ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০১)
ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০২)
ছোটখাটো Online প্রতারণা (পর্ব ০৩)
আমি এমন কোন প্রতারনার কথা বলছিনা যার ফলে আপনার বড় ধরনের কোন ক্ষতি হয়ে যাবে কিন্তু এই প্রতারকগুলো আপনার সময়কে প্রতিনিয়ত নষ্ট করে চলেছে।
টিউনটি পড়ে অনেকেই নতুন কিছু খুজে পাবেন না হয়ত কিন্তু নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন অথবা যারা প্রতারিত হন নাই তারা ভবিষ্যতেও প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
আমরা সবাইই হয়ত এমন Facebook Event দেখেছি যেখানে লেখা থাকে Invite your 50 Friends and get a Mobile/1000like on pro pic/etc
আপনি একবার ভেবেই দেখুন Samsung বা I phone এর মত নামকরা ব্রান্ড কেন রকম নিম্নমানের বিজ্ঞাপন প্রচার করবে ?
খুবই সহজ ব্যাপার এইগুলা ২ নম্বারি । কিন্তু কেন ?
একটু খেয়াল করে দেখুন
এটা Event এর একটা শর্ত অর্থত Like ব্যাবসা
এছাড়াও Event গুলোতে লেখা আছে যে এই Event গুলোতে ১০০০ মোবাইল দেওয়া হবে এত গুলা মোবাইল ফ্রি দিলে ব্যাবসা যে বন্ধ হয়ে যাবে তাতে কোন সন্ধেও নাই
আপনি যত মানুষ Invite করবেন তাদের Page এর প্রচারও ততবেশী হবে
প্রিয় টিউনার ভাই যারা মনে করেন যে এই টিউন অর্থহীন এইগুলা সবাই জানে তাদের উদ্দেশ্যে নিচের ছবিটা:
এই ৩৭,০০০ মানুষ হয়ত এই বিষয়ে জানে না তাই টিউনটি করলাম
টেকটিউন কর্তিপক্ষের কাছে আবেদন এটিকি চেইন টিউন হিসাবে মোননয়ন দিক
Find Me At
আমি মুনিফ শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল, চালিয়ে যান-আছি আপনার সাথে।