ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০১)
ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০২)
ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০৩)
আমি এমন কোন প্রতারনার কথা বলছিনা যার ফলে আপনার বড় ধরনের কোন ক্ষতি হয়ে যাবে কিন্তু এই প্রতারকগুলো আপনার সময়কে প্রতিনিয়ত নষ্ট করে চলেছে।
টিউনটি পড়ে অনেকেই নতুন কিছু খুজে পাবেন না হয়ত কিন্তু নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন অথবা যারা প্রতারিত হন নাই তারা ভবিষ্যতেও প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
লিঙ্ক শুধু সেগুলোই দিলাম সেই পোস্টগুলোতে এই সব ভাওতা বাজি Site এর লিঙ্কগুলা আর কাজ করে না না হলে হয়ত কেও কেও সম্পূর্ণ টিউন না পড়ে টাকা ইনকাম শুরু করে দিত ।
আসলে সবই ভাউতাবাজি এগুলোর কোন অস্তিত্বই নাই ।
Use your Common Sense
এরা মাত্র ৫ মিনিটে ৫০০ টাকা কামাইতে পারলে কেন এইরকম সাইট খুলে বসে আছে। এমনে চলতে থাকলে কইদিন পর বিল গেটস্ এদের কাছে টাকা পয়সা ধার চাবে 😛
আপনারা অনেকেই ফেসবুকে এরকম পোস্ট দেখেছেন
এই সব Web Site এ লেখা থাকে পেপাল Verified কিন্তু বাংলাদেশে পেপাল নাই
আর শেষ কথা বলে রাখি অনলাইনে ইনকাম এত সহজ না ফ্রি বলে কিছু নাই ১টাকার ইন্টারনেট খরজ করে ৫মিনিটে ৫০০টাকা ইনকাম বড় ধরনের একটা কৌতুক
যারা অনলাইনে ইনকাম করেন তারা যে কি পরিশ্রম করে সেটা না বললেই না
আর মনে রাখবেন আপনি ৫ টাকার কাজ করলে ৪ টাকা পাবেন ৫ পয়সার কাজ করে ৫০০ টাকা না
এইগুলার প্রচার করা হয় তাদের পেজে লাইক বাড়াতে তাদের পেজে লাইক দওয়া আর এই ভূয়া নিউজ ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তাদের লক্ষ
Find Me At
আমি মুনিফ শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hm thnq jananor jonne, highlights holo find me at e, eto social network e apnake pawa jabe? assa uncommon kon kon social network e id khula jai , pinterest, instagram egula ki.. jante chaccilam