মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত পানি পান করলেন বিল গেটস

bill-gatesবিজ্ঞান ও প্রযুক্তি: মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত পানি পান করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি মানুষের বর্জ্য থেকে বিশুদ্ধ পানি প্রক্রিয়াজাত প্রযুক্তিকে অনুপ্রাণিত করতেই এ পানি পান করেন।

পানি পানের পর পরই বিল গেটস জানিয়েছেন, এই পানি প্রক্রিয়াজাত মিনারেল ওয়াটারের মতোই। সম্পূর্ণ নিরাপদ এই পানি পারলে প্রতিদিনই পান করবেন তিনি।

অবশ্য পানি পানের আগে এর পুরো উৎপাদন প্রক্রিয়াটি তিনি কাছ থেকে দেখেন। এরপরই ঘোষণা দেন, বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বিভিন্ন দেশে এই পানি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপন করা হবে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অমনিপ্রসেসর নামের এই প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। ভারত ও সেনেগালে শিগগিরই এই পানি বিশুদ্ধিকরণ প্রযুক্তি স্থাপন করা হবে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অলাভজনক দাতব্য সংস্থা ওয়াটারএইড জানিয়েছে, পৃথিবী জুড়ে প্রায় ৭৮ দশমিক ৮ কোটি মানুষ বিশুদ্ধ পানি পান থেকে বঞ্চিত হয়ে আসছে। অনিরাপদ পানি পান করে ৭০ লাখেরও বেশি শিশু মারা যায়। এই প্ল্যান্ট স্থাপন সফল হলে এসব অসুবিধাগুলো দূর হবে।

▓▓▓▓ আমার ব্লগে যান || আমার ফেইসবুক পেইজে যান ▓▓▓▓

Level 0

আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি ??

সি সি সি

মানব বর্য যতই পরিশোধন করা হোক না কেন তা সব সময় একটা ঘৃন্য বস্ত । পৃথিবীতে কি এমন পানির অভাব পড়ছে যে মানব বর্য থেকে পানি বের করে খেতে হবে? মানব বর্যের চাইতে সমুদ্রের পানি পরিশোধন করা অনেক সহজ কিন্তু তা না করে মানব বর্য? অয়াক থু

    @মোঃরকিবুল ইসলাম: একটু কাহিনী আছে। যেমন ধরেন সৌদি আরবে পানির অভাব কিন্তু দেশটা আরব সাগর (নাকি উপসাগর!) এর তীরবর্তী হওয়ায় সেখানের পানি শোধন করে সারাদেশে সাপ্লাই দিচ্ছে।
    বাট যাদের দেশে এই সুবিধা নেই অথচ পানির লেয়ার অনেক নিচে বা লেয়ার নেই বললেই চলে তারা কি করবে?

Level 0

@মোঃরকিবুল ইসলাম,একমত আপনার সাথে

ছি ছি জাতীয় কমেন্ট করে এড়িয়ে না যেয়ে আমাদের জানা উচিত মহতি এক project এর আসল উদ্দেশ্শ এবং এর বিস্তারিত খুটিনাটি। আমি জেনেছি এই লিংক এ http://www.gatesnotes.com/development/omniprocessor-from-poop-to-potable