চেইন টিউন, ভিডিও টিউটোরিয়াল এবং সফটওয়্যার লিংক সরবারহকারী সকল টেকি ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ এই টিউনটি একবার হলেও পড়বেন।

আসসালামু আলাইকুম। সম্মানিত টেকি ভাইয়েরা আমি টেকটিউনসের একজন নিয়মিত পাঠক তবে লেখক না। টেকটিউনস এমন একটি প্লাটপর্মে এসে দাড়িয়েছে যেখানে টেকনোলজির এমন কোন শাখা নেই যা আলোচনা হয় নি। টেকটিউনসের সাথে সম্পৃক্ত প্রত্যেক টিউনার এক একজন এক এক বিষয়ে দক্ষ। যার সমন্বয় সাধনের ফলে টেকটিউনস একটি বিশাল টেকনোলজিক্যাল প্লাটপর্মে এসে দাড়িয়েছে।
আমার আজকের টিউনটি একটি বিশেষ অনুরোধ বা মতামতকে কেন্দ্র করে। আমি জানি না এটি কতটুকু যৌক্তিক। আশা করি সকল টেকি ভাই এ ব্যাপারে তাদের সুচিন্তিত মতামত দিবেন।
টেকটিউনসে প্রতিদিন প্রচুর টিউন করা হয়ে থাকে। কেউ কেউ পাঠকদেরকে চেইন টিউনের মাধ্যমে যে কোন একটি বিষয়ে পরিপূর্ণভাবে দক্ষ করে তুলছেন। বর্তমানে টেকটিউনসে জনপ্রিয়ভাবে যে জিনিসের প্রচলন সৃষ্টি হয়েছে তা হলো ভিডিও টিউটোরিয়াল। ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে শিক্ষাদান এত বেশি কার্যকর এবং উপযোগী হয়ে গেছে যে আগামী কয়েকবছর এর মধ্যে মানুষ স্কুলে যাওয়ার বদলে ঘরে বসে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পাঠ গ্রহণ করবে।
টেকটিউনসে এমন অনেক পরিশ্রমী এবং উদ্যোমী টিউনার আছেন যারা তাদের মেধা এবং মননকে কাজে লাগিয়ে দিনরাত পরিশ্রম করে আমাদের মতো গর্দভদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরী করছেন। বর্তমানে প্রায় সকল টিউনার তাদের টিউনে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেন।
আজকে আমার টিউনের মূল বিষয়বস্তু হলো পাঠকদের জন্য ভিডিও টিউটোরিয়াল প্রাপ্তি আরো সহজ করে তোলা। আমরা সবাই জানি বর্তমানে মিডিয়া ফাইল শেয়ারের ক্ষেত্রে হোয়াটস অ্যাপ একটি জনপ্রিয় সফটওয়্যার। হোয়াটস অ্যাপের একটি বিশেষ উপকারিতা হলো এর মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে ফাইল আদান প্রদান করা যায়। আগে শুধু গান, ভিডিও এবং ছবি এগুলো আদান প্রদান করা যেত। কিন্তু এখন ডিকোডের মাধ্যমে যে কোন ধরনের ফাইল হোয়াটস অ্যাপের মাধ্যমে শেয়ার করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের কয়েকটি অপারেটর এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিয়েছে। আপনারা এতক্ষণে নিশ্চয় বুজতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমার মতামত হলো টেকটিউনসের পক্ষ থেকে যদি এক বা একাধিক হোয়াটস অ্যাপ গ্রুফ খোলা হতো এবং এর মাধ্যমে সকল ভিডিও টিউটোরিয়াল এবং সফটওয়্যার গুলো শেয়ার করা হতো তাহলে আমাদের মতো সাধারণ পাঠকরা উপকৃত হতো। আর যদি প্রতিটি বিভাগের জন্য অথবা প্রতিটি চেইন টিউনের জন্য আলাদা আলাদা গ্রুফ খোলা হতো তাহলে আরো বেশি সুবিধা হতো। সে ক্ষেত্রে যিনি চেইন টিউন করবেন তিনি যদি একটি হোয়াটস অ্যাপ গ্রুফ খুলেন এবং তার গ্রুফে ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করেন তাহলে আমরা ভিডিও টিউটোরিয়ালগুলো সহজে পেতে পারি
আজকের টিউনটিতে আর কিছু লিখব না। এমনিতে অনেক বড় হয়ে গেছে আর আপনারাও বিরক্ত হয়ে গেছেন। আমার শুধু একটা অনুরোধ থাকবে দয়া করে প্রস্তাবটা সবাই একবার চিন্তা করে দেখুন। সাধারণ পাঠকদের জন্য খুব উপকার হবে। অন্তত ডাউনলোডের চিন্তাটা মাথা থেকে দূর করা যাবে।

Level 0

আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি একমত

হোয়াটসএ্যাপ-এ শেয়ার করার প্রথম শর্তই হলো ফোন নাম্বার শেয়ার করা যা সবাই করবে না বা করা যাবে না। আর হোয়াটসএ্যাপে একটা জিনিস খুবই বিরক্তিকর যে হঠাৎ করেই অনেকে অনেক প্রকার গ্রুপে এ্যাড করে ফেলে যাতে আমরা বেশিরভাগ সময়ই বিরক্ত হই। আর হোয়াটসএ্যাপ কোনো স্থায়ী ফাইল শেয়ারিং পদ্ধতি নয়। টেকটিউনস-এর zdrive সকল নিবন্ধিত ইউজারদের জন্য উন্মুক্ত হলে ফাইল শেয়ারিং-য়ে কোনো সমস্যাই থাকবে না।

hmm , agree !