আজ আমার ৪০০ তম টিউনঃ সবাইকে জানাই ৪০০ তম টিউনের শুভেচ্ছা। (এবং আমার কিছু কথা)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

এই ৪০০ তম টিউন করব বলে আগে থেকে ফেসবুকে আমার কভার ছবি এবং ১টি ছবি আপলোড করেছিলাম, এতে অনেকের সাড়া পেয়েছিলাম, অনেকে বলেছে হোছাইন ভাই নতুন কিছু চমক নিয়ে আপনার টিউন চাই! জানিনা কেমন হবে আজকের চমক, আর যদি চমক না দিতে পারি, তাহলে চেস্টা করব আগামীতে চমক দেওয়ার জন্য! আর দুঃখের বিষয় খুব দুঃখ পেলাম তা হল অভিজ্ঞ টিউনার সবার সাথে আমার ফেসবুকে এড আছে কিন্তু তাদের থেকে ১টি লাইক এবং মন্তব্য ও পেলাম না 😥 মনে করেছিলাম তাদের থেকে কিছু পরামর্শ পাব। তবুও আশা নিয়ে আছি! হয়তো আজ তারা আমার এই ৪০০ তম টিউনে টিউমেন্ট করবেন। 😆

প্রবাসি ভাইয়ের একটি টিউমেন্ট আমাকে অনেক নাড়া দিয়েছিল!! তিনি আমার ফটোশপ যাদুর এক টিউনের মধ্যে এই টিউমেন্টটি করেছিলেন, আপনার বিন্দু বিন্দু টিউন গুলো একদিন সিন্ধুতে পরিণত হবে। আমার মনে হয় প্রবাসি ভাইয়ের দোয়া কবুল হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, তারাই দ্বারা গড়ে উঠে সাগর মহাতল।

আমি নিজের মত করে লেখাটা বানালাম!! 😛

ছোট্ট অবুঝ শিশু যেমন কিছু বুঝে না, অন্যের মুখামুখি হতে হয়, আমি ও ঠিক তেমনি প্রযুক্তি সম্পর্কে কোন ধারনা ছিল না । এই টেকটিউনস থেকে শিখেই আজ মিটি মিটি করে আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনস এ ৪০০ তম টিউনে পা রাখছি... আমি হোছাইন কে অনেকে চিনত না কিন্তু আজ টেকটিউনস এর কারনে অনেকে এই অতি সাধারন টিউনার হোছাইন ভাইকে চিনতে পেরেছে, সব কিছুই এই টেকটিউনস এর অবদান। জীবনে হয়তো অনেক কিছুই পেয়েই অনেক কিছুই হারিয়েছি, তবে সব পাবার মাঝে হয়তো টেকটিউনস একটি। কম্পিউটার কিছু কিছু জানতাম কিন্তু তেমন ভাল জানতাম না ২০১০ সালে পরিচয় হয় টেকটিউনস ওয়েব সাইটে তাও আবার নিচের কাটা পত্রিকা থেকে এখনো রেখে দেয়েছি সে পত্রিকাটি। 😯

তেমন নেটের কাজ ও জানতাম না, লিংক নিয়ে ওয়েব এড্রেস বারে দিয়ে লগইন করলাম, দেখি অনেক সুন্দর ভাবে তৈরি করা বাংলাতে একটি ওয়েব সাইট, সাইফুল ভাই, প্রবাসী ভাই, হাসান যোবায়ের ভাই, টিনটিন ভাই, জাকির ভাই, সাবিহা এবং রিয়া আপু সহ আরো অভিজ্ঞ টিউনারদের টিউন গুলো পড়তাম অনেক ভাল লাগত আর তাদের টিউন দেখি অনেক ইচ্ছা জাগত ১টি টিউন করার কিন্তু সাহস করতাম না, একদিন সাহস করে দোয়া চাইলাম সকলের কাছে, কিছু ভাই ভাল পরামশ দিয়েছেন তাই সাহস করে এক এক টিউন করে আজ ৪০০ তম টিউনে পা রাখলাম। (সব কিছুই আল্লাহর ইচ্ছায়)

টেকটিউন্স থেকে অনেক কিছু শিখেছি তাই সাহস করে দিয়ে দিলাম ১টি ট্রেনিং সেন্টার আজ ট্রেনিং সেন্টার এর ৩ বছর হয়ে গেল। এবং অনেক ছাত্র-ছাত্রী এই প্রযুক্তি পিপাসু হোছাইন থেকে কিছু শিখে আজ তারা কিছু একটা করতে পারছে ।

অল্প যা কিছু জানি তা অন্যকে শিখাতে চেষ্টা করি। আর সকলের দোয়া চাচ্ছি।

অনেকে আমাকে বলল হোছাইন ভাই আপনার টিউন গুলো অনেকে কাজের এবং প্রতিদিন আপনার টিউন গুলো পড়ি এবং কিছু শিখতে চেষ্টা করি। অনেকে আছে নেট এর খরচ হবার ভয়ে টিউন পড়েন না!! তাই তাদের কথা চিন্তা করে আমার সব গুলো টিউন কে একসাথে অফলাইনে পড়ার জন্য এই সহজ নিয়ম গুলো অনুসরন করলাম এতে নামাতে কিছু এমবি খরচ হবে, আর কোন এম বি খরচ হবে না। তাই একবার নামিয়ে সাথে রাখিয়ে দিন।
Techtunes এ আমার সব গুলো টিউন কে ৩ (তিন) ভাগে বিভক্ত করে দিলাম।
১। আমার সব চেইন টিউন গুলোঃ ডাউনলোড

২। আমার অন্যান্য টিউন গুলোঃ ডাউনলোড

৩। আমার অন্যান্য টিউন গুলোঃ বাছাই করে রাখা- ডাউনলোড

এতক্ষন সবাইকে পিসির জিনিস দিয়ে গেলাম আর Android ব্যবহার কারীরাও বিফলে যাবেন না আপনাদের জন্য ও নিয়ে আসলাম ভাল লাগা ১টি Apps এই Apps দিয়ে আপনি ভিডিও এডিটিং এর মত কাজ করতে পারবেন, মানে আপনার ছবিকে বানিয়ে দিতে পারবেন ভিডিও এবং কি ছবির মধ্যে দেওয়া যাবে দারুন সব ভিডি এর ইফেক্ট এবং মিউজিক। এক বার ব্যবহার করে দেখুন ।

আর পিসির জন্য নিয়ে নিন পিডিএফ থেকে জিপিজি করার কাজের এবং ফুল ভার্সন সফটঃ PDF To JPEG Pro Download

আমার ৪০০ তম টিউন উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সকলের জন্য গরম গরম পিঠাগুলো খেয়ে নিবেন না হয় ঠান্ডা হয়ে যেতে পারে। :mrgreen: 😆

ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

ফেইসবুকে আমি

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই টিউনার হোছাইন আহমদ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগিয়ে যান সাথে আছি।

হোছাইন ভাই,
শুভ কামনা রইলো আপনার জন্য। টেকটিউনস শুধু টেক ব্লগ না, ভবিষ্যৎ টেক ম্যান তৈরির প্লেস। আপনি নিজেই তার প্রমাণ। ধন্যবাদ এবং ৪০০ তম টিউনের শুভেচ্ছা।
🙂

    @আই, টি সরদার: আপনারা আছেন বলে তো টিটিতে লিখতে ভাল লাগে আর আপনাদের লেখাগুলো পড়ে ও ভাল লাগে @ অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ।

হোছাইন ভাই……. ৪০০ তম টিউনের শুভেচ্ছা……
আপনার ফেসবুক আইডি দিবেন এবং ফ্রেড রিকোয়েস্ট পাঠালে এক্সসেপ্ট করবেনত?

    @imtiaz.naim: Fb আইডি নিচে দেওয়া আছে এক্সসেপ্ট করব না মানে অলরেডি ৩০টা তো করে ফেললাম :D। বিশেষ করে টিটির বন্ধুদের। @ ধন্যবাদ

অসঙ্খ্য(৪০০বার) ধন্যবাদ , আপনার টিউন গুল আমার খুব-ই ভাল লাগে, সঙ্গে আছি, আর আপনার পিঠা খুব সুস্বাদু হয়েছে, একবারে সবগুলাই খেয়ে ফেললাম 😀

অভিনন্দন ভাই! আপনার স্বতঃস্ফূর্ত লেখনী খুবই উপভোগ করি। শূন্য সংখ্যা আরেকটা বাড়ুক। (বললে কি বিশ্বাস করবেন, আপনার এই পোস্টে মন্তব্য করার লোভ সামলাতে না পেরে ভুলে যাওয়া পাসওয়ার্ডটা রিকভার করতেই হল!)

    @সাদ ইকবাল: বাহ আমার কারনে আপনি আপনার ভুলে যাওয়া পার্সোয়ার্ড উদ্ধার করলেন এবার তো আমাকে পিঠা খাওয়াতে হবে 🙂 আর দোয়া থাকলে হবে। ইনশাআল্লাহ।

আশা করি আপনি আড়ে ভাল কিছু দিতে পারবেন

৪০০ তম টিউনের জন্য শুভেচ্ছা 🙂
টেকটিউনস পরিবারকে অনেক দিয়েছেন নিজেকে ‍উজাড় করে। আপনার কাছ থেকে অনেক পেয়েছি।
আপনার কাছ থেকে শুধু একটি শুন্য ছাড়া আর কিছুই চাইনা।
তবে সেটা টিউনের সংখ্যা ৪০০ এর ডানপাশে। আশা করি টেকটিউন পরিবারকে এটা উপহার দিবেন।
শুভকামনা আপনার জন্য। আল্লাহ আপনাকে টেকটিউনস পরিবারের পাশে থাকার সুযোগ দিন।

    @সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ ফাহাদ ভাই@ আপনার থেকে দুটি সফট পেলাম যেটা বলার সাথে সাথে পেয়ে গেলাম # আমি ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি পাব, আসলে আপনি ১টি জিনিয়াস। আর দিন দিন বয়সের যে চাপ পড়তেছে আগ্রহ দিন দিন কমতেছে লেখা-লেখির উপর ,তবুও চেষ্টা আছি কিছু দেবার এবং নেবার। আবারো ধন্যবাদ ফাহাদ ভাই।

কি আর বলব হোসাইন ভাই । বলার ভাষা নাই । আপনি আমাকে কত উপকার করেছেন তা বলে বুঝাতে পারব না । আপনার মত মানুষ যাতে আরো বেশি জন্ম নেয় এই পৃথিবিতে । আমি Fahad Hossain Bhuiyan Nill 🙂

    @ফাহাদ ভুঁইয়া: ফেইসবুকেও তোমার মন্তব্য পেয়ে ভাল লাগল, এখানেও। আসলে আমি নিজেই জানি না আমার দ্বারা অন্যজন কেমন উপকার হল, এখনো ভয় লাগে আমার সাধরন টিউন গুলো, অন্যের কেমন উপকার হল। @ ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

আমি আপনার বড় ভক্ত । আপনার সাফল্য কামনা করছি ।

শুধুই অনেক অনেক অভিনন্দন দেওয়ার আছে। আর কিছুই বলার নেই। এগিয়ে যান ভাই এগিয়ে যান।

    @ব্লগার মারুফ: কি বলব তোমার কথা তোমার জীবনি পড়লাম অনেক কষ্ট করছ এবং কি এখনো অনেক কষ্ট করতাছ @ দোয়া রইল তোমার জন্য। এগিয়ে যাও। আমাদের বিদায় এর সময় চলে এসেছে এখন তোমরা টিটি টিকেয়ে রাখবে।

প্রাণঢালা অভিনন্দন ! এগিয়ে যান ভাই, সাথে আছি …

অভিনন্দন ! ‍আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

অভিনন্দন ৷ ৪০০ তম টিউনের শুভেচ্ছা 🙂

মাশাল্লা।।।।

অভিনন্দন রইল ভাই।

    @প্রবাসী: মনে অনেক কষ্ট ছিল প্রবাসি ভাই @ আপনার টিউমেন্ট পেয়ে তা দূর হয়ে গেল। আর আমার জন্য দোয়া করবেন প্রবাসী ভাই।

Level 2

আপনি একজন অসাধারণ মানুষ। আপনার টিউন গুলো অসাধারণ।আপনি দীর্ঘজীবি হোন আল্লাহর কাছে এই দোয়া করি।

    @motaleb52: আর কিছু চাইনা আপনাদের দোয়াই আমার কাম্য # ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

goood.

শুভ কামনা অহনিশ,

৪০০ তম টিউনের শুভেচ্ছা। আশা করি এভাবেই সংখ্যাটা হাজার পেরিয়ে আরও বহুদূর যাবে।

৪০০ বার ধন্যবাদ।

Level 0

হোছাইন ভাই, ৪০০ তম টিউনের শুভেচ্ছা & শুভ কামনা।

৪০০ টেরাবাইট ধন্যবাদ ভাই , অসাধারন আপনার এই পথচলা ! 🙂

আমরা আপনার সাথে আছি।

৪০০ তম টিউনের শুভেচ্ছা।
গত এক বছরে আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইল আপনার প্রতি।

অভিনন্দন রইল, আর হ্যা পিঠা ঠান্ডা হয়ে গেছে 😛 (y)

অভিনন্দন ভাঈ , এগিয়ে যান 🙂 শুভ কামনা রইলো 🙂

অভিনন্দন । আশা করি আগামিতে আর সুন্দর সুন্দর টিউন উপহার দেবেন । তবে ফটোশপ / ফ্ল্যাশ নিয়ে যদি আরও কিছু টিউন পেতাম তাহলে ভাল হত, বিশেষ করে চেইন টিউন ।

পিঠা গুলো মনে হয় ভাবীর হাতের বানানো 🙂 বেশ মজা

Jazakallah kair.all the best

Vai,ei laine notun.DOA korben.amrao jate apnader onusoron korte pari.

এগিয়ে যান ভাই, সাথে আছি …আপনার সাফল্য কামনা করছি।

Level 0

400তম টিউনের জন্য অভিনন্দন। আশা করি আমরা আরও অনেক অনেক ভালো ভালো জানতে পারবো আপনার কাছে থেকে।

পিঠা ঠান্ডা হয়ে গেছে 🙁

বলব কি ভেবে পাইনা।।।।।

৪০০ তম টিউনের শুভেচ্ছা।

বাবা! ৪০০ হয়ে গেল !

অনেক অনেক অভিনন্দন হোছাইন ভাই

বিদেশ থেকে আপ্নাকে most welcome. আপ্নার সাম্নে উজ্জাল future.

apni onek valo tuner. apnar sofoloter jonno doa kori

প্রায় প্রথম থেকেই নিয়মিত আপনার টিউনগুলো ফলো করি। ৪০০ টি টিউনের কোনটিই হয়তো মিস করিনি। কোনো একদিন আপনার ১০০০ টিউন পূর্ণ হবে, সে আশা রাখছি………

ভাইয়া ১ টা হেল্প করবেন । আমার পিসি তে হঠাত করে Photoshop – illustrator এ বিজয় ইয়ে যুক্তাক্ষর লেখতে পারছিনা। বিসমিল্লাহ লেখতে গেলে দুইটা ল একসাথে হয় না সুধু ১ টা ল উঠে। bijoy 2003-2003Pro- Bijoy Ekhushe 2010- Bijoy Bayanno- 2014 সব গুলু দিয়ে ট্রাই করছি- নতুন করে Photoshop install দিছি কোন লাভ হই নি, এখন কি করব কিছুই বুঝতে পারছিনা। MS ওয়ার্ড এ ঠিক থাকে । আর ১ টা কথা বিজয় ২০০৩+ suttonyMJ Regular,Italic, bold, Bolditalic এই ৫ টা জিনিস আমাকে আপলোড করে লিঙ্ক টা দিলে খুব উপকার হবে প্লিজ ।

    @স্বপন মাহমোদ: Photoshop – illustrator আপনি কোন ভার্সন ব্যবহার করেন তা কিন্তু বলেন নাই @ ভার্সন অনুযায়ী এই প্রবলেম হতে পারে। আর আপনি কোন ভার্সনে এই সমস্যা পড়েছেন। সেটা বলবেন। চেষ্টা করব সমাধান দিতে। @ ধন্যবাদ

অনেক আসা করে আপনার কাছে আসছি । আমি জানি কেউ না পারলেও আপনি পারবেন। তাই আমার আশা টাকে নিরাশ করবেন না প্লিজ।

Level 0

ভাই, আপনার ১০০০ টিউনের আশায় সবাই,

ভালো থাকবেন

    @mana: আপনাদের দোয়া পাশে থাকলে ১০০০ কেনো ১০০০০ হাজার টিউন করতে পারব। (ইনশাআল্লাহ) @ ধন্যবাদ পাশে থাকুন।