তথ্য সংবাদ: সরকার আরও দুটি আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরের (আইজিডব্লিউ) লাইসেন্স বাতিলের অনুমোদন দিয়েছে। এ দুটি অপারেটর হলো টেলেক্স লিমিটেড এবং ভিশন টেল।
অপারেটর দুটির সংযোগ ২০১৩ সালের আগস্ট থেকে বিচ্ছিন্ন রয়েছে। আর তাদের কাছে সরকারের সব মিলে বকেয়ার পরিমান ২৩০ কোটি টাকার বেশি।
এর আগে গত মাসে দুটি আইজিডব্লিউ রাতুল টেলিকম এবং কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের লাইসেন্স বাতিলের অনুমোদন দিলেও এখন পর্যন্ত তা কার্যকর করেনি টেলিযোগাযাগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
টেলেক্স আইজিডব্লিউটি’র দুজন মালিকের দুজনই প্রবাসী বাংলাদেশি। আবদুর রহমান এবং মোহাম্মদ জুবায়ের রহমান নামে ওই দুই ব্যক্তি তাদের সংযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই নিরুদ্দেশ রয়েছেন। কমিশনের কর্মকর্তাদের আশংকা এদের দুজনই দেশ ছেড়ে পালিয়েছেন।
অন্যদিকে ভিশন টেল অপারেশন শুরুর পর থেকেই কয়েকবার লাইসেন্স হস্তান্তর করে। ফলে শেষ পর্যন্ত কাদের বিরুদ্ধে সরকার মামলা করবে তা নিয়েও রয়েছে জটিলতা।
রাতুল টেলিকম এবং কে টেলিকমের কাছেও সরকারের প্রায় দুইশ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু দুটি অপারেটরের মালিক সরকারের দুই প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কেউ এ নিয়ে তেমন কোনো কথা বলছেন না।
সূত্র জানিয়েছে, ২০১৩ সালের সেপ্টেম্বরের দিকে টেলেক্সের লাইসেন্স বাতিলে সরকারের অনুমোদন চায় কমিশন। এর কিছু দিন পর একই অনুমোদন চায় ভিশন টেলের জন্যও।
টেলেক্সের কাছে ওই সময় পর্যন্ত সরকারের বকেয়া ছিল ৬২ কোটি টাকা। পরে লাইসেন্স ফি এবং ১৫ শতাংশ বিলম্ব ফি মিলিয়ে এই অংক প্রায় ৮০ কোটি হয়েছে।
আর ভিশনটেলের সর্বশেষ দেনার পরিমান ১৩৯ কোটি টাকা। সঙ্গে রয়েছে লাইসেন্স ফির বকেয়া।
সরকারের এ বাকির সঙ্গে মোবাইল ফোন অপারেটরগুলোর কাছে আরও বেশ কয়েক কোটি এবং আন্তসংযোগ অপারেটরগুলোর কাছেও তাদের কয়েক কোটি টাকা বাকি রয়েছে।
এর মধ্যে টাকা পেতে দেশ সেরা মোবাইল ফোন অফারেটর গ্রামীণফোন বেশ কয়েকটি আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে।
এর আগে বিটিআরসিও টাকা পেতে মামলা করেছে। ততে কারও কোনো সন্ধান পাচ্ছে না বিটিআরসি
▓▓▓▓ আমার ব্লগে যান । আমার ফেইসবুক পেইজে যান ▓▓▓▓
আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।