ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০৩)

ছোটখাটো Online প্রতারণা  (পর্ব ০১)

ছোটখাটো Online প্রতারণা  (পর্ব ০২)

ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০৩)

আমি এমন কোন প্রতারনার কথা বলছিনা যার ফলে আপনার বড় ধরনের কোন ক্ষতি হয়ে যাবে কিন্তু এই প্রতারকগুলো আপনার সময়কে প্রতিনিয়ত নষ্ট করে চলেছে।

টিউনটি পড়ে অনেকেই নতুন কিছু খুজে পাবেন না হয়ত কিন্তু নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন অথবা যারা প্রতারিত হন নাই তারা ভবিষ্যতেও প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

আজকের বিষয়ঃ Get Paid To Click

টিউনটি পড়ার আগে নিচের লিঙ্কগুলা Visit করে আসবেনঃ

Link1

PTC মানে Paid to Click (lol) অনলাইনি ইনকাম করবেন এই স্বপ্ন সবাই দেখে । স্বপ্ন দেখতে কোন বাধা নাই স্বপ্ন দেখা ভাল কিন্তু তা বাস্তবায়নও করা লাগবে

আর এই ক্ষেত্রে কোন Short Cart নাই আর ফ্রি কিছু আসা করা তো অর্থহীন। আমি নিজেও এককালে এসব সাইটে টাইম নষ্ট করছি।

করাটাই স্বাভাবিক এই সকল সাইটের প্রলভনে পা দেওয়া বড় কোন ব্যাপার না

এসকল সাইট থেকে আপনাকে জানানো হবে আপনাকে এখানে Ad দেখতে বে পতিদিন এবং এই Ad দেখার পাশাপাশি আপনাকে বন্ধুদের কে আমন্ত্রন করতে হবে এ সকল সাইটে। আপনি ভাববেন ad show করে টাকা ইনকাম করে আপনাকে দেবে। ভাই থামেন  !!! টাকা তারা ঠিকই ইকাম করবে তারা দেখাবেও আপনার একাউন্টে টাকা জমা হচ্ছে কিন্তু টাকা কখনই আপনাকে দেবে না এগুলো প্রতারণা। এই প্রতারকর Ad show রে ইাম করবে আর আরো Visitor অর্জন করবে আপনার invite করা বন্ধুদের কাছ থেকে। আমি বলছিনা ১০০% PTC Site প্রতারক কিন্তি অন্তত ৯৯.৯% PTC Site নকল বা প্রতারক  যা আপনার সময় এবং আশা দুটকেই ধ্বংস করবে তাই ভাল কাজ শিখেই ইনকাম করার চেষ্টা করবেন Online Worldটাতে আপনার কাজের দাম আছে আপনার না তাই কাজ না জানলে আপনি মূল্যহীন । ভালো থাকুন এবং সতর্ক থাকুন।

Find Me At

                  

Level 0

আমি মুনিফ শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar kotha o tik ace.. viaa onk time nosto..

আপনার কথা একেবারে ভুল তাও বলবো না!আবার একেবারে সঠিক তাও বলবো না!অর্থাৎ ফিফটি-ফিফটি!
কারণ মোটামুটি ৮-১০ টি পিটিসি সাইট আছে যেগুলা শতভাগ ট্রাস্টেড।প্রমাণ চাইলে,আমি নিজে!
তবে শতকরা ৯০ ভাগ পিটিসি সাইট প্রতারক।

Level 2

hmmm… 2005-6 er dike $400 earn korsilam ptc theke ….
Kintu withdraw korte parini….Pending..Pending…
Ekhon mone hole hasi ashe.. 🙂
Thanks for your tune and hope next generation avoid this.

Level 0

PTC এর কাজ কোনোদিন করিনি তাই শ্রম দিয়ে ছোট ছোট কাজ(like microworkers) দিয়ে শুরু করেছিলাম,,,,,তবে আপনার অভিজ্ঞতা আমার জুনিয়রদের PTC থেকে দুরে থাকাকেই ইঙ্গীত করে।

Level 0

microworkers is a scam site now

এতো ছোট ছোট টিউন করেন কেন ????