সবাইকে শুভাচ্ছা জানিয়ে শুরু করলাম টেকটিউন্স এ আমার প্রথম পোস্ট কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য মিনতি জানালাম
কিছুদিন আগে টেকটিউন্স এ "নিজেই হয়ে যান ISP মালিক স্পিড ১০ MB/S"শীর্ষক একটি পোস্ট দেখে মনের ভিতর চনমনে হয়ে ওঠে, তাদের সাথে যোগাযোগ করি, ক্যাবল মডেম, ইথারনেট কনভার্টার, HD রিসিভার এগুলোর মুল্য জানতে চাই কিন্তু তারা কোন কিছুর মুল্যই সঠিক জানে না,
মনে করি তাদের কাছে প্রশ্ন না করে নিজেই সব কিছু ব্যবস্থা করি, শুরু করলাম গুগল মামাকে নিয়ে কিন্তু কোন কিছুরই উত্তর সঠিক পেলাম না, যেগুলো পেলাম তা তো দেখি American দের জন্য। আমগো দেশের জন্য তো কিছুই নাই, কিন্তু কিছুক্ষন আগে ফেসবুকে
আসলে কি বাংলাদেশে Satellite Internet চলবে? উত্তর এক কথায় না,না না
শীর্ষক একটা পোস্ট দেখে তো পুরাই টাস্কি খাইলাম তো আপনারাও দেখে আসুন,
সাবাই ভালো থাকবেন আর সাবধান থাকবেন এসব কথিত ব্লগার দের নিকট থেকে
আমি আলম ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এভাবে অর্ধ টিউন করা টেকটিউন নিতিমালা বিরোধি