আসলে কি বাংলাদেশে Satellite Internet চলবে? উত্তর এক কথায় না,না না

সবাইকে শুভাচ্ছা জানিয়ে শুরু করলাম টেকটিউন্স এ আমার প্রথম পোস্ট কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য মিনতি জানালাম

কিছুদিন আগে টেকটিউন্স এ "নিজেই হয়ে যান ISP মালিক স্পিড ১০ MB/S"শীর্ষক একটি পোস্ট দেখে মনের ভিতর চনমনে হয়ে ওঠে, তাদের সাথে যোগাযোগ করি, ক্যাবল মডেম, ইথারনেট কনভার্টার, HD রিসিভার এগুলোর মুল্য জানতে চাই কিন্তু তারা কোন কিছুর মুল্যই সঠিক জানে না,

মনে করি তাদের কাছে প্রশ্ন না করে নিজেই সব কিছু ব্যবস্থা করি, শুরু করলাম গুগল মামাকে নিয়ে কিন্তু কোন কিছুরই উত্তর সঠিক পেলাম না, যেগুলো পেলাম তা তো দেখি American দের জন্য। আমগো দেশের জন্য তো কিছুই নাই, কিন্তু কিছুক্ষন আগে ফেসবুকে

আসলে কি বাংলাদেশে Satellite Internet চলবে? উত্তর এক কথায় না,না না

শীর্ষক একটা পোস্ট দেখে তো পুরাই টাস্কি খাইলাম তো আপনারাও দেখে আসুন,

সাবাই ভালো থাকবেন আর সাবধান থাকবেন এসব কথিত ব্লগার দের নিকট থেকে

Level 0

আমি আলম ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে অর্ধ টিউন করা টেকটিউন নিতিমালা বিরোধি

যা বলার পোস্টে বলুন। অন্য কোথায় যাইতে পারবো না।

Level 0

পালতু…………

ফাউল

Level New

আসলে এটাকে বলে WhiteFi. টিবি ফ্রিকুয়েন্সীর অব্যবহৃত স্পেকট্রাম দিয়ে ইন্টারনেট কানেকশন দেয়ার পদ্ধতি। মূলত পল্লী অঞ্চল যেখানে তারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান খুব ব্যয়বহুল সেইসব এলাকার জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। আমেরিকাতে কয়েক বছর আগে থেকে এই সেবা চালু হয়েছে যার মূখ্য ভূমিকা পালন করছে মাইক্রোসফট কর্পোরেশন, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু ব্যাপারটি প্রক্রিয়াধীন। তবে সব কথার মূল কথা হল সরকারের অনুমতি ছাড়া এটা করার চিন্তা করা অসম্ভব চিন্তা করা সমান কথা। কিছুদিন আগে একজন এই সম্মন্ধে টিউন করেছিল যা পড়ার পর শুধুই হেসেছিলাম 🙂

    @adhiar: Thanks for information

    @adhiar: ভারতে মাইক্রোসফট এর উদ্যোগে সরকারি চ্যানেল ডিডি এর সহয়তায় খুব তাড়াতাড়ি এটি চালু হবে ।

এইভাবে এক কথায় উত্তর না দিয়ে, প্রমান সহ বিস্তারিত লেখুন। যদি পারেন তো।!!!

কি প্রমাণ চান বলেন
আসলে এটাকে বলে WhiteFi. টিবি ফ্রিকুয়েন্সীর অব্যবহৃত স্পেকট্রাম দিয়ে ইন্টারনেট কানেকশন দেয়ার পদ্ধতি। মূলত পল্লী অঞ্চল যেখানে তারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান খুব ব্যয়বহুল সেইসব এলাকার জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। আমেরিকাতে কয়েক বছর আগে থেকে এই সেবা চালু হয়েছে যার মূখ্য ভূমিকা পালন করছে মাইক্রোসফট কর্পোরেশন, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু ব্যাপারটি প্রক্রিয়াধীন। তবে সব কথার মূল কথা হল সরকারের অনুমতি ছাড়া এটা করার চিন্তা করা অসম্ভব চিন্তা করা সমান কথা। কিছুদিন আগে একজন এই সম্মন্ধে টিউন করেছিল যা পড়ার পর শুধুই হেসেছিলাম

adhiar ভাই এর মন্তব্য টি না হয় দেখুন
তা না হলে “satellite internet বলে গুগল করুন অথবা Wildblue,groundcontrol,exede বা অন্যান্য যে সব satellite internet” প্রোভাইডার আছে তাদের Web page এ গিয়ে দেখুন তো বাংলাদেশে তাদের কোন সেবা আছে কিনা, নিজে চেস্টা না করে কিছু বলবেন না

এইটা কোন টিউন হইল…!! পুরো টিউন দিতে পারেন না..??

ফালতু

প্রথমত এটা আপনার প্রথম টিউন- তাই ভুল যে হতেই পারে সেটা অস্বাভাবিক নয়…..আপনার অসম্পূর্ণ অতিসংক্ষিপ্ত পোষ্টের জন্য যারা সমালোচনা করেছেন সেটা যুক্তিসঙ্গত, ভাল না লাগলে যে বাদ দিতে হবে সেটা নিয়মিত টিউনাররা ভালই জানে- নতুনদের কাছ থেকে তা শেখার দরকার নেই!! সমালোচনা যদি সহ্যই করতে না পারেন তাহলে ভাল টিউনার হবেন কি করে বলেন তো?
আসল লেখাটা যদি কপি-পেষ্ট করে তুলে দিয়েও তারপর লিংকটা শেয়ার করতেন তাহলে টিউনটাও ভাল হত আর নীতিমালাও ভঙ্গ হতো না……আপনার ভুল ধরিয়ে দেনেওয়ালাদের মধ্যে একজনই আজকে কিন্তু একই “দোষে দুষ্ট” একটা টিউন করেছেন :/

Nice Tune.
ei bapare sobaike soceton korchen valo hoiche. Oneke tader trap e porbe.

পোষ্টটা পরে BNP and আওয়ামিলিগ এর মত মনে হচ্ছে সাথে হিন্দি PK সিনেমার মতো! আমি ও ওই ভাইয়ের সাথে যগাযোগ করেছিলা এবং তিনার কথা মত ৫০০০/= বিকাশ করেছিলাম পরে তিনাকে নাকি কোন এক কম্পানি সাথে নিয়ে নিয়েছে এই বলে তিনি আমার টাকা ফেরত দিয়েছিল।
এমন কি কেউ আছেন যার টাকা ওই মানুষটি মেরে দিয়েছেন? থাকলে দয়া করে উত্তর দিবেন ।
এই HDtV Internet আমি নিজে টিটিতে ২ বার পোষ্ট দেখেছি এবং Contact ও করেছি ১ম জন কোল রিসিভ খুব কম করতো নাম ছিল ইকরাম আর ২য় জন কে আমার খুব ভাল লেগেছিল এবং টাকা ফেরত টা আমার কাছে অদভুত লেগেছিল। যাই হক আমি মনে প্রাণে চাই সেটেলাইট ইন্টারনেট নামে যদি কিছু থাকে তবে তা আমাদের দেশে আসুক।
আর আমি ও একটু নেট ঘেটে দেখেতেছি …যদি কিছু পাওয়া যায়।

Musicbazar.net ভাই, উনি ভারতীয় একটা কম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। যার কারণে এই আইডিয়াটা কাউকে দিতে পারবেন না মনে হয়। কাউকে দিলে চুক্তি ভঙ্গ হবে। যা হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।