্য গরম গরম পিঠাগুলো খেয়ে নিবেন না হয় ঠান্ডা হয়ে যেতে পারে। 😆
ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই টিউনার হোছাইন আহমদ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
এগিয়ে যান সাথে আছি।